বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৬:৫৬, ২০ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

অত্যন্ত সংক্ষিপ্ত নিবন্ধ

সম্পাদনা

মাননীয় শঙ্করদা,

আপনি উইকিপিডিয়ায় মনে হয় নতুন সে জন্য ব্যক্তিগতভাবে স্বাগতম! আমি আপনার তৈরি দেবশংকর হালদার নিবন্ধটিতে ভূমিকা যোগ করে দিলাম। আপনি যতটুক তথ্য যোগ করেছিলেন ততটুক তথ্যযুক্ত নিবন্ধ উইকিপিডিয়ায় রাখা হয় না। তাই বলব নিবন্ধগুলোতে অন্তত ভূমিকাংশ দিয়ে তৈরি করবেন। এখন উক্ত নিবন্ধটি আরও সম্প্রসারণ করতে পারেন। আপনার এই আলাপ পাতায় প্রথম বার্তাটি ও প্রদত্ত লিংকগুলো পড়ে নিলে ভালো বুঝতে পারবেন। আপনার পছন্দের বিষয় নিয়ে কাজ করুন ভালো করতে পারবেন। বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে লেগে থাকুন। ধন্যবাদ!) পরমাণু আলাপ ১০:৩২, ৪ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন