বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

সমস্যা

সম্পাদনা

গ্লুকাগন সম্পর্কে একটি আর্টিকেল লিখেও পেজ সংরক্ষণ করতে পারছি না। Promita Laboni Saha (আলাপ) ১২:৩৮, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

গ্লুকাগন নিবন্ধটি হালকা সংশোধনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আপনি চাইলে এটি আরও সম্প্রসারণ করতে পারেন। ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ২২:৩৪, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

গ্লুকাগন

সম্পাদনা

গ্লুকাগন:গ্লুকাগন একটি গুরুত্বপূর্ণ হরমোন। অগ্ন্যাশয় এর আইলেটস অব ল্যাঙ্গ্যারহ্যান্স হলো হরমোন নিঃসরণকারী।এই আইলেটস অব ল্যাঙ্গারহান্স বিভিন্ন কোষে গঠিত। যেমন: আলফা, বিটা, গামা, ডেল্টা,পিপি, ডি১,ই,এক্স বা এফ ইত্যাদি। আলফা কোষ থেকে গ্লুকাগন নামক হরমন নিঃসৃত হয়। গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। শরীরে শর্করা বা গ্লুকোজ এর পরিমাণ কমে গেলে (hypoglycaemia,হাইপোগ্লাইসিমিয়া) আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরিত হয় এবং গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। Promita Laboni Saha (আলাপ) ১৩:০৫, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন