স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Pmlineditor, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল #wikipedia-bn (ওয়েব ক্লায়েন্ট) ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


তানভিরআলাপ১৮:৩৪, ১৮ এপ্রিল ২০১১ (ইউটিসি)উত্তর দিন

পশ্চিমবঙ্গে বাংলা পিডিয়ানদের নিয়ে মিনি মিডিয়া উইকি ট্রেনিং ও ট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালা সম্পাদনা

নমস্কার প্রাচতোষ! আগামী বছরের প্রথম দিকে (৭ ও ৮ই জানুয়ারী, ২০১৭ তারিখে) কলকাতা শহরে সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটা মিনি মিডিয়া উইকি ট্রেনিংট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলিতে অবদান রাখা ও সম্পাদনা সংক্রান্ত বিভীন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনায় এনগেজ করা হবে। কর্মশালার প্রসঙ্গে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির কাছে প্রয়োজনীয় ফান্ডিঙের জন্য শীঘ্রই আবেদনও জানানো হবে। আগ্রহী থাকলে আপনাকে এখানে সমর্থন জানাতে অনুরোধ করছি। এই কর্মশালায় আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ।   -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৮:২২, ১৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সরশুনা মহাবিদ্যালয় এ অনুষ্ঠিত উইকিপিডিয়ার কর্মশালা সম্পাদনা

প্রিয় উইকিপিডিয়ান বন্ধুগণ,

পশ্চিমবঙ্গ এর সরশুনা মহাবিদ্যালয় এ অনুষ্ঠিত উইকিপিডিয়ার কর্মশালা-তে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ। এই উইকিপিডিয়ার কর্মশালা ২৩শে জুলাই সরশুনা মহাবিদ্যালয় (4/HB/A, Ho-Chi-Minh Sarani, Sarsuna Upanagari, Sarsuna, Kolkata 700061, West Bengal, India) তে অনুষ্ঠিত হবে। অনুগ্রহ পূর্বক মনে রাখুন-

  1. উইকি কর্মশালা ঠিক ১০ ঘটিকায় শুরু হবে।
  2. দয়া করে আপনার ল্যাপটপ সাথে আনবেন।
  3. আহারের ব্যবস্থা থাকবে। শাকাহারী আহার নির্বাচন গ্রাহ্য হবে।
  4. যদি আপনার অন্য কোনো প্রয়োজন থাকে তবে আয়োজকদের জানান।

আরো বিশদ জানতে এই পাতায় চোখ রাখুন: Wikipedia Orientation Workshop at Sarsuna College, West Bengal, India

আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। ধন্যবাদ। -- অনন্যা মণ্ডল

COVID-19 এর পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় স্বেচ্ছাসেবীদের সহযোগীতা জন্য সমর্থন কর্মসূচি সম্পাদনা

প্রিয় উইকিমিডিয়ানস,

COVID-19-এর দ্বিতীয় তরঙ্গ সারা দেশে পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা সকলেই খুব কঠিন সময়ে মধ্যে দিয়ে চলেছি। তিক্ত এবং কঠোর সত্য যে আমরা অনেকেই ইতিমধ্যে আমাদের প্রিয়জন, ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়স্বজন, প্রতিবেশীদের হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে কেউ কেউ চাকরিহীন, ব্যবসায় ক্ষয়ক্ষতি, হাসপাতালে ভর্তির বিশাল ব্যয় ইত্যাদির কারণে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছেন অথবা হচ্ছেন।

এই সঙ্কটের মাঝে ভারতে বসবাসকারী উইকিমিডিয়া স্বেচ্ছাসেবকদের সহযোগীতা জন্য একটি সমর্থন কর্মসূচি শুরু করা হয়েছে। এই প্রোগ্রামটি নিম্নলিখিত কর্ম্ম সমর্থন করবে -

  • টিকাকরণের ব্যয় সরূপ অর্থ প্রদান
  • COVID-19 সুরক্ষা কিট প্রেরণ
  • বিশেষজ্ঞদের পরামর্শদান

এই সমর্থনটি সেন্টার ফর ইন্টারনেট অ্যাণ্ড সোসাইটি অ্যাসেস টু নলেজ (CIS-A2K) পক্ষে থেকে প্রদান করা হবে। আজ অথবা আগামীকাল থেকে এই টিকাকরণের ব্যয় সরূপ অর্থ প্রদান করা হবে। COVID-19 সুরক্ষা কিট প্রদান বিভিন্ন যৌক্তিক কারণসমূহ উপর নির্ভর করে, তাই এই প্রেরণ পদ্ধতি এক সপ্তাহ বা তার বেশি সময়ের মধ্যে আরও সুসংহত হবে। দলটি প্রথমে সম্প্রদায়ের যাদের এই সাহায্য সব থেকে প্রথমে প্রয়োজন তাদের সমর্থন করার চেষ্টা করবে।

স্বেচ্ছাসেবীদের এই গুগল ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে - https://docs.google.com/forms/d/e/1FAIpQLScYcjEeuT7vUxP3NJg7KfIiZaude9IXLyCagsDarTx11J4ymA/viewform

আপনি আপনার সম্প্রদায়ের, যে স্বেচ্ছাসেবকের সহায়তার আশু প্রয়োজন, তাদের এই ফর্মের মাধ্যমেও মনোনীত করতে পারেন বা সমর্থন দলকে সরাসরি মেইল করতে পারেন।

সহায়তা কর্মসূচি সম্পর্কে আরও বিশদ এখানে পেতে পারেন -

https://meta.wikimedia.org/wiki/COVID-19_support_for_Wikimedians/India

আসুন, আমরা একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দি এবং দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করি।

নিরাপদ এবং সুস্থ থাকুন।--Atudu (আলাপ) ০৮:৫৬, ১ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন