বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

একাধিক একাউন্ট ব্যবহার ও নির্দিষ্ট বিষয়ে আগ্রহ সম্পাদনা

সুধী, উইকিপিডিয়াতে পুনরায় স্বাগতম। আব্দুল জব্বার নিবন্ধে সম্পাদনার ধরণ অনুসারে আপনার Juthi Islam, Jemi Islam, Shuvro Islam তিনটি একাউন্টটিই আপনার বলে মনে হচ্ছে এবং উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনি বিশেষ কারণ ব্যাতীত একাধিক একাউন্ট ব্যবহার করতে পারবেন না। আপনি বারবারই মুছে দেওয়া সত্ত্বেও বিজ্ঞাপনী দৃষ্টিভঙ্গিতে আব্দুল জব্বার নিবন্ধে একজন বিশেষ ব্যক্তির নাম যুক্ত করে চলছেন, যেখানে প্রয়োজন নয় সেখানেও (যদিও নামটি যেখানে থাকা প্রয়োজন রয়েছে)। আপনি একবার/দুবার নয় বেশ কয়েকবার আপনাকে Jemi Islam-এর আলাপ পাতায় বলার পরও একই কাজ করে চলছেন। প্রথমত, যদি আপনি একাধিক একাউন্ট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে প্রমাণিত হলে সেটি ধ্বংসপ্রবণাতা হিসেবে বিবেচিত হবে এবং সবগুলোই একাউন্ট বাধা দেওয়া হবে। দ্বিতীয়ত, অনুগ্রহ করে বিজ্ঞাপনী উদ্দেশ্যে বা বিশেষ কোন উদ্দেশ্যে বারবার মুছে ফেলার পরও তথ্য যুক্ত করবেন না। সেক্ষেত্রেও আপনাকে বাধাদান করা হতে পারে। দয়া করে, উইকিপিডিয়া:উইকিপিডিয়া কি নয় পাতাটি বিস্তারিত জানার জন্য পড়ুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪৭, ৩০ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন