বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৭:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বাংলাকরণ অতি জরুরী সম্পাদনা

শুভেচ্ছা নিন, অনুগ্রহ করে হাফিজা খাতুন নিবন্ধের বিশেষ বই ও জার্নাল অংশ বাংলা করুন। বাংলা উইকিতে বিশাল অংশ ইংরেজিতে লেখা গ্রহণযোগ্য নয় ও দৃষ্টিকটুও বটে। বইয়ের নাম প্রতিবর্ণীকরণ করুন ও পাশে বাংলা অনুবাদ দিন।

  • উদাহরণটি দেখুন: (2019) Development-Induced Displacement and Resettlement in Bangladesh: Case Studies and Practices, Second Edition Revised and Expanded, Nova Science Publishers, NY. → "(২০১৯) ডেভেলপমেন্ট-ইন্ডুসড ডিসপ্লেসমেন্ট এন্ড রেসেটলমেন্ট ইন বাংলাদেশ: কেস স্টাডিস এন্ড প্রাক্টিসেস (বাংলাদেশে উন্নয়ন-প্রণোদিত বাস্তুচ্যুতি ও পুনর্বাসন: ঘটনা অধ্যয়ন ও অনুশীলন), সংশোধিত এবং সম্প্রসারিত দ্বিতীয় সংস্করণ, নোভা সাইন্স পাবলিশার্স, নিউইয়র্ক"।

আমি Development-Induced Displacement and Resettlement in Bangladesh: Case Studies and Practices প্রতিবর্ণীকরণ করেছি ও পাশে তার বাংলা অর্থ দিয়েছি (যান্ত্রিক বাংলা অর্থ দিবেন না, বুঝে দিন) ও বাকী অংশ অনুবাদ করেছি। আশা করি বুঝতে পেরেছেন কি করতে হবে। আপনি যদি বাংলা না করেন, তবে কিন্তু আমি ঐ অংশ সরিয়ে দিতে বাধ্য হব, কেননা বাংলা উইকিতে বিশাল অংশ ইংরেজিতে লেখা গ্রহণযোগ্য নয় ও দৃষ্টিকটুও বটে। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫৮, ১৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনি যখন সম্পাদনা করতে যাবেন, উপরে ডান দিকে "পরিবর্তন প্রকাশ করুন" লেখার পাশে কলম আইকনে ক্লি করে "উৎস সম্পাদনা" ক্লিক করেন। তারপর এই অংশ বাংলা করুন। এতে কাজ করতে সহজ হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:০৯, ১৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় Pushon007,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন