প্রিয় Jayantanth/Archive1, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ



কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bn ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন!আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 



--রাগিব (আলাপ | অবদান) ০৮:০৭, ২০ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

খালি পাতা

দয়া করে কোন তথ্য নাই এমন খালি পাতা তৈরি থেকে বিরত থাকুন। আপনি হয়তো খেয়াল করবেন আমরা যথাসম্ভব এ ধরনের খালি পাতা তৈরি না করার চেষ্টা করছি এবং বিদ্যমান খালি পাতাগুলো আস্তে আস্তে মুছে ফেলছি। আবারও অনুরোধ রাখছি নিবন্ধ তৈরি করার পর অন্তত কিছু তথ্য (তথ্যছক নয়) দিন। নতুবা আপনার তৈরি করা নিবন্ধ মুছে ফেলা হতে পারে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:০৩, ২২ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

রেফারেন্স

আপনাকে আরও একবার সাবধান করা হচ্ছে। আপনি এমন সব রেফারেন্স দিচ্ছেন যাতে কোথাও তথ্যের কথা লেখাই নেই। আপনি হয়তো ধারণা উইকিপিডিয়া দেওয়া রেফারেন্স সমূহ কেউ পরে দেখে না। এ ধরনের ধারণা পরিবর্তন করুন। আর এমন সব তথ্য দেওয়া থেকে বিরত থাকুন যার তথ্যসূত্র চাইলে দিতে ব্যর্থ হবেন। এমন ভুল ভাল রেফারেন্স দিতে থাকলে আমি আবারও আপনাকে ব্যান করতে বাধ্য হব। বার্তাটি রূঢ় ভাষায় লেখার জন্য আমি দুঃখিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৩:০১, ২৮ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

সিটি কলেজ (আমহারস্ট স্ট্রীট):

ঠিক তাই, আমিও কোন কলেজকে 'বিশ্ববিদ্যালয়' বলার আগে 'মহাবিদ্যালয়' বলবো কিনা, তা বাংলা উইকিপিডিয়ায় অনেক খুঁজে দেখে ছিলাম, কিন্তু সব জায়গাতেই বিশ্ববিদ্যালয় কথাটা লেখা, এখনো খুঁজলাম কিন্তু না! কোথাও কলেজ কে মহাবিদ্যালয় লিখতে দেখলাম না, তাই বাংলা উইকিপিডিয়ার ধরন অনুযায়ী বিশ্ববিদ্যালয় কথাটাই ব্যবহার করছি। আপনি এই বাংলা উইকিপিডিয়ায় কলেজ কে যথেস্ট ভাবে মহাবিদ্যালয় হিসাবে লিখতে দেখলে দয়াকরে একটু দেখিয়ে দেবেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের বদলে 'মহাবিদ্যালয়' লেখা শুরু করবো। হয়ত এই সমস্ত কলেজ সকলেই, কোনো না কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকে বলে এদেরকেও বিশ্ববিদ্যালয় হিসাবে গন্য করা হয়।

- সৌমেন্দ্র নাথ ঠাকুর ১৪:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

সোমপ্রকাশে ছবি

সোমপ্রকাশ পাতায় ছবি যোগ করার জন্য ধন্যবাদ । তবে ছবিটি একটু ঘোলাটে আর একটা ভালো ছবি কি দেওয়া যায় ? পিয়াল ০৭:৩৫, ৪ মার্চ ২০০৮ (UTC)

জেলা টেম্পলেট

আপনি Template:পশ্চিমবঙ্গের জেলাসমূহ পাতাটি সম্পাদনা করুন। এরকম টেম্পলেটের ক্ষেত্রে প্রথমে টেম্পলেটের নামটি দেখে নিন, তারপর তার আগে Template: বসিয়ে নিয়ে টেম্পলেটের পাতায় সরাসরি যেতে পারেন। --রাগিব (আলাপ | অবদান) ০৮:২৭, ৬ মার্চ ২০০৮ (UTC)

আমি এবং তারিফ এজাজ দুজনে মিলে নিবন্ধটি বেশ খানিকটা অনুবাদ করেছি। নিবন্ধটি ইংরেজীতে ফিচার্ড, বাংলাতে তাই অনুবাদ করে সহজেই নিবন্ধটিকে বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ করা যেতে পারে। এর জন্য দরকার নিবন্ধটির সম্পূর্ণ অনুবাদ। এখনও বেশ কিছু অনুচ্ছেদ এবং অনুচ্ছেদের অংশ অনুবাদ করা বাকী আছে। আশা করবো এ ব্যাপারে আপনাদের সাহায্য পাবো। আমি আমন্ত্রণ জানাচ্ছি নিবন্ধটিতে কাজ করার জন্য এবং অনুরোধ করছি এ ব্যপারে অন্যকে উৎসাহিত করতে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:৩৩, ২৭ মার্চ ২০০৮ (UTC)

তিনটি বিষয়

  • তথ্যছক খালি থাকার চেয়ে না থাকলেই ভাল লাগে। তাই তথ্যছকে পর্যাপ্ত তথ্য দিতে না পারলে না দেয়াটাই উত্তম। ওয়ারেন হেস্টিংস এর ইংরেজি নিবন্ধেও কোন তথ্যছক নেই। পর্যাপ্ত তথ্য না থাকায় তথ্যছক সরিয়ে দিয়েছি।
  • নিবন্ধে খালি অনুচ্ছেদের শিরোনাম থাকলে দেখতে ভাল লাগে না। তাই যে অনুচ্ছেদের শিরোনাম দেবেন সেটা সাথে সাথে লিখে ফেললে ভাল হয়। যখন লিখবেন তখনই শিরোনাম দেয়াটা উত্তম।
  • নতুন নিবন্ধ তৈরী করার আগে গুগলে ভাল করে সার্চ করে দেখে নিন, সেটা আগে থেকেই আছে কিনা। গুগলে বাংলায় লিখে সার্চ দিলে বাংলা উইকিপিডিয়া থেকেই প্রথম রেজাল্ট আসে। উইকিপিডিয়ার থেকে গুগলের সার্চ ইঞ্জিন বেশী ভাল। -- মুহাম্মদ ১১:৪৪, ২ এপ্রিল ২০০৮ (UTC)
বিষয়গুলো উইকিপিডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উইকিপিডিয়ার গুণগত মান রক্ষার্থে আমাদের তা অবশ্যই মানতে হবে। যদি এমন নিবন্ধ বেশি দিন থাকে তাহলে উইকিপিডিয়ার নিয়ম অনুযায়ী মুছে ফেলা হতে পারে। তাই খব জোসের কারণে নিবন্ধ তৈরি করলেই হবে না এর মানোন্নয়নেও খেয়াল রাখতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:৫১, ২ এপ্রিল ২০০৮ (UTC)

ভারতের গভর্নর জেনারেলদের নিয়ে যে কাজটা শুরু করেছেন তা চালিয়ে যান। শেষ করতে পারলে চমৎকার হবে। এরকম প্রকল্প অনুযায়ীই আমাদের এগুনো উচিত। সবাইকে নিয়ে নিবন্ধ করার আগে তালিকাটি আরেকটু ভারসাম্যপূর্ণ করা যেতে পারে। ইংরেজি উইকির তালিকাটি দেখে দুটোর মধ্যে একটু ভারসাম্য আনুন। সেখানকার তালিকাটি দেখলেই বুঝবেন: Governor-General of India

আর প্রতিটি নিবন্ধের ভূমিকা অংশটুকু তৈরী করার সময়ই লিখে ফেলুন। অন্তত দুই লাইনের একটি ভূমিকা থাকা উচিত। পারলে তিন থেকে চার লাইন ভূমিকা দিন। আরও বেশীও হতে পারে। -- মুহাম্মদ ১৪:৪১, ২ এপ্রিল ২০০৮ (UTC)

মাইকেলের সমাধির ছবি

যেহেতু করকাতায় থাকেন, কাজেই মাইকেল মধুসুদন দত্তের ছবি এখানে যোগ করতে পারেন। ক'দিন আগে ঢাকার দৈনিকে ছাপা হয়েছে কিন্তু সেকান থেকে তো যোগ করা যায় না! Munirhasan ০৯:৪৪, ৪ এপ্রিল ২০০৮ (UTC)

জটিল জয়ন্তদা। ধন্যবাদ আপনাকে ছবির জন্য। এমন আর যা আছে কলকাতাতে উইকিকমন্সে যোগ করতে থাকুন। তবে সেখানেও ছবিতে ক্যাটাগরি [[Category:Kolkata]] দিয়ে রাখবেন নয়তো অনেক ছবির মাঝে হারিয়ে যাবে ছবিগুলো।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৩৫, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
চেষ্ঠা করব। কিন্তু জটিল উপমা কেন??? জয়ন্ত নাথ ০৮:১৭, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
আসলে বানানটা হওয়া উচিত ছিল জট্টিল। :-) বন্ধুরা যখন খুব অদ্ভুদ কোন ভাল কাজ করতো তখন তাকে অভিবাদন জানাতাম "জট্টিল কাজ করেছো" এই বলে। তাই আপনাকেও একটু এভাবেই অভিবাদন জানালাম। অবশ্য কলকাতায় করে কি না আমি জানি না। :-P --বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৩৫, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
বেলায়েত ভাই জট্টিল কথাটি সত্যিই প্রথম শুনলাম। যাই হোক শুনে খুব ভালো লাগলো। সত্যিই ভালো লাগছে এই ভেবে যে দুই বাংলার ভাষার আদান প্রদান বোধহয় বাংলা উইকিপিডিয়ার মাধ্যমেই গড়ে উঠবে। বন্ধু ভাবার জন্য অনেক ধন্যবাদ। জয়ন্ত নাথ ১০:১৪, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
ব্যাপক আনন্দ পেয়েছি। ছবি দেখে। আজ সরকারের পরিকল্পনা কমিশনে একটি সভা ছিল। আমি জানানোর পর অনেকই বাংলা উইকিপিডিয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। উইকিপিডিয়া দুই বাংলার সম্পর্কের বেশ উন্নতি ঘটাবে নিশ্চয়। আপনার কর্মকান্ড দেখে আর একটা অনুরোধ করতে চায়। আমাদের এখানে আমরা কয়েকজন জনপ্রিয় লেখকের একটা করে বই উইকিসোর্সে দেওয়ার জন্য অনুরোধ করছি। আশা করছি পাবো। সত্যজিৎ রায়ের বইগুলোর বেশিরভাগের স্বত্ত্ব তাঁর স্ত্রীর। তার সঙ্গে যোগাযোগ করে একটা বই কি উইকিসোর্সে উন্মুক্ত করা যা না? সন্দীপ রায়ের কাছে আমি একটা চিঠি লিখতে পারি, কিন্তু আপনার সশরীরে যাওয়ার সেটা বিকল্প নয়। ভালো থাকবেন। বেরায়েত আশা করি ছবিটা মাইকেলের নিবন্ধে যোগ করে দেবে। Munirhasan ১৩:০৯, ৭ এপ্রিল ২০০৮ (UTC)

বেলায়েত "জটিল" বলেছে, আমি বলবো "কঠিন" "জোস"!! :) এগুলোও এই বাংলায় চমৎকার ফাটাফাটি কোনো কাজের বর্ণনায়/প্রশংসায় ব্যবহৃত। মাইকেলের ছবির জন্য ধন্যবাদ, এবং এরকম কলকাতা/পশ্চিমবঙ্গের আরো ছবি চাই। --রাগিব (আলাপ | অবদান) ১৫:২৬, ৭ এপ্রিল ২০০৮ (UTC)

সশরীরে যাওয়াটা সমস্যা নয়। কিন্তু উইকিসোর্সে উন্মুক্ত করার জন্য কি কি বিষয় কি ভাবে লিখিয়ে নিলে উইকিসোর্সে উন্মুক্ত করা যাবে , এটা জানতে হবে। কেউ সাহায্য করুন। জয়ন্ত নাথ ০৭:৫২, ৯ এপ্রিল ২০০৮ (UTC)

উইকিসোর্স বা উইকিসংকলন

উইকিসোর্স একটি উন্মুক্ত পাঠাগার। এটিও উইকিপিডিয়ার মত একটি বহুভাষিক প্রকল্প। যা উদ্দেশ্য হচ্ছে, বিশ্বের সকল পাবলিক ডোমেইন সাহিত্যকর্ম, দলিলাদি সংরক্ষণ করা এবং বিশ্বের সকল মানুষের সমান ভাবে ব্যবহারের সুযোগ করে দেওয়া। এ প্রকল্পের আওতায় বাংলা একটি উইকিসোর্সও রয়েছে যাকে আমরা বাংলায় উইকিসংকলন বলি।

এখন বাংলা ভাষায় অনেক সাহিত্যকর্ম এবং দলিলাদি পাবলিক ডোমেইনের আওতায় চলে এসেছে আমরা সেগুলো এতে রাখতে পারি। আরও একটি কাজ করতে পারি যা সম্পর্কে মুনির ভাই আপনাকে বলছিল তা হল যে সকল সাহিত্যকর্ম এখনও পাবলিক ডোমেইনের আওতায় আসে নি। সে সকল লেখককে তাদের লেখাগুলো থেকে কিছু লেখা স্বত্তত্যাগ করে GFDL এ আওতায় ছেড়ে দেওয়ার জন্য বোঝাতে পারি। তাতে বর্তমান সময়কার কিছু জনপ্রিয় লেখা যদি উইকিসংকলনে রাখা যায় তাহলে প্রকল্পটি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে এবং প্রকল্পটি উইকিপিডিয়ার মতই এগিয়ে যাবে।

এখন কিভাবে লেখকের লেখাটির স্বত্তত্যাগের ব্যাপারটা নিশ্চিত করবেন। লেখক বা স্বত্তভোগী যদি রাজি হন। তাহলে এ ব্যপারে একটি লিখিত দলিলের ব্যবস্থা করতে হবে এবং তাতে এ সাহিত্যকর্মটি GFDL এর আওতায় স্বত্তত্যাগ করা হল এমনটি লিখে, দাতা এবং গ্রহিতার স্বাক্ষর থাকবে। এর পর দলিলটি স্ক্যান করে নিতে হবে এবং তার লেখাটিকে ডিজিটাইজ করে উইনিকোড ফরমেটে নিয়ে উইকিসংকলনে দিতে হবে। সাথে সাহিত্যকর্মের আলাপের পাতায় স্ক্যান করা অনুমতিপত্র টি রাখা যেতে পারে। আর মূল অনুমতিপত্রটি নিজের কাছে, (সাহিত্যকর্মটি পাবলিক ডোমেইনে আসার আগ পর্যন্ত) ভবিষ্যতের জন্য গচ্ছিত রাখতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:২১, ৯ এপ্রিল ২০০৮ (UTC)

সম্প্রতি আমরা ড. রফিকুল ইসলামের ছবি নিয়েছি। বেলায়েত ঔ চিঠিটা আপনাকে লিংক দিয়ে দেবে। তাই দেখে সত্যজিতের টা বানাতে পারবেন আশা করি। Munirhasan ১৪:০২, ৯ এপ্রিল ২০০৮ (UTC)

পহেলা বৈশাখ

বৈশাখের প্রথম দিনটি পহেলা বৈশাখ আমাদের এখানে মহা ধুমধামে পালিত হয়। আপনাদেরও হয় নিশ্চয়, যদিও ইংরেজীটা পড়ে তেমন একটা বোঝা গেল না। আমি প্রথম কয়েক লাইন অনুবাদ করেছি। কিন্তু মনে হল আপনি করলে ভালো হয়। আজকালের পত্রিকায় সব তথ্যও পাওয়া যাবে আশা করি। দেখুন তো কিছু করা যায় কী না? নতুন বছরের শুভ কামনা। Munirhasan ১৩:৪৭, ১৪ এপ্রিল ২০০৮ (UTC)

সত্যতা

কোন ভুল তথ্যের সঠিকটি যদি আপনার জানা থাকে তাহলে তা তথ্যসূত্র দিয়ে নিবন্ধে সরাসরি ঠিক করে দিতে পারেন। তাতে সত্যতা ট্যাগ লাগানোর দরকার নাই। যদি সঠিক উত্তরটি জানা না থাকে, কিন্তু তথ্যটি দেখে সন্দেহ হচ্ছে বা মনে হচ্ছে তথ্যটি আজগুবি বা আজব, শুধু মাত্র তখনই সত্যতা ট্যাগটি ব্যবহার করবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:০৮, ১৬ এপ্রিল ২০০৮ (UTC)

সমসাময়িক ঘটনাসমূহ

সমসাময়িক ঘটনাসমূহ পাতাটি দেখলেই বুঝবেন প্রতিদেনের গুরুত্বপূর্ণ খবর এবং গত কয়েকদিনের সংবাদ শিরোনাম দুই ভাগে লিখা হচ্ছে। ভাগ দুটি হল: আন্তর্জাতিক, আর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ বিষয়ক। বাংলা উইকিপিডিয়া বলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের খবরগুলো আলাদাভাবে লিখা হচ্ছে। বাংলাদেশের একদিনের গুরুত্বপূর্ণ খবর আমি লিখছি। পত্রিকা পড়েন নিশ্চয়ই। তাহলে প্রতিদিন পশ্চিমবঙ্গে ঘটে যাওযা গুরুত্বপূর্ণ ঘটনাটি এক লাইনে লিখে দিতে পারেন। সাথে লিংক দিতে পারেন। পাতাটি দেখলেই বুঝবেন কিভাবে। কোন প্রশ্ন থাকলে জানাবেন। -- মুহাম্মদ ১২:৫৭, ২৩ এপ্রিল ২০০৮ (UTC)

প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, না বলেই খনরটি বাদ দিয়ে দেয়ার জন্য। আর পশ্চিমবঙ্গের খবরগুলো যোগ করতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রতিদিনই করতে থাকুন। যোগ করার ক্ষেত্রে কিছু নীতিমালা মেনে চলার চেষ্টা করুন:

  • ভাষা অবশ্যই নিরপেক্ষ হতে হবে। খবরের কগজে অনেক সময় পক্ষপাতিত্বমূলকভাবে লিখা হয়। সে ভাষায় না লিখে নিরপেক্ষ ভাষায় লিখুন। এজন্যই ভারত-মার্কিন পরমাণু চুক্তির প্রথম খবরটা একটু এডিট করেছি।
  • খবর যাতে দুই লাইনের বেশী না হয়। এক লাইন হলে ভাল। কারণ এটা মূলত সংবাদ শিরোনাম। বিস্তারিত লিখতে চাইলে উক্ত বিষয়ে আলাদা নিবন্ধ করে লিখুন। যেমন আপনি ডিমাসা ভাষা নিয়ে আলাদা নিবন্ধ করেছেন। এভাবেই।
  • আর তৃতীয় খবরটি মুছে দেয়ার একটা কারণ দেখাচ্ছি: একই কথা দুইবার এসেছে। এই খবরটি প্রথমটার মধ্যে ঢুকিয়ে দেযা যায়। আমি করছি। দেখুন পছন্দ হয় কি-না। -- মুহাম্মদ ০৬:৩৪, ২৪ এপ্রিল ২০০৮ (UTC)

আর তথ্যসূত্রের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ এখানে। কারণ সূত্র ছাড়া সংবাদের মূল্য নেই। আমিও অবশ্য সবগুলোতে সূত্র দেই নি। কিন্তু দেয়া প্রয়োজন। ২৩শে এপ্রিলের খবরে দেখুন বিবিসি'র এক্সটার্নাল লিংক দিয়েছি। এখানে তত্রসূত্র এভাবেই দিতে হবে। খবরটির শেষে [] অর্থাৎ দুই থার্ড ব্রাকেটের মধ্যে যেখান থেকে নেয়া সেখানের আন্তর্জাল লিংকটি দিয়ে দিন। কোন পত্রিকা থেকে লিখলে সেই পত্রিকার নাম পাশে এভানে লিখুন- সূত্রঃ অমুক পত্রিকা। -- মুহাম্মদ ০৬:৩৭, ২৪ এপ্রিল ২০০৮ (UTC)

২০০৬ সালের মাঝামাঝি সময়ে প্রথম যখন উইকিতে লেখা শুরু করলাম তখন এক লাইন লিখতেই বারোটা বেজে যেত। বুঝতেই পারিনি কখন টাইপিংয়ে স্পিড এসে গেল। লিখতে থাকুন, দেখবেন এমনি এমনিই স্পিড বেড়ে গেছে। আমি বেশ রিল্যাক্স থাকি। বেশী চাপ নেয়ার দরকার নেই। যখন যেটুকু ভাল লাগে সেটুকু লিখুন। তাহলে লেখার মানও ভাল হয় এবং মনটাও ভাল হয়ে যায়। এভাবেই না উইকিম্যানিয়ায় পেয়ে বসে। -- মুহাম্মদ ০৭:৩৯, ২৪ এপ্রিল ২০০৮ (UTC)

অধিকাংশই এখন অভ্র ফোনেটিক এ লিখেন। আমি অবশ্য অভ্র ইউনিজয়ে লিখি। অভ্যাস হয়ে গেলে ইউনিজয়ে স্পিড বেশী পাওয়া যা বলে আমার ধারণা। তবে ফোনেটিক লিখলেও ক্ষতি নাই। একসময় ইংরেজি বাংলা দুটোকেই সমান স্পিড এসে যাবে। -- মুহাম্মদ ০৭:৪১, ২৪ এপ্রিল ২০০৮ (UTC)

টেম্পলেট অনুবাদ

দয়াকরে টেম্পলেটটি সম্পূর্ণ অনুবাদ করে নিন। তাতে নিবন্ধের শ্রহীনতা হবে না। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৩৪, ২৬ এপ্রিল ২০০৮ (UTC)

করছি করছি জয়ন্ত নাথ ০৭:৩৯, ২৬ এপ্রিল ২০০৮ (UTC)

ভারতের স্বাধীনতা আন্দোলন

আলাপ:ভারতের স্বাধীনতা আন্দোলন - এই পাতায় আলাপ করেছি। সেখানেই জবাব দিন। -- মুহাম্মদ ১১:২১, ৩ মে ২০০৮ (UTC)

প্রশাসকত্ত

এটা দুঃসাহসিকতার কিছু নয়। যে কেউ এই আবেদনটি করতে পারেন। তবে আবেদনটিতে অবশ্যই উল্লেখ্য করতে হবে কেন আপনার প্রশাসকত্ত প্রয়োজন এবং ঠিক কি ফিচারের জন্য আপনি আবেদন করছেন। আপনার কার্যকারণ বিবেচনা করে অন্য নিয়মিত ব্যবহারকারীগনের মতামতের জরিপ নেওয়া হবে। তাতে আপনার কার্যকারণ যথার্থ (এ সময়ের জন্য দরকার), আপনার কাজের ধরন এবং অভিজ্ঞতার বিবেচনায় আপনাকে অস্থায়ী (১৫ থেকে ৩০ দিনের) প্রশাসকত্ত দেওয়া হতে পারে। এবং তা শুধু প্রযোজ্য আপনার প্রদর্শিত নির্দিষ্ট কাজের জন্য। আর এভাবে নির্দিষ্ট কার্য সম্পাদনের পরে আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পেলে আপনাকে স্থায়ী ভাবে প্রশাসকের দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে আমার পরামর্শ উইকিপিডিয়া সম্পর্কে বিস্তারিত জানুন, এর বিভিন্ন পাতার আরও উন্নয়ন করুন। এবং আপনার এলাকার অথবা বন্ধু বান্ধবের মধ্যে আরও বেশী নিয়মিত উইকিপিডিয়ান তৈরি করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:২৮, ৮ মে ২০০৮ (UTC)

চমৎকার কাজ

চমৎকার কাজ করছেন। চালিয়ে যান। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:৫৬, ২ জুন ২০০৮ (UTC)

"Jayantanth/Archive1"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।