বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৩:৫৩, ২৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ডিসেম্বর 2016 সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম, আমি NahidSultan। যদিও উইকিপিডিয়া যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৩, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

 
আপনাকে সম্পাদনা করা থেকে সাময়িকভাবে বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। যখন এই বাধাদানের সময়সীমা শেষ হবে, তখন আমরা আপনাকে উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করার আহবান জানাই। আপনি যদি মনে করেন যে আপনার বাধা তুলে নেয়ার জন্য আপনার কাছে ভাল কারণ আছে, তাহলে আপনি আপনার আলাপ পাতার নীচে নিম্নলিখিত লেখা: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}} যোগ করে বাধা তুলে নেয়ার আবেদন করতে পারেন।

--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৩৫, ৩১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আমি চেয়েছিলাম যে আমার পরিচয় এই পাতাই দিতে । সেটা আমি করেছি। কিন্তু আমি বুঝতে পারছিনা যে আমার পাতা কে NahidSultan বাধা দিল কেন । আসলে wikipedia page কি ধরনের কথা লিখতে পারি। দয়া করে জানাবেন, আর দয়া করে বাধা তুলে নিবেন। ধ্যনবাদ RSRasib (আলাপ) ০৪:৩২, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশ ডিজিটাল করতে চাই। বাই রাসিব রায়হান। সম্পাদনা

আমার ইচ্ছা পৃথীবির মধ্যে আমাদের এই বাংলাদেশকে রোল মডেল করতে। প্রথম শিক্ষার হার বাড়াতে হবে। শিক্ষার আলো সবার মধ্যে থাকতে হবে। তথ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। ঘরে ঘরে সবাই জানো তথ্য প্রযুক্তির আওতায় থাকে সে ব্যবস্থা করতে হবে। দেশ কে ভালোবাসতে হবে। দুর্নীতি দূর করতে হবে। শিক্ষার যোগ্যতাই একটি ছেলে অথবা একটি মেয়ে চাকরি করতে পারে। কোনো টাকা পয়সা বা মামা খালু দিয়ে চাকরি পেলে হবে না। সবাইকে সচেতন থাকতে হবে। অন্য এক সময় আরো নিবেদন দেব। আজ এই বলে শেষ করলাম । সবাই ভালো থাকবেন। RSRasib (আলাপ) ০৪:২৩, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকপিডিয়া সম্পাদনা

সুধী, আপনি বাংলা উইকিপিডিয়া নিবন্ধে আপনার নিজের ছবি যুক্ত করেছেন যা ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হয়েছে। দয়া করে, ব্যক্তিগত ছবি নিবন্ধে যুক্ত করবেন না। পরবর্তীতে এটি অব্যহত রাখলে আপনাকে অসীম মেয়াদে উইকিপিডিয়ায় বাধা দেওয়া হতে পারে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন