কমলনগর প্রেসক্লাব সম্পাদনা

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বিভিন্ন দৈনিকে কর্মরত সাংবাদিকদের সংগঠন কমলনগর কমলনগর প্রেসক্লাব। র্দীঘদিন অতিবাহিত হওয়ার পর আবার প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে এ কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হচ্ছে, সভাপতি- ----,সহ সভাপতি-ছাইফুল্লাহ হেলাল (দৈনিক জনতা/দৈনিক জাতীয় নিশান),সাধারন সম্পাদক-কাজী ইউনুছ (দৈনিক ইনকিলাব/কালের প্রবাহ),সহ সাধারণ সম্পাদক-আমানত উলস্নাহ (দৈনিক ডেসটিনি/দৈনিক মধুমালতি), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক- সানা উল্লাহ সানু (দৈনিক নয়াদেশ/ দৈনিক ভিশন), (দৈনিক দিনকাল/ দৈনিক ভোরেরমালঞ্চ),র্নিবাহী সদস্য- নুর আলম ফয়েজ (দৈনিক খবরপত্র),মাইন উদ্দিন (দৈনিক ভোরের কাগজ), আবছার উদ্দিন রাসেল (দৈনিক উপকুল প্রতিদিন)।

কিছু কথা সম্পাদনা

Sanubd, আপনি বেশ অনেকদিন ধরে কামালনগর উপজেলা নিয়ে নিবন্ধ লিখছেন, কিন্তু নিশ্চয় লক্ষ্য করেছেন যে বারে বারে আপনার সম্পাদনার লেখাগুলিকে সংশোধন করা হচ্ছে, কখনো বা পুরোপুরি মুছে দেওয়া হয়েছে- (মঈনুল ভাই যা ২রা অক্টোবর যা করেছেন)। লক্ষ্য করেছি আপনি নিরাশ না হয়ে আবার একই লেখা আবার তুলে দিয়েছেন। অর্থাৎ একই ভুল আবার করেছেন। আমার মনে হল আপনি ভুলগুলো ধরতে পারছেন না। আসলে হয়েছে কি জানেন, ১) আপনি উইকিতে কোন নিবন্ধেই আপনার নাম দিতে পারবেন না। এই যেমন আপনি লিখেছিলেন, লক্ষ্মীপুরের জনপ্রিয় অনলাইন পত্রিকা লক্ষ্মীপুর টুয়েন্টিফোর ডটকমের সৌজেন্যে উইকিপিডিয়ার জন্য কমলনগর উপজেলা সৃষ্টির পিছনে অজানা কথা লিখেছেন সানা উল্লাহ সানু - একথা আপনি লিখতে পারেন না। এটিকে বিজ্ঞাপন দেওয়া বলা হয়। উইকিতে বিজ্ঞাপন দেওয়া যায় না। ২) আপনি অত্যন্ত তথ্যভারাক্রান্ত লেখা লিখছেন, যেমন কে দোয়াত কলম না দেয়ালঘড়ি প্রতীকে কত ভোটে এগিয়ে বা পিছিয়ে ছিলেন, এসব। এতো খুটিনাটি তথ্য উইকিতে দরকার হয়না। ৩) আপনি তথ্য দিচ্ছেন ঠিকই, কিন্তু কোথা থেকে এই তথ্য পাচ্ছেন, তা দিচ্ছেন না। নিবন্ধের শেষে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছেন, যাতে আবার ঐ তথ্যগুলি নেই। উইকিতে তথ্যসূত্রবিহীন লেখা সরিয়ে দেওয়া হয়। কারণ তাঁর কোন নির্ভরযোগ্যতা থাকে না। আপাতত এগুলিই চোখে পড়ল। আশা করি বোঝাতে পেরেছি। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। বোধিসত্ত্ব (আলাপ) ০৯:২৫, ৪ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

লক্ষ্মীপুর টোয়েন্টিফোর ডটকম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

লক্ষ্মীপুর টোয়েন্টিফোর ডটকম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/লক্ষ্মীপুর টোয়েন্টিফোর ডটকম পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। বোধিসত্ত্ব (আলাপ) ১৮:২১, ৬ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আলম শাইন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আলম শাইন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আলম শাইন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন