বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

অবাধ্যতার ইতিহাস সম্পাদনা

অবাধ্যতার ইতিহাস

হাজার বছর ধরে খ্রিস্টান ধর্মের সাথে ইউরোপের সংসার। ধর্ম বলতে ইউরোপ তাই বোঝে খ্রিস্টান বাদ কে আর মধ্যপ্রাচ্য বোঝে ইসলাম। ধর্ম নিয়ে ইউরোপের অভিজ্ঞতা আর মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতার পুরো 180 ডিগ্রি উল্টো। বিষয়টি খুব সংক্ষেপে বলা সহজ নয়।

খ্রিস্টান ধর্মের ইতিহাস

খ্রিস্টান ধর্মের কথা কেবল বনি ইসরাঈলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে; কিন্তু যীশুর জীবন দশায় একজন ইহুদি পন্ডিত, যার নাম ছিল Saul. (বাস্তবে সে ছিল একজন প্রতারক, শৈল >পল)

ঈসা তাকে বলতেন ইহুদিদের মাঝেও ধর্মের দাদার কাজ করতে। অথচ ঈসা নবী বারবার সতর্ক করেছেন, ... Go rather to the Lost sheep of Israel. Bible। পৃষ্ঠা Mathew 10: (5–7)।

যীশু আরো বলেছেন তোমরা জেন্টাইলদের (অ ইহুদি) পথ অনুসরণ করো না। তোমার হিসাবে আরো উল্লেখ করা যায়, এক ইহুদী মহিলা এসে যীশুর কাছে সাহায্য চায় তখন যীশু বলেন,

আমি কেবল বনী ইসরাঈলের হারানো এদের কাছে এসেছি। the people of Israel

এখান থেকে বোঝা যায় যীশু খ্রীষ্ট শুধু এসেছিলেন বনি ইসরাইলে জন্য।

যা হোক এরপর খ্রিস্টান ধর্ম বিভিন্নভাবে বিকৃত করা হলো যার প্রধান হোতা হল পল। (বিস্তারিত: অবাধ্যতার ইতিহাস, ডাক্তার শামসুল আরেফিন )

বৈরাগ্যবাদ

খ্রিস্টানদের ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার অন্যতম কারণের মধ্যে একটি হলো বৈরাগ্যবাদ

১. ৩০ বছর যাবত একটি রুটি খেয়ে থাকা।

২. গর্তে বসবাস এবং প্রতিদিন মাত্র পাঁচটি ডুমুর খেয়ে থাকা।

৩.বছরে একবার চুল কাটা এবং ময়লা কাপড় পড়ে থাকা।

৪. ইচ্ছা করে নিজেকে কষ্ট দেওয়া যেমন শরীরের সাথে লোহা বেঁধে রাখা, লোহা বহন করা সবসময় ১৫০ পাউন্ড / 80 পাউন্ড।

৫. ৪০ দিন ৪০ রাত যাবত কাটা ঝোপে অবস্থান।

৬. এক সপ্তাহ যাবত খাওয়া এবং ঘুমানো পরিত্যাগ করা।

৭.প্রয়োজন হলেও পানির ব্যবহার না করা।

৮. শরীর বেঁধে রাখা।

৯. পরিবারের সাথে আর কোনদিন দেখা না করা।

১০. চোখ ঝাপসা হয়ে আসা অবধি না খেয়ে থাকা ।

এরকম আরো অনেক কিছু

অর্থনৈতিক অত্যাচার

রোমান ক্যাথলিক চার্চ কর্তৃক এ অন্যায় করা হতো। ইতালির এক-তৃতীয়াংশ ভূমির মালিক চার্চ। (১৫০২)

রাজ্য শক্তির দ্বন্দ্ব

এটি সংঘটিত হয় চাঁদ এবং রাজার মধ্যে।

ক্রুসেড

যুদ্ধটি হয় মুসলমানদের সাথে মোট ১০ বারে সমাপ্ত হয়। (শেষ পর্যন্ত মুসলমানরা বিজয়ী হয়)

দর্শন বিজ্ঞান বিরোধিতা

বিভিন্ন দার্শনিকদের আগমন ঘটে এবং খ্রিস্টানদের ধর্মের সাথে যা ছিল সাংঘর্ষিক। (তাদের অনেককে ধর্মের বিরোধিতা করে তাই কঠিন শাস্তি ভোগ করতে হয় ) [পরবর্তীতে আরো জানানো হবে ইনশাআল্লাহ ]

এমনকি মৃত্যুদণ্ড পর্যন) দার্শনিকদের কথা অনেক প্রভাব পড়েছিল কারণ তারা বিভিন্ন বিষয়ে দক্ষ ছিলেন। Nowshad Nayeem Arnob (আলাপ) ১১:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

Nowshad Nayeem Arnob (আলাপ) ১১:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:Nowshad Nayeem Arnob পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে সম্পাদনা

 

হ্যালো, এবং উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার তৈরি ব্যবহারকারী:Nowshad Nayeem Arnob পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। দ্রুত অপসারণ মানদণ্ডের ব্য৫ অনুচ্ছেদের অধীনে এটি করা হয়েছে, কারণ পাতাটির লেখা, তথ্য, আলোচনা, এবং/অথবা কার্যকলাপ উইকিপিডিয়ার লক্ষ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয় বলে মনে হয়েছে। দয়া করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনো বিনামূল্যের ওয়েব হোস্টিং পরিষেবা নয়। দ্রুত অপসারণের মানদণ্ডের অধীনে, এই জাতীয় পাতাগুলো যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। Yahya (আলাপ) ১৬:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন