ব্যবহারকারী আলাপ:Pratyya Ghosh/সংগ্রহশালা/৩৮ (২০১৬-০১)

সাম্প্রতিক মন্তব্য: Lydia Pintscher (WMDE) কর্তৃক ৮ বছর পূর্বে "Wikidata weekly summary #193" অনুচ্ছেদে

সংগ্রহশালা ৩৭ | সংগ্রহশালা ৩৮ | সংগ্রহশালা ৩৯

নতুন সমস্যা

ভাইয়া আমার "২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে মৌরিতানিয়া" আনুবাদে টেম্পলেটি কাজ করছে না। একটু দেখবেন কি? ধন্যবাদ। Neowazs (আলাপ) ০৮:৪৭, ২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছেNeowazs ভাই দেখুন, ওটা ঠিক হয়ে গেছে।--প্রত্যয় (স্বাগতম) ১৪:৩৩, ২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে। আমি কি জানতে পারি এইটা কিভাবে টিক করা হয়েছে? Neowazs (আলাপ) ১৪:৪৩, ২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

জি Neowazs ভাই। আমি শুধুমাত্র এই পাতাটি তৈরি করেছি। --প্রত্যয় (স্বাগতম) ১৫:০০, ২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

যোগাযোগ

ভাইয়া ফেইসবুকে যদি আপনার সাথে যুক্ত হই তাহলে আমি আরো কিছু জানতে পারতাম। আমার ফেইসবুকে আইডি Robi Neowaz। (যদি আপনার কোন আপত্তি না থাকে।) ধন্যবাদ। Neowazs (আলাপ) ১৫:১৪, ২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Wikidata weekly summary #191

পদক প্রাপ্তি

  সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:৩৮, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ মেরাজ ভাই।   --প্রত্যয় (স্বাগতম) ১৪:১৪, ১৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাসের পোস্টকার্ডের জন্য ঠিকানা সংগ্রহ

সুধী,

২০১৫ সালের নম্ভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিত উইকিপিডিয়া এশীয় মাস অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রতিযোগিতা শুরু হওয়ার সময় বলা হয়েছিল যে, উইকিপিডিয়া এশীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের একজন অংশীদার হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী, যারা নিয়মাবলী অনুসরণ করে অন্ততঃ পাঁচটি নিবন্ধ তৈরী করবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারী দেশ থেকে একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, সেই নিয়মানুযায়ী, একজন সফল অংশগ্রহণকারী হিসেবে এশিয়ার উইকিপিডিয়ানদের বন্ধুত্বের চিহ্নস্বরূপ একটি পোস্টকার্ড আপনি পেতে চলেছেন। আয়োজক কমিটি এই উপহার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সেই লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে, আপনার ঠিকানা ও ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ রূপে গোপণ রাখা হবে ও শুধুমাত্র উপহার প্রেরণের জন্যই ব্যবহার করা হবে।

অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সহ,
উইকিপিডিয়া এশীয় মাস আয়োজক কমিটির পক্ষ থেকে,
বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৫৫, ১৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

থিয়েটার সাস্ট সম্পর্কিত

থিয়েটার সাস্ট নিয়ে লিখতে চাই, কিন্তু সার্চ করলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলে আসে, কি করব?‍‍ --SMMONIR2014 (আলাপ) ১৩:১৬, ১৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ওটা আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিবন্ধে পুনঃনির্দেশ করা আছে। আমার পরামর্শ হল আপনি আগে ব্যবহারকারী:SMMONIR2014/থিয়েটার সাস্ট নামে একটা ব্যবহারকারী উপপাতায় শুরু করেন। পরে যদি মনে হয় ঠিক আছে, তাহলে পুনঃনির্দেশ সরিয়ে ঐ নিবন্ধটি বসিয়ে দেয়া যাবে।

ধন্যবাদ।SMMONIR2014 (আলাপ) ১৩:৩২, ১৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)SMMONIR2014উত্তর দিন

Wikidata weekly summary #192

উইকিপিডিয়া ১৫ অনুবাদ প্রতিযোগিতা

  Pratyya Ghosh/সংগ্রহশালা, উইকিপিডিয়ার ১৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুবাদ প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য স্বাগতম ! আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি চাইলে আপনার ব্যবহারকারী পাতায়

  এই ব্যবহারকারী উইকিপিডিয়ার ১৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুবাদ প্রতিযোগিতার মাধ্যমে উইকিপিডিয়ায় বিশেষ অবদান রেখেছেন!
টেমপ্লেট লাগাতে পারেন। এ জন্য আপনার ব্যবহারকারী পাতায় {{উইকিপিডিয়া ১৫ অনুবাদক}} টেমেপ্লেট লাগাতে পারেন।  যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় আমার আলাপ পাতায় তা রাখতে পারেন। যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর  করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে।  আশা করি একজন উইকিপিডিয়ান হিসাবে উইকিপিডিয়া উপভোগ করবেন!

ধন্যবাদান্তে-- শাহাদাত সায়েম (আলাপ) ০৭:০৫, ২০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Wikidata weekly summary #193

"Pratyya Ghosh/সংগ্রহশালা/৩৮ (২০১৬-০১)"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।