বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

নতুন নিবন্ধ সৃষ্টি ও সংশোধন সম্পাদনা

পাভেল সৈকত, আপনি বেশ সক্রিয়ভাবে ফ্রি ও ওপেন সোর্স সম্পর্কিত নিবন্ধগুলো সংশোধন, সংযোজন করছেন দেখতে পাচ্ছি। যা বেশ প্রশংসার যোগ্য। এবংং আপনাকে ধন্যবাদও।

তবে একইসাথে দেখা যাচ্ছে আপনি অনেকগুলো নিবন্ধই গ্লোবাল উইকি (en.wikipedia.org) থেকে সরাসরি তুলে দিচ্ছেন। এটা দেখতে দৃষ্টিকটু।

আর উচ্চারণ গনোম বা নোম না, উচ্চারণটা হবে গ্নোম, অনেকটা ন্যোম এমন। দন্ত্য-ন এর দ্বিত্ব উচ্চারণ হবে। একইভাবে উচ্চারণ হবে গ্নু।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ বিষয়গুলো আশা করি এরপর থেকে খেয়াল রাখবেন। কবির নাঈম ১৩:০৮, ১৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

@Kabirnayeem.99: হ্যা, গ্লোবাল উইকি (en.wikipedia.org) থেকে সরাসরি তুলে দেওয়াটা দেখতে একটু দৃষ্টিকটু বটে, ঠিক আছে, অতিরিক্ত অংশ অনুবাদ না হওয়া পর্যন্ত মুছে ফেলা হবে এবং গনোম পাতা ও তার আলোচনা অংশ লক্ষ করলে দেখবেন কেন নোম এবং গ্নোম এর পরিবর্তে গনোম ব্যবহার করা হয়েছে, "G"NU "N"etwork "O"bject "M"odel "E"nvironment=GNOME, তাই এর উচ্চারণ অভিধান গত Gnome এর মত নয়, আরও বিস্তারিত গনোম এর আলাপ পাতায় রয়েছে। PavelSayekat (আলাপ) ১৯:৫০, ১৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
রিচার্ড স্টলম্যান নিজেই এর উচ্চারণ গ্নোম করেন। তাই আসলে অন্যকোন সংশয়ের অবকাশ থাকছে না এখানে। কবির নাঈম ০৪:১০, ১৭ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
@Kabirnayeem.99: সে বিষয়ে তাঁর ভিডিওর সূত্র প্রদান করুন। PavelSayekat (আলাপ) ০৬:৪৪, ১৭ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আপনি গ্নোম নিবন্ধটির রেফারেন্স অংশে দেখুন। ওখানে দেয়া আছে। বা গ্লোবাল উইকির উচ্চারণ অংশে দেখবেন এর উচ্চারণ /(g)/noum দেয়া আছে। কবির নাঈম ০৬:৫৬, ১৭ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

@Kabirnayeem.99: জি, কিন্তু পার্থক্য হচ্ছে GNU এ g soft তবে GNOME এর g hard respecting GNU, গ্লোবাল উইকির /(g)/noum এর উপর মাউস হোভার করলে দেখাবে g as in guy. আরও দেখুন ইউটউবে "Why Gnome is Pronounced Guh-Nome". আর আপনি যদি এই উত্তরে সন্তুষ্ট না হোন তবে প্রসঙ্গটি আলোচনা সভায় উত্থাপন করুন, সভায় যদি সিদ্ধান্ত হয় এর উচ্চারণ "ইউনিটি" হবে, আমার মেনে নিতে কোন সমস্যা নেই। PavelSayekat (আলাপ) ০৯:১১, ১৭ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট সম্পাদনা

সুধী, ইংরেজি থেকে টেমপ্লেট তৈরির সময় দয়া করে প্রথমে ইংরেজি টেমপ্লেটের ভাষার আন্তঃসংযোগ একটু দেখে নেবেন যে, বাংলা ইতিমধ্যে আছে কিনা। অধিকাংশ টেমপ্লেটই কয়েকটি নামে পুনর্নির্দেশ করা করা থাকে সুতরাং বাংলাতে অন্য নামেও থাকতে পারে, তাই প্রথমে আছে কিনা বাংলা ভাষা সেটি দেখে নিলে দুইটি একই টেমপ্লেট তৈরির সম্ভাবনা নেই। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪১, ১৭ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@NahidSultan: জি ।

আপনার জন্য একটি বিড়ালছানা! সম্পাদনা

 


Zaki Chowdhury (আলাপ) ১৯:০৬, ৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  অসাধারণ ধারণা পদক
ফ্রি সফটয়্যার, প্রযুক্তি ও গ্নু/লিনাক্সের সম্পর্কে আপনার ধারণা প্রশংসারযোগ্য। কবির নাঈম ১৮:০৩, ২৫ মে ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  রোজেত্তা পদক
আপনার ফ্রি ও ওপেন সোর্স সম্পর্কিত গ্লোবাল উইকির নিবন্ধগুলোর দারুণ অনুবাদ প্রশংসাযোগ্য। কবির নাঈম ১৮:১০, ২৫ মে ২০১৯ (ইউটিসি)

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় PavelSayekat,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন