বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

মে 2022 সম্পাদনা

  স্বাগতম, আমি MdsShakilচরশাহী ইউনিয়ন পাতায় করা আপনার সাম্প্রতিক একটি সম্পাদনা দেখে মনে হচ্ছে তা পরীক্ষামূলক ছিল এবং তা বাতিল করা হয়েছে। আপনি যদি আরও পরীক্ষা নিরীক্ষা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তবে আমার আলাপ পাতায় বার্তা দিন। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১২:০৭, ৩১ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

শুভেচ্ছা নিন সম্পাদনা

আপনাকে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে তথা নিজ মাতৃভাষাকে সাহায্য ও সমৃদ্ধ করতে আহ্বান জানাচ্ছি। আপনি বিশেষ:নীড়পাতা থেকে শুরু করতে পারেন। সাহায্য লাগলে আমাকে জানাবেন। অনেক ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১২:৫৩, ২২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ও লোগো নিয়ে দুটি কথা সম্পাদনা

শুভেচ্ছা নিন। লোগোগুলি এসভিজিতে রূপান্তর করার জন্য আপনাকে ধন্যবাদ। দুটি কথা, লোগোগুলি এখানে গিয়ে "সংস্থার লোগো" লেখা উপর ক্লিক করে আপলোড করবেন (আপনি বর্তমানে কমন্সে আপলোড করছেন কিন্তু কপিরাইটের কারণে কমন্সের প্রশাসকরা সেগুলি মুছে দিবে যে)। আর কিছু লোগোর উপরে-নিচে ও ডানে-বায়ে সাদা অংশটা বেশি রয়ে যায়। যেমন, রাঙ্গামাটি সরকারি কলেজ-এর লোগোর উপরে-নিচে সাদা অংশ বেশি রয়ে গেছে। আমার মনে হয় ঐ সাদা অংশ বাদ দেওয়া যায়। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:২০, ১৯ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

লোগো মিলছে না সম্পাদনা

শুভেচ্ছা নিন, আপনার তৈরি কিছু লোগোতে ত্রুটি দেখছি। মূল লোগোর সাথে মিলছে না। যেমন, চিত্র:ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের লোগো.svg। ভিতরে আপনি শুধু "ইসলামিক ফাউন্ডেশন" লিখেছেন, "বাংলাদেশ" লিখেন নি। আবার এই লেখাটা একটু গাঢ় হবে। চিত্র:শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের লোগো.svg-এর বাংলা ফন্টটা মূলের সাথে মিলছে না।

আমি আপনার তৈরি অন্য লোগোতেও এমন পেয়েছি। একটু লক্ষ্য রাখবেন যেন লোগো ১০০% সঠিক হয়। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ২১:০৪, ২০ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন