ব্যবহারকারী আলাপ:Raiyan/Archive 2012 04

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "সেরা সমাধান দ্রুত অপসারণ" অনুচ্ছেদে

Your আs are not rendering properly. Pleae check with your keyboard layout documentation as to how to type that. You seem to be typing অ followed by া, and that's not transformed into আ automatically in your keyboard manager. So, please look into that. --রাগিব (আলাপ | অবদান) ২৩:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

এটা হয় ক্লিক করে অভ্র ব্যাবহার করলে। সেক্ষেত্রে "আ" আলাদা বাটন আছে। আ লিখতে হলে সেটা ক্লিক করুন। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০২:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

Actually, he isn't using Avro. --রাগিব (আলাপ | অবদান) ০৬:৫০, ১৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

Thank you Ragib vai, and Dr.Saptarshi. As Ragib vai guessed, I am not using avro, infact, I am not using anything other than the keyboard and fc5. I am having some trouble setting up Bangla in fc5 ( gnome ) , I am a newbie in linux. I hope the problem with my আs and other vowels will be solved as soon as I am successful with Bangla setup in my machine.

নতুন নিবন্ধ সম্পাদনা

এ ধরনের এক লাইনের নতুন নিবন্ধ তৈরি করবেন না, আপনার একলাইনের নিবন্ধ স্পিডি ডিলেশন আইন অনুযায়ী মুছে ফেলা হবে। তাই দয়া করে নিবন্ধ গুলোর মানোন্নয়ন করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২৩, ১২ নভেম্বর ২০০৭ (UTC)

তথ্যসূত্র সম্পাদনা

ধরুন আপনার ভিজিটিং কার্ডে লেখা ছিল আপনি দেশের প্রধান মন্ত্রী। তাই বলে কি আপনি দেশের প্রধান মন্ত্রী হিসেবে নিজেকে দাবি করবেন? আপনি নিজে বললে তো আর হবে না। তথ্যের অন্যকোন তৃতীয় পক্ষীয় উৎস দরকার। সুমনের বেলাতেও এটা সত্য। অর্থহীন সুমনের ব্যান্ড এর ওয়েব সাইটে তার সম্পর্কে যাই লেখা থাকুক না কেন তা তথ্যসূত্র হিসেবে ব্যবহার্য নয়।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:২৭, ২০ নভেম্বর ২০০৭ (UTC)

বেলায়েত ভাই কি আমার উপর বার বার রাগ করেন কি না বুঝি না :( . সুমন = বেস-বাবা এটা সুমনের একার কথা না । কনসার্টের পোস্টারেও তো সুমনের নামের পাশে বেস-বাবা /bass-baba লিখে রাখে । পোস্টার গুলাও তো সুমন বানায় না, কনসার্টের আয়োজকেরা বানায়, তাই না ? --১৭:৫৫, ২১ নভেম্বর ২০০৭ (UTC)
ধুর মিয়া, রাগ করবো কেন? :) আমি তো আপনাকে শুধু বঝাতে চাচ্ছিলাম যে নিজের দেওয়া বা নিজের পাবলিসিটির জন্য যাতে লেখা হয় তা তথ্যসূত্র হিসেবে গ্রহনযোগ্য না। কারণ এতে নিজের কথা নিজেই বলছি। কনসার্ট ওয়ালারা ওনারে এমন বিশেষণ না দিলে কি আপনারা যাবেন ওনার কনসার্টে?--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৪৮, ২২ নভেম্বর ২০০৭ (UTC)
তাও ঠিক, কিন্তু আমি সুমনের নামের পাশে বেস-বাবা দেখেও কোনকনসার্টে যাই-টাই না। mp3 গান শুনেই মহা সুখে আছি ! --Raiyan ১৭:৪৯, ২২ নভেম্বর ২০০৭ (UTC)

মিশরীয় পূরাণ সম্পাদনা

Egyptian mythology অনুসরন এবং রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:৪৬, ২৮ নভেম্বর ২০০৭ (UTC)

ইংরেজী একই নিবন্ধে ব্যবহৃত টেম্পলেট সরাসরি ব্যবহার করতে পারেন। পরে বাংলা করে নিবেন। অথবা একই রকম বা কাছাকাছি কোন টেম্পলেট নিয়ে তা পরিবর্তন করে নিতে পারেন। কি ধরনের টেম্পলেট চাচ্ছেন তা বিস্তারিত (উদাহরণসহ) জানিয়ে অভিজ্ঞ কোন ব্যবহারকারীকে সাহায্য করতে বলতে পারেন। নতুন করে টেম্পলেট তৈরি করার প্রক্রিয়া কছুটা জটিল, বিস্তারিত জানতে দেখুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০২:৫৭, ৫ ডিসেম্বর ২০০৭ (UTC)

টিন টিন সম্পাদনা

নিবন্ধে শুধু টেম্পলেট যোগ না করে সাথে অন্তত ২ ১ লাইন করে লিখে দিবেন দয়া করে। আর টেম্পলেটের মানগুলো বাংলা করে দিবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৩০, ৭ ডিসেম্বর ২০০৭ (UTC)

Re বেহুলা সম্পাদনা

ঠিক আছে :D --তারিফ এজাজ ১১:৩৫, ২৪ ডিসেম্বর ২০০৭ (UTC)

নন্টে ফন্টে সম্পাদনা

নন্টে ফন্টের কমিকসগুলো নতুন করে রঙ্গীন করা হয়েছে । এগুলোতে আর নন্টে ফন্টেকে শুধু সাদা শার্ট আর কালো হাফ প্যান্টে দেখা যায়না। রঙ্গীন লাল বা কমলা শার্টেও দেখা যায়। :D--দায়ীন(আলাপ)/(অবদান) ১৩:২২, ২৭ ডিসেম্বর ২০০৭ (UTC)

সামরিক পদক সম্পাদনা

ভাই, বর্তমানে আমার কাছে এই পদক গুলির ছবি নাই। তবে আমি সংগ্রহ করার চেষ্টা করছি। --Shohag ০৭:৪১, ২২ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

শুভেচ্ছা সম্পাদনা

সবাইকে ফাতেহা-এ-দোয়াজ-দহম ও দোলের শুভেচ্ছা।

Mzsabusayeed (আলাপ) ০৫:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

উইকিমিটআপ ঢাকা ৮ সম্পাদনা

সেরা সমাধান দ্রুত অপসারণ সম্পাদনা

 

সেরা সমাধান নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদ বিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষর বিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেনো আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ্য করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যাক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়া অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি নির্বিঘ্নে আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৭:৪৩, ১০ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

"Raiyan/Archive 2012 04"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।