ইংরেজি/লাতিন নাম দেওয়ার দরকার নেই সম্পাদনা

সুধী, স্বাগতম। দয়া করে অদরকারে ইংরেজি নাম যোগ করবেন না। "এটি আমাদের সৌরজগৎ থেকে Cygnus constellation বা বকমন্ডল নক্ষত্রমন্ডলীতে অবস্থিত।" এখানে ইংরেজি নামের দরকার নাই। বাংলা উইকি বাংলা-ইংরেজি ভাষা শেখার অভিধান নয়। যদি কোথাও দরকার হয় নামগুলি প্রতিবর্ণীকরণ করে দিন। এই রকম: "এটি আমাদের সৌরজগৎ থেকে বকমন্ডল (সিগনাস) নক্ষত্রমন্ডলীতে অবস্থিত।" --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩২, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ সম্পাদনা

প্রিয় Jubayer Sarker,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)