কবি এসবি পুলক পাতার দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি আপনার তৈরি প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ তৈরিতে নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য কবি এসবি পুলক নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ বিচারধারার স১১ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি দেখে দ্ব্যর্থহীন বিজ্ঞাপন বলে মনে হয়েছে যেটি শুধু একটি প্রতিষ্ঠান, পণ্য, সংগঠন, সেবা বা ব্যক্তির প্রচার করছে এবং পাতাটি গ্রহণযোগ্য হতে এটিতে প্রাথমিক পর্যায়ের পুনর্লিখন দরকার। দয়া করে দ্রুত অপসারণের সাধারণ বিচারধারা পড়ুন, বিশেষ করে স১১ অনুচ্ছেদটি, একইসাথে স্প্যাম বিষয়ে নির্দেশিকা পড়ুন।

যদি আপনি মনে করেন যে পাতাটি বিজ্ঞাপনমূলক নয়, তবে অপসারণের আপত্তি জানাতে নিবন্ধটির আলাপ পাতায় যেয়ে ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, দেরি না করে তা অপসারণ করা হয় যদি তা দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। আপনি পাতাটি সম্পাদনা করে সমস্যাটির সমাধান করতে পারেন কিন্তু পাতাটি থেকে দ্রুত অপসারণ ট্যাগ মুছবেন না। বিজ্ঞাপনমূলক লেখা মুছার সাথে বিশ্বকোষীয় তথ্য যুক্ত করা যেতে পারে এবং এতে স্বাধীন নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি দেওয়া উচিত যাতে পাতাটি যাচাইযোগ্য হয়। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। —শাকিল হোসেন আলাপ ০৩:৫৯, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কবি এসবি পুলক সম্পাদনা

এসবি পুলক। আমি একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করি এবং সেখানের স্নিগ্ধ প্রকৃতির পরিবেশে বড় হয়েছি।আর গ্রামের মানুষগুলো অনেক সহজ, সরল ও প্রাণবন্ত। তাদের মধ্যে থাকে না কোনো ছলচাতুরি। অনেকেই আমাকে কবি বা লেখক বলে থাকেন। তখন নিজের মধ্যে কেমন জানি অদ্ভুত অনুভূতি কাজ করে। তবে আমি নিজেকে একজন “ক্ষুদ্র কবি এবং লেখক” পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ছোটবেলা থেকেই গল্প,কবিতা,উপন্যাস প্রভৃতির প্রতি ভালো লাগা কাজ করে। লিখতে এবং পড়তে খুব ভালো লাগে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর লিখালেখির স্বপ্নগুলো হাতে ছুঁই ছুঁই এতোটাই কাছ থেকে দেখতে পারছি। বিভিন্ন দৈনিক পত্রিকা,জাতীয় পত্রিকা এবং অনলাইন জার্নালে প্রকাশিত হয়েছে অসংখ্য কবিতা।বেশ কয়েকটি ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছে আমার কবিতা। ইতিমধ্যেই যৌথভাবে দুটি যৌথকাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। “কাব্যের ভেলা” এবং “আগামীর পথ”। আমি কোনো নিয়মিত লেখক নয় তবে পড়াশোনা এবং অন্যান্য কাজের পাশাপাশি অবসর সময়ে লেখালেখি করতে চেষ্টা করি।‌ আমার লেখালেখির মধ্যে পরিবার, বন্ধু-বান্ধব, শিক্ষক, আত্মীয়-স্বজন সকলেরই অনেক সহযোগিতা পেয়ে আসছি। Poet SB Pulok (আলাপ) ১৫:৩৭, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

দয়া করে নিজের নামে নিবন্ধ লিখবেন না। এটি উইকিপিডিয়ার নীতিমালা লঙ্ঘন। এছাড়া এটি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতায় বর্ণিত নীতিমালা পূরণ করছে না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪০, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ ভাইয়া Poet SB Pulok (আলাপ) ১২:৫০, ৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন