আলাপ:ভারতের স্বাধীনতা আন্দোলন

সাম্প্রতিক মন্তব্য: Muhammad কর্তৃক ১৫ বছর পূর্বে

জয়ন্ত নাথের দৃষ্টি আকর্ষণ করছি। ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে সব নিবন্ধ লিখে ফেলা দরকার। এই উদ্যোগে আপনাকে স্বাগত জানাই। যেহেতু সবগুলো নিবন্ধ করছেন সেহেতু ঘটা করেই উদ্যোগ নিতে হবে। আমিও ইরাক যুদ্ধ নিয়ে লেখা শুরু করেছি। কিভাবে এগোচ্ছি তা বলতে চাই। আপনার মত প্রথমেই ইরাক যুদ্ধের টেম্পলেট তৈরী করে নিয়েছি। তবে টেম্পলেট করার আগে "ইরাক যুদ্ধ" নিবন্ধটি শেষ করা প্রয়োজন। টেম্পলেটের সব আপাতত এভাবেই থাক। নতুন যে টেম্পলেট তৈরী করছেন অর্থাৎ সুভাষ চন্দ্র বসু বা অন্যান্য সেগুলো না করলে ভাল হয়। তার আগে আপনি ভারতের স্বাধীনতা আন্দোলন নিবন্ধটি সম্পূর্ণ করার চেষ্টা করে দেখতে পারেন। এই নিবন্ধ করতে গিযে যত লাল লিংক আসবে সব নীল করা শুরু করতে পারেন। একসময় দেখবেন টেম্পলেটের জন্য এমনিতেই অনেকগুলো নিবন্ধ করা হয়ে গেছে। ভেবে দেখুন। -- মুহাম্মদ ১১:১৯, ৩ মে ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

ঠিকই বলেছেন। একটু সময় দিন। ধীরে ধীরে সব শেষ করার চেষ্টা করছি। আর নতুন যে টেম্পলেট অর্থাৎ সুভাষ চন্দ্র বসু স্পমর্কিত টেম্পলেটটিও শেষ করার চেষ্টা করছি। পরামর্শের জন্য ধন্যবাদ। জয়ন্ত নাথ ১১:৩০, ৩ মে ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

বিষয়টি নিয়ে সব শেষ করতে পারলে চমৎকার হবে। চালিয়ে যান। ফরম্যাটিংয়ের ক্ষেত্রে আমি সহযোগিতা করবো। আজাদ হিন্দ ফৌজ এবং আর্জু হুকুমত-এ-আজাদ হিন্দ‎ নিবন্ধ দুটিভ ভূমিকায় ফরম্যাটিং করেছি। সেটা অনুসরণ করলে ভাল হয়। আর বিষয়শ্রেণী দিয়েছি "ভারতের স্বাধীনতা আন্দোলন"। এই বিষয়শ্রেণীটি তৈরী করে নিলেই হবে। -- মুহাম্মদ ১২:১৮, ৩ মে ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
"ভারতের স্বাধীনতা আন্দোলন" পাতায় ফেরত যান।