বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১০:২৩, ২৫ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

শিকদার বংশ বা পদবী

সম্পাদনা

প্রায় ১৩শত খ্রিস্টাব্দের বা সুলতানি আমলের সময়। ভারতবর্ষের এক রাজার বংশ বিস্তার কিংবা কোনো (রাজ)সন্তান ছিল না। ঐ রাজার কোনো সন্তান না থাকায়, রাজার নিকট-বর্তি সেনাধ্যক্ষকে(বান্ধব) চার ভাগের একভাগ সম্পদ দান করে দেন। তখনকার সময়ে চার ভাগের একভাগকে বলা হতো _"সিক" বা "সিকি" । তখনকার সময়ে ঐ সেনাধ্যক্ষকে "সিকির দার" বলা হতো। "সিকির দার" থেকে সিকদার বা শিকদার পদবী লাভ করে।

তথ্যটি  -'উহিদ সিকদার' থেকে নেয়া Khaled bin joy sikder (আলাপ) ১১:২১, ২৫ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

শিকদার বংশ বা পদবী

সম্পাদনা

প্রায় ১৩শত খ্রিস্টাব্দের বা সুলতানি আমলের সময়। ভারতবর্ষের এক রাজার বংশ বিস্তার কিংবা কোনো (রাজ)সন্তান ছিল না। ঐ রাজার কোনো সন্তান না থাকায়, রাজার নিকট-বর্তি সেনাধ্যক্ষকে(বান্ধব) চার ভাগের একভাগ সম্পদ দান করে দেন। তখনকার সময়ে চার ভাগের একভাগকে বলা হতো _"সিক" বা "সিকি" । তখনকার সময়ে ঐ সেনাধ্যক্ষকে "সিকির দার" বলা হতো। "সিকির দার" থেকে সিকদার বা শিকদার পদবী লাভ করে।

তথ্যটি -'উহিদ সিকদার' থেকে নেয়া Khaled bin joy sikder (আলাপ) ১১:২৬, ২৫ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জুন 2020

সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম, আমি NahidSultan। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেকোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৩৭, ২৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

Nahidsultan আপনার মনে হচ্ছে "সিকদার পদবী" তথ্য'টি আপনি সঠিক দিয়েছেন। আর আমিও আমার তথ্য'টি সঠিক বলে আমি দাবি করছি, যা আপনার তথ্য অনুযায়ী আমার তথ্যটি বিপরীত৤ আমি আমার স্থান থেকে আমি বলতে'ই পারি আপনার তথ্য'টি সঠিক নয় সুধু ধারণা মাত্র৤ Khaled bin joy sikder (আলাপ) ০৯:১৮, ২৭ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ঘটনা সেখানে না। আপনি যা করছেন তা বিশ্বকোষীয় নয়। আপনার মনে হলো আর কিছু করলেন এভাবে উইকিপিডিয়া পরিচালিত হয় না। আপনার যদি কোন নিবন্ধের তথ্য নিয়ে অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনি উক্ত নিবন্ধের আলাপ পাতায় আপনার তথ্য ও তার সাথে নির্ভরযোগ্য তথ্যসূত্র দিয়ে তারপর মন্তব্য রাখুন। যদি সঠিক হয় সেক্ষেত্রে সবাই আলোচনা করে ঠিক করে দেবেন। আপনি বিভিন্ন নিবন্ধেও একইভাবে আপনার মনমত অপ্রয়োজনীয় তথ্য যুক্ত করে দিচ্ছেন যাও করা যাবে না। এটা গুরুত্বপূর্ণ কারণ এখানে সবাই সম্মিলিতভাবে কাজ করে কিছু নিয়ম মেনে। বারবার তা না মানলে হয়ত আপনার অ্যাকাউন্টে বাধা দেওয়া হতে পারে। পড়ুন, উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয় এবং উইকিপিডিয়া সম্পর্কে প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:১৪, ২৭ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ধন্যবাদ .... Khaled bin joy sikder (আলাপ) ১৩:২৭, ২৭ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন