June 2014 সম্পাদনা

  Hello, Junipandit, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this. If you operate multiple accounts directly or with the help of another person, please remember to disclose these connections. যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৩, ২৩ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

JuniponditJunipandit একই ব্যক্তি। আমি একই ব্যক্তি- স্বীকার করলাম। Junipandit টা আগের, ফেব্রুয়ারির দিকে খোলা। তখন আমি মুলত English wikiতে কাজ করেছি। পাসওয়ার্ডজনিত সমস্যার কারণে আমি এ-আইডি ব্যবহার করতে না পেরেই Junipondit নামে আইডি খুলতে হয়েছে। কবি সবুজ তাপসকে আমি কাছ থেকে দেখেছি বলে তার নামে পেইজ দেখে নিজ থেকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। ছাত্রাবস্থায় আমি সংস্কৃতিকর্মী ছিলাম বলেই আমার কাছে তথ্যগুলো সংগৃহীত ছিল। বহুকষ্টে পাসওয়ার্ড উদ্ধার করে এখন ব্যাবহার করছি। আমি যে TanviirWikiমুরব্বি৮০ নই, তার প্রমাণ দিতে পারছি কিনা জানি না। তারা নতুন ইউজার, যতটুকু বুঝলাম। এতে আমার দোষ কোথায়, বুঝলাম না!--Junipandit (আলাপ) ১৬:৪৫, ২৩ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
যাইহোক, উল্লেখ তিনটি একাউন্টের মালিক যে একই ব্যক্তি তা এখানে নিশ্চিতভাবে প্রমানিত। বর্তমান একাউন্টটি যে তিনটির একটির সাথে যুক্ত তা আপনি নিজেই স্বীকার করেছেন এবং আপনি চাইলে আমি নিজেও প্রমাণ করতে পারবো যে TanviirWiki এবং আপনি একই ব্যক্তি। যাইহোক, আমাদের বাংলা উইকিতে এমনিতেই ইউজার কম সেখানে আপনি যদি অনেস্টভাবে সম্পাদনা চালিয়ে যান তাহলে স্বাগতম। অন্যান্য উইকিতে হলে একাউন্টটি প্রথমেই ব্লক করে দিত। আশা করি, আপনি যেই হোন বা আপনার নাম যাই থাকুক না কেন উইকিপিডিয়ার নীতিমালাগুলোর প্রতি শ্রদ্ধাশীল হয়ে সম্পাদনা চালিয়ে যাবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২২:১৯, ২৪ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

সতর্কতা সম্পাদনা

আপনি বিভিন্ন নিবন্ধ অপসারণ প্রস্তাবনায় যে ভাষা ব্যবহার করছেন, তা কখনো উইকিপিডিয়ার ভাষা হতে পারে না। এখানে সকল সম্পাদকের কাছ থেকে ভদ্রতার সীমারেখাার মধ্যে থেকে মন্তব্য বা আলোচনা আশা করা হয় যেমনটি আপনি এখানে করেছেন। এছাড়াও আপনাকে বিশ্বস্ততা নিয়েও কয়েকবার আলোচনা হয়েছে। আমি আবারো অনুরোধ করছি, উইকিপিডিয়ার নীতিমালাগুলো মেনে মার্জিত ভাষা ব্যবহার করে সকলের বিশ্বস্ততা অর্জনের চেষ্ঠা করুন। ওহ, হ্যাঁ উপরের লিংক থেকে আপনার সম্পাদনাটি বাতিল করলাম।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১৫, ২৭ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

কি খবর দাদা? প্রবীর ঘোষ (আলাপ) ১৪:৪৭, ২৮ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন