বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

ভারতের রাষ্ট্রপতিদের সম্পাদনা

দয়া করে ভারতের রাষ্ট্রপতিদের ক্রম পাল্টাবেন না। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৪, ১৩ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ভারতের রাষ্ট্রপতিদের কোনো ক্রম পাল্টানো হয়নি।পরস্পর তাদের ক্রমানুসারেই সাজানো আছে। 2402:3A80:117B:4BB9:0:0:7E37:DB31 (আলাপ) ২৩:০৩, ১৩ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতির অনুপস্থিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। আপনি দয়া করে রাষ্ট্রপতিদের ক্রম পাল্টাবেন না।
রাষ্ট্রপতিদের ক্রম পাল্টানো ছাড়া, আপনাকে আমি নিবন্ধগুলোর উন্নয়নে স্বাগত জানাই। বাংলা উইকিতে, ভারতের বেশিরভাগ রাষ্ট্রপতিরর নিবন্ধের অবস্থা করুণ, কোন তথ্য নেই। আপনাকে তথ্য যোগের আহ্বান জানাই। আপনি নিজে তথ্য না জানলে, ইংরেজি উইকি থেকে অনুবাদ করে বাংলা উইকির নিবন্ধে তথ্য যোগ করতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ০০:০৭, ১৪ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সুধী, উইকিপিডিয়া খেলাধুলা করার স্থান নয়। আপনাকে বারবার মানা করা সত্ত্বেও আপনি ভারতের রাষ্ট্রপতিদের ক্রম পাল্টাচ্ছেন! আপনি আবার একই কাজ করেন, আমি সেটিকে ধ্বংসাত্মক কাজ বলে গণ্য করতে বাধ্য হব। দয়া করে ভারতের রাষ্ট্রপতিদের ক্রম পাল্টাবেন না।
রাষ্ট্রপতিদের ক্রম পাল্টানো ছাড়া, আপনাকে আমি নিবন্ধগুলোর উন্নয়নে স্বাগত জানাই। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৪, ১৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সুধী, আফতাবুজ্জামান আপনার Wikipedia সম্পাদনা প্রোফাইল দেখে আমি বুঝলাম যে আপনি একজন বাংলাদেশী নাগরিক। তাই আমি আপনাকে আমি ভীষণ সম্মানের সাথেই জানাচ্ছি যে আপনি আপনার দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীদের ক্রম নিয়ে চিন্তাভাবনা করুন।আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা মুখ্যমন্ত্রীদের ক্রম নিয়ে অতো মাথা ঘামানোর কোনো দরকার আপনার নেই।
আমি দেখতে পাচ্ছি যে আপনি বার বার ভারতের রাষ্ট্রপতিদের ক্রম পরিবর্তন করছেন। আপনি কি Indian Presidential Election 2022 নিয়ে ভারতের নির্বাচন কমিশনের নোটিফিকেশন বা প্রেস নোটটা ভালো করে দেখেছেন? যে 2022 এর ভারতের রাষ্ট্রপতি নির্বাচনটা ভারতের কতো তম রাষ্ট্রপতি নির্বাচন? পরবর্তী রাষ্ট্রপতি যিনি ভোটের পরে নির্বাচিত হবেন তিনি কতো তম ভারতীয় রাষ্ট্রপতি হবেন?
তাই আপনাকে আমার বিনীত অনুরোধ যে আপনি দয়া করে আগে সমস্তকিছু ভালোভাবে দেখে, বুঝে এবং জেনে তারপরে সম্পাদনা করুন বা এডিটিং করুন। না দেখে না বুঝে না জেনে কোনোকিছু ভুলভাল সম্পাদনা করবেন না বা এডিটিং করবেন না। ধন্যবাদ। 2402:3A80:117B:4BE7:0:0:7EE3:1163 (আলাপ) ০৬:৩৮, ১৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
দাদা, ভারতের নির্বাচন কমিশন বলছে দ্রৌপদী মুর্মু ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি। আর যদি আপনার হিসাব ধরি তাহলে তিনি ভারতের ১৯তম রাষ্ট্রপতি হন। এখন আমার কোনটা ধরা উচিত। এখনো কী আমাকে যা তা বকবেন? আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৬, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
দাদা না দেখে না বুঝে আপনি বহুৎ উল্টো পাল্টা বকেন বুঝলেন তো? সাম্প্রতিক প্রকাশ করা সম্পাদনা না দেখে উল্টো পাল্টা বকবেন না। আমি আপনাকে পূর্বের বার্তাটি প্রেরণ করেছিলাম ১৫ জুলাই ২০২২ সকাল ০৬:৩৮ মিনিটে। আর আজ আপনি ২৮ জুলাই ২০২২ তারিখে আমাকে বার্তা প্রেরণ করছেন আমার পূর্বের প্রেরণ করা বার্তার উত্তরে। তাও সাম্প্রতিক সম্পাদনা করা বার্তা না দেখে। এতোদিন কোথায় ছিলেন? ঘুমাচ্ছিলেন নাকি? J. Modak (আলাপ) ০৩:০৩, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
দাদা আপনি না দেখে না বুঝে বহুৎ উল্টো পাল্টা বকেন বুঝলেন তো? দয়া করে সাম্প্রতিক প্রকাশ করা সম্পাদনাটা দেখুন। না দেখে উল্টো পাল্টা বকবেন না। আমি আপনাকে পূর্বের বার্তাটি প্রেরণ করেছিলাম ১৫ জুলাই ২০২২ তারিখে। আর আজ ২৮ জুলাই ২০২২ তারিখে তার উত্তরে আমাকে বার্তা প্রেরণ করছেন। তাও আবার সাম্প্রতিক প্রকাশ করা সম্পাদনা না দেখে। এতোদিন কোথায় ছিলেন? ঘুমাচ্ছিলেন নাকি? J. Modak (আলাপ) ০৩:১৯, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান দাদা দ্রৌপদী মুর্মু ১৫ তম রাষ্ট্রপতি হয়েছেন ঠিক আছে। কিন্তু আমার আরেকটি কথা ছিলো সেটি হলো আপনি বলছেন যদি আপনি আমার হিসাব ধরেন তাহলে দ্রৌপদী মুর্মু ভারতের ১৯ তম রাষ্ট্রপতি হতেন। বেশ তাহলে শুনুন এবার আমি বলি আমার পূর্বের হিসাব ধরে ভারতের স্বাধীনতার পরে ১ম রাষ্ট্রপতি থেকে দ্রৌপদী মুর্মু পর্যন্ত শুধু ভি.ভি.গিরি - কে ওই ক্রমের মধ্যে ১ বার ধরে ভালো করে পরস্পর প্রতিটি রাষ্ট্রপতির ক্রম গণনা করে দেখবেন তো দ্রৌপদী মুর্মু ১৯ তম হয় না ১৭ তম হয়। আপনি সঠিকভাবে গণনাটিও করতে জানেন না এটাই বোঝা যাচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রমকে অষ্টম মুখ্যমন্ত্রী থেকে একাদশ তম মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন। ঠিক এখানেও দেখছি আপনার সেই একই সমস্যা। আসলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার গাড়ি দু-তিন ধাপ লাফিয়ে লাফিয়ে চলে। J. Modak (আলাপ) ০৭:০৪, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনার হিসেবে তিনি ১৭তম হলে আপনার হিসাব তো তখন ভুল ছিল ও এখনো ভুল, নাকি? (যেখানে ভারতের নির্বাচন কমিশন বলছে দ্রৌপদী মুর্মু ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি।) আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রমকে অষ্টম মুখ্যমন্ত্রী থেকে একাদশ তম মুখ্যমন্ত্রী করেছি, সেটাইবা কোথায় পেয়েছেন? আমাকে কী আমার সেই সম্পাদনাটি দেখাতে পারবেন?
আপনার আচরণ বড্ড অশোভন। এমনকি আপনি উপরে বলেছেন আমি বাংলাদেশী বিধায় ভুল সম্পাদনা করি ও আমি যেন ভারতের নিবন্ধ থেকে দূরে থাকি। যে কারো ভুল হতেই পারে, আপনি ১৫ দিন আগে ভুল ক্রম লিখেছিলেন, তা স্বীকার না করে উল্টো আপনি আমাকে এখনো ঝারি/ঝাড়ি দিচ্ছেন। @শরদিন্দু ভট্টাচার্য্য, @Bodhisattwa, @খাঁ শুভেন্দু দাদা আপনারাই বলুন, আমার গাড়ি নাকি দু-তিন ধাপ লাফিয়ে লাফিয়ে লাফিয়ে চলছে? আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৬, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান - এই মুহূর্তে ক্রম ঠিক আছে দেখলাম। এই নিয়ে আর "তর্কে বহুদূর" নাই-বা হ'ল। গাড়ি চালাইবেন না, পায়ে হেঁটে বেড়িয়ে পড়ুন। 😝 আর @J. Modak এই বিষয়টা ভারতীয় বা বাংলাদেশী হ'বার পিছনে ঠিক কতটা নির্ভর করে জানার ইচ্ছা রইল। ভুল হ'তেই পারে, আপনার-আমার সবারই হয়। গঠনমূলক সম্পাদনা করে "ভারত"-এর তরফ থেকে বাংলা উইকিপরিবার বৃদ্ধির আহ্বান রইল।-শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১১:০৫, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি কি কারণে বলেছিলাম সেটা বুঝেই গেছেন তাই হয়তো আশা করি আর বোঝাতে হবে না। তাও যদি এখনো না বুঝতে পারেন তাহলে ওনাকে প্রেরণ করা আমার শেষ বার্তার উত্তরটি দেখে নেওয়ার অনুরোধ করলাম।
সেদিন উনি আমার শেষ সম্পাদনা করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাটি হঠাৎ বাতিল করে দিয়েছিলেন। আজ উনি নিজেই সেটি বললেন। তো যাই হোক সেই হঠাৎ করে বাতিল করার কারণটি আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না। তাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা তো উইকিপিডিয়ার সেরার সেরা সম্পাদক তাই একটু আপনাদের কাছ থেকে ওই অর্থটা আমাকে জানানোর আহ্বান প্রকাশ করলাম। J. Modak (আলাপ) ১৫:২৫, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
বিষয়টি ভারতীয় বা বাংলাদেশী হওয়ার উপর নির্ভর করে না কিন্তু বাংলা উইকিপরিবারে অন্যের করা সম্পাদনা যদি সঠিক হয়ে থাকে তাহলে সেটা হঠাৎ করে রাতারাতি বাতিল করে দেওয়ার অর্থটা একটু অন্যরকম বলেই আমার অন্তত মনে হয়। আপনি আমাকে গঠনমূলক সম্পাদনা করে ভারতের তরফ থেকে বাংলা উইকিপরিবার বৃদ্ধি করার আহ্বান জানালেন বেশ ভালো কথা কিন্তু আপনাদের সেরার সেরা সম্পাদকরা মাঝে মাঝে বাংলা উইকিপরিবারের কিছু সঠিক সম্পাদনা বাতিল করে এমন সেরার সেরা অবদান রাখে তাতে হয়তো গঠনমূলক সম্পাদনা করে "ভারত " - এর তরফ থেকে বাংলা উইকিপরিবারকে বৃদ্ধি করা হয়তো অসম্ভব হয়ে পড়তে পারে। একটু সেদিকটিও ভালোভাবে নজরে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন @শরদিন্দু ভট্টাচার্য্যJ. Modak (আলাপ) ১৫:৫১, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ শরদিন্দুদা, এখন ঠিক আছে, এখন তিনি ঠিক দিচ্ছেন। তবে গত ১৩, ১৪, ১৫ তারিখে তিনি রাষ্ট্রপতিদের ক্রম বহুবার ভুল দিচ্ছিলেন ও আমি বহুবার বাতিল করছিলাম। দুইদিন আগে "এখনো কী আমাকে যা তা বকবেন?" জিজ্ঞেস করার পর, তিনি নিজের ভুলটুকু স্বীকার না করে উল্টো আমাকে ঝারি দেওয়াতেই নিচে এতকথা হল। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৬, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
যেদিন আপনি প্রথম আমাকে ভারতীয় রাষ্ট্রপতিদের ক্রম পরিবর্তন করতে নিষেধ করেছিলেন সেইদিনই আমি দেখেছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ৮ম থেকে ১১তম করা হয়েছিলো। তারপর আমি অনুরোধ করার পরে সেটি পুনরায় আবার পূর্বের ক্রমে সম্পাদনা করা হয়েছিল। এখন আপনি স্বীকার নাও করতে পারেন। আপনারা বড়ো বড়ো কথা বলেন উইকিপিডিয়াতে এসে। অনেক কৃতিত্ব রাখেন অনেককিছু সম্পাদনা করে।উইকিপিডিয়ার বিশাল খ্যাতনামা সম্পাদক। তা এসব খোঁজ খবর রাখেন না বা দেখতে পান না কেন? J. Modak (আলাপ) ০০:৪২, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ আরেকটা কথা ২০২২ ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেছে। নতুন রাষ্ট্রপতি শপথ নিয়েও নিয়েছেন। রাষ্ট্রপতিদের সঠিক ক্রম সম্পাদনা করা হয়ে গেছে। ব্যাস তাহলে ওটাকে নিয়ে অযথা দ্রৌপদী মুর্মু ১৯ তম না ১৭ তম না ১৫ তম বলে তো প্রসঙ্গ টেনে খোঁচা দেওয়ার তো কোনো প্রয়োজন থাকে না। মনে রাখবেন এখানে সম্পাদনা করতে এসেছেন রাজনীতি করতে আসেননি। দয়া করে ভদ্রতা,শোভনতা এগুলো আগে নিজেরা শিখুন। J. Modak (আলাপ) ০০:৫২, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
১৫ দিন আগে আমার কাছে বিঞ্জপ্তিও এসেছিলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকায় আপনার করা সম্পাদনাগুলো পূর্বাবস্থায় নেওয়া হয়েছে বলে এবং তার তলায় আপনার নাম দেওয়া ছিলো। কে এই ক্রম পরিবর্তন করেছিলো আফতাবুজ্জামান ভাই? https://bn.wikipedia.org/w/index.php?title=%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE&oldid=prev&diff=5978010&markasread=3641708&markasreadwiki=bnwiki J. Modak (আলাপ) ০১:৩৯, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি তো অস্বীকার করছি না যে আমার তখনকার হিসাব ভুল ছিলো না। ভুল হতেই পারে। একবারের জন্যও কি অস্বীকার করেছি আগে সেটা বলবেন। অনেকদিন আগেই সঠিক সম্পাদনা হয়ে যাওয়ার পরেও আপনি এসে আমাকে অযথা ১৯ তম হতেন না ২০ তম হতেন বলে বার্তা প্রেরণ করে যাচ্ছেন এখনো পর্যন্ত যেটির সমস্যা পূর্বেই সমাধান হয়ে গেছে সেটিকে নিয়ে। এগুলোর কোনো অর্থ থাকে? আপনি উইকিপিডিয়াতে সম্পাদনা করেন। তা এটা কি সম্পাদকের শালীনতা রক্ষার উদাহরণ? 2402:3A80:1C8B:1C7:778:5634:1232:5476 (আলাপ) ০২:১৫, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান বাংলাদেশী হতে পারেন। কিন্তু উনি এখানের প্রশাসক এবং বাংলাদেশের পাশাপাশি উনি বিভিন্ন দেশের নিবন্ধে ঠিকমত সম্পাদনা করে যাচ্ছেন। তাছাড়া উইকিপিডিয়ার কন্টেন্ট দেশ অনুযায়ী কোন নির্দিষ্ট গোষ্ঠীর নয়। আপনি কাউকে দেশের ভিত্তিতে কোন নিবন্ধ সম্পাদনা থেকে দূরে থাকতে বলতে পারেন না। কোন ক্ষেত্রে সংঘর্ষ চলমান থাকলে তা আলোচনা করে সমাধান করা উচিত। আপনি উনাকে "ভীষণ সম্মানের সাথেই জানাচ্ছি" বললেন। অথচ আপনার আচরণ ভদ্র হওয়া সত্ত্বেও তা পরোক্ষভাবে অভদ্রতা ছড়াচ্ছে। মেহেদী আবেদীন ২২:৫৬, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন ২০২২ অনেকদিন আগেই হয়ে গেছে। তার ফলাফলও বেরিয়ে গেছে। নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেও নিয়েছেন। বর্তমানে ভারতীয় রাষ্ট্রপতিরা পূর্বের ক্রমে নতুন করে সম্পাদিত হয়েও গেছেন। তাহলে কেনো উনি আমাকে এখনো পর্যন্ত পুরনো প্রসঙ্গ টেনে দ্রৌপদী মুর্মু ভারতের ১৯ তম হতেন না ১৭ তম হতেন না ১৫ তম হতেন বলে নতুন করে বার্তা প্রেরণ করে যাচ্ছেন অযথা? উইকিপিডিয়াটি কি সম্পাদনা করার জায়গা না সংঘর্ষ করার জায়গা? না যেটির সমস্যা সমাধান হয়ে গেছে সেটিকে নিয়ে অযথা পুনরায় আবার নতুন করে জলঘোলা করার জায়গা? আপনারা এখানে প্রশাসক হয়ে সম্পাদনা করতে এসেছেন। পূর্বতন ঘটনার প্রসঙ্গ নিয়ে অন্যের সাথে অযথা সংঘর্ষ করতে আসেননি। সুতরাং অভদ্রতা কে ছাড়াচ্ছে হয়তো একটু ভেবে চিন্তে দেখে বলাই আমি মনে করি সবথেকে শ্রেয়। ধন্যবাদ। J. Modak (আলাপ) ০১:২৫, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
উনি বাংলাদেশী হতেই পারেন। সেটার জন্য আমি কিচ্ছু বলছি না। উনি একজন সুদক্ষ প্রশাসক হতেই পারেন তার জন্যও আমি কিচ্ছু বলছি না। কিন্তু সমস্তকিছু সমাধান হয়ে যাওয়া সত্বেও এখনো পর্যন্ত আমাকে অযথা সেই পুরনো বিষয় নিয়ে অনর্থক বার্তা প্রেরণ করে যাচ্ছেন। আমি এটিকে ঘৃণ্য অশালীন আখ্যা দিতে বাধ্য হই। J. Modak (আলাপ) ০১:৪৭, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনি আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিবন্ধের ইতিহাস দেখুন। আমাকে খুঁজে দেখান আমি কখন ৮ম থেকে ১১তম করেছি? (কয়েক লাইন উপরে আপনার উত্তরের প্রেক্ষিতে সম্পাদনা: রাষ্ট্রপতির ক্রম পরিবর্তন করার কারণে সেদিন অন্য সম্পাদনাগুলি সাথে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকায় আপনার সম্পাদনাও বাতিল করেছি। বাতিল করেছি ঠিক, কিন্তু বাতিল করে কখন আমি ৮ম থেকে ১১তম করেছি?) আমরা সব ভুল দেখতে পাই না কারণ আমরা কেউই উইকিপিডিয়ায় চাকরি করি না, অবসরে স্বেচ্ছাসেবা করি মাত্র, এক জিনিস নিয়ে সারাদিন বসে থাকি না।
আমি আপনাকে খোঁচা দেইনি। আপনি তখন কয়েকজন রাষ্ট্রপতির ক্রম পরিবর্তন করেছিলেন, দ্রৌপদী মুর্মু তো তখনো রাষ্ট্রপতি হননি। আমি পুরনো প্রসঙ্গ টেনে আনছি কারণ আপনি আমার সাথে অহেতুক অশোভন আচরণ, এমনকি আপনি উপরে বলেছেন আমি বাংলাদেশী বিধায় ভুল সম্পাদনা করছি ও আমি যেন ভারতের নিবন্ধ থেকে দূরে থাকি। এই কারণে আমি গতকাল জিজ্ঞেস করেছি "এখনো কী আমাকে যা তা বকবেন?" আমি মূলত জানতে চেয়েছি, আমি যে ভুল সম্পাদনা করিনি তা আপনি বুঝতে পেরেছেন কিনা ও বুঝতে পারলে আমাকে তখন গালমন্দ করা ও 'বাংলাদেশী বলে ভুল সম্পাদনা করি' বলা আপনার উচিত হয়েছে কিনা? নিজের ভুলটুকু স্বীকার না করে, উত্তরে আপনি আমাকে উল্টো ঝারি দিলেন। এই কারণেই কথা বাড়ছে ও নতুন করে জলঘোলা হচ্ছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৮, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
তা বাতিলটা হঠাৎ করে করলেন কেন? এরকম দেখেছি আপনারা অনেকজনেরই সম্পাদনা বাতিল করেছেন আগেও। তারা এখন অনেককিছু জেনেও নিজেদের সম্পাদনা থেকে বিরত থাকে। শুধু আপনাকে আমি দোষারোপ করছি না। আপনার জায়গায় অন্য কেউও হতে পারে। তারাও আপনার মতো একই একম করে। আপনি আমার সম্পাদনা বাতিল করেছেন স্বীকার করছেন কিন্তু বাতিল করে কখন কোন মহান সম্পাদক তাঁর নিজস্ব জ্ঞান দিয়ে উইকিপিডিয়াতে কৃতিত্ব রাখার জন্য ৮ম থেকে ১১তম করেছে তা হয়তো আপনি জানেন না। কিন্তু আমি তো এখনে আপনাকে কোনো মিথ্যা বলতে আসিনি।আর তাছাড়া উইকিপিডিয়াটা মিথ্যা বলার জায়গা নয়। আমার চোখে বিষয়টি নজরে এসেছিলো বলেই আপনাকে আমি বললাম। আমরা কেউই উইকিপিডিয়াতে চাকরি করি না বা এক জিনিস নিয়ে সারা দিন রাত বসেও থাকি না। ওই একটু মন যায় তাই স্বেচ্ছাবসরে স্বেচ্ছাসেবায় নিজেদের নিয়োজিত করি। কিন্তু ওই হঠাৎ হঠাৎ মন গেলেই কারুর করা সম্পাদনাকে বাতিল করতে যাওয়াটা নিজেদের অহমিকার পরিচয় বলেই মনে করি।
আর পুরনো প্রসঙ্গে আমার অহেতুক অশোভন আচরণের কথা বলছেন তাহলে আমি বলি এবার শুনুন। ভুল অনেকেরি হতে পারে। ভুল আপনারও হয়েছে আমারও হয়। কিন্তু যখন সমস্তকিছুর সমাধান হয়ে গেছে সেখানে বাড়ন্ত কথা বাড়ানোর লাভটা কি আছে? আমি আপনাকে তখন বাংলাদেশী বিধায় ভুল সম্পাদনা করছেন ও যেন ভারতের নিবন্ধ থেকে দূরে থাকেন বলেছি বলে আপনার আমার কথাটিকে অশোভন আচরণ বলে মনে হয়েছিলো আর ঠিক একইভাবে আপনি যখন সেদিন আমার সম্পাদনাটিকে বাতিল করেছিলেন তাতেও কিন্তু তখন আপনার ওইরূপ আচরণের প্রতি আমার একইরকম অনুভব হয়েছিলো। এটা যেন মনে রাখেন। তাই বলেছিলাম। এবার আশা করি পুরোটা পরিস্কার করে নিঃসন্দেহে বোঝা গেলো। ধন্যবাদ। ভালো থাকবেন। 2402:3A80:1C8B:1C7:778:5634:1232:5476 (আলাপ) ০৩:০০, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকায় আপনার সম্পাদনা বাতিল করে পূর্বের অবস্থায় নিয়েছি ঠিকই, কিন্তু কখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রম কখন ৮ম থেকে ১১তম করেছি (আপনি যেটা দাবি করছেন) তার ব্যাখা পেলাম না। এটি আমার করা আপনার সম্পাদনা বাতিলের সম্পাদনা সংস্করণ, এখানে তিনি ৮ম-ই আছেন। আর আমি কিন্তু হঠাৎ হঠাৎ মন চাওয়াতে আপনার সম্পাদনা বাতিল করতে যাইনি, ১৩, ১৪, ১৫ তারিখে আপনি রাষ্ট্রপতিদের ক্রম বহুবার ভুল দিচ্ছিলেন বলেই, আপনি যেদিন ভুল যোগ করেছেন আমি সেদিন সেগুলো বাতিল করেছি। এমনকি আমি আপনাকে ৩ বার তা নিয়ে বলেছি (একদম শুরুতে দেখুন)। আমি বুঝতে পারছি, আপনার সম্পাদনা বাতিল করায় আপনার খারাপ লেগেছে কিন্তু আপনার খারাপ লাগবে দেখে ভুলগুলো রেখে দিলে তো হবে না।
আপনার, আমার, যে কারো ভুল হতেই পারে। আপনার ভুলগুলো বাতিল করায় আপনি আমাকে অশোভন কথা বলায় + "এখনো কী আমাকে যা তা বকবেন?" জিজ্ঞেস করার পর, নিজের ভুলটুকু স্বীকার না করে উল্টো আমাকে ঝারি দেওয়াতেই এতকথা হল। অথচ দ্বিতীয়বার জিজ্ঞেস করার যদি আপনি আমাকে ঝারি না দিয়ে নিজের ভুলটুকু বুঝতে পারতেন, তবে এত কথা হত না। যাইহোক, এখন যদি বুঝে থাকেন তাহলেই হল ও এই আলোচনা সমাপ্ত করা যায়। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৯, ২৯ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান আপনি ৮ম থেকে ১১ তম করেন নি ভালো কথা কিন্তু আপনার কাছ থেকে আমি সেদিনের বাতিল করে পূর্বের সংস্করণে ফেরত নিয়ে যাওয়ার কারণটা আমি আজও পেলাম না। আর আমি তো বললাম আপনি যদি মুখ্যমন্ত্রীদের ক্রম পরিবর্তন না করেন তাহলে অন্য কোনো আপনার মতো সম্পাদক করেছিলো। আমি এখানে অকারণে মিথ্যা কেনো বলতে যাবো। আমি দেখেছিলাম বলেই আপনাকে বলেছিলাম যেহেতু সেদিনের পাওয়া বিঞ্জপ্তিতে আপনার নামটি তলায় দেখা যাচ্ছিলো এবং সেখানে আরও লেখা ছিলো যে আপনি মুখ্যমন্ত্রীদের তালিকা বাতিল করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছেন। এখানেই আমার প্রশ্ন আপনাকে যে আপনি যদি উইকিপিডিয়ার ভালো একজন সম্পাদক হন তাহলে সেই কাজই বা কেনো করবেন? সেই বিঞ্জপ্তিটি দেখতে গিয়েই আমি দেখলাম সেখানে প্রতিটি ক্রম পরিবর্তন হয়ে রয়েছে। যাই হোক আপনি সেই কুকর্ম না করে থাকলে অন্য কেউ করেছে। সে কথা মানলাম। কিন্তু আপনি সম্পাদনাটা বাতিল কেনো করেছিলেন?সেটা আমি আজও পর্যন্ত জানতে পারলাম না। এখানো পর্যন্ত যতোবার আমি যতোবার আমি সেই সংস্করণ বাতিল করার কারণটা আপনার থেকে জানতে চাইছি সেই ক্রমের কথায় নিয়ে যাচ্ছেন। এর অর্থটা আপনি কি প্রতিপাদন করতে চাইছেন পরিস্কার করে বললে অনেকটাই ভালো হয়। J. Modak (আলাপ) ০০:১৩, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমার ভালো লাগা বা খারাপ লাগার উপরে কোনোকিছু নির্ভর করে কোনোকিছু ভুল রেখে দেওয়া যায় না ঠিকই। সেইজন্য আপনি রাষ্ট্রপতিদের ক্রম আমি যেদিন ভুল দিচ্ছিলাম সেগুলো সেদিন বাতিল করেছেন ভালো কথা কিন্তু মুখ্যমন্ত্রীদের ক্রম তো ভুল দেওয়া ছিলো না তাহলে সেই সংস্করণটা সেদিন বাতিল করার কারণটা কি ছিলো? আমার ভুলগুলো বাতিল করার জন্য আমি আপনাকে সেদিন অশোভন কথা মোটেও বলিনি।আপনাকে সেদিন অশোভন কথা বলার কারণটা যদি আপনি এসত্বেও বুঝতে না পারেন তাহলে আশা করি আপনি এখনও বোঝার মতো সম্পাদক হয়ে উঠতে আপনি অন্তত এখনো পারেননি। J. Modak (আলাপ) ০০:৩৩, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনি আমার ভুলগুলো দেখতে পেয়ে সেগুলো বাতিল করে দেবেন আর আমি যদি আপনার ভুল করা অর্থাৎ মুখ্যমন্ত্রীদের তলিকা সংস্করণ বাতিল করে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার বিষয়ে কিছু বলতে যাই তখন সেটা আমার মহা অন্যায় হয়ে উঠবে। এইরকম অসামঞ্জস্যতা তো এখানে হতে পারে না। J. Modak (আলাপ) ০০:৪০, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি উইকিতে এসে যখন দেখি আপনি অনেকগুলো পাতায় ভুল সম্পাদনা করেছিলেন, তখন আমি আপনার সম্পাদনা গণ বাতিল করি। যার মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাও পড়ে গিয়েছে। হয়ত আরও থাকতে পারে। আপনি আমার ১টি ভুল দেখতে পাচ্ছেন, ভালো কথা। আমার ১টি ভুলের জন্যও অশোভন কথা বলতে চাচ্ছিলেন নাকি? আপনি নিজে ১০-১৫ বার ভুল সম্পাদনা করেছিলেন সেটা সেদিন স্বীকার করতে চাচ্ছিলেন না কেন?
"আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা মুখ্যমন্ত্রীদের ক্রম নিয়ে অতো মাথা ঘামানোর কোনো দরকার আপনার নেই" বললেন এবং আমাকে ২দিন আগে ঝারি দিলেন। আর এখন বলছেন "আমার ভুলগুলো বাতিল করার জন্য আমি আপনাকে সেদিন অশোভন কথা মোটেও বলিনি। আপনাকে সেদিন অশোভন কথা বলার কারণটা যদি আপনি এসত্বেও বুঝতে না পারেন তাহলে আশা করি আপনি এখনও বোঝার মতো সম্পাদক হয়ে উঠতে আপনি অন্তত এখনো পারেননি।"!!
আমি ভুল করলে আপনি আমাকে বলতে পারেন। কিন্তু তা শোভন হতে হবে। "...প্রেস নোটকেও অগ্রাহ্য করে তার মাথার উপরেও পা রেখে দাঁড়িয়ে ভুল বার্তা সম্পাদনা করে কৃতিত্ব রাখার জায়গা নয়।", আমি বাংলাদেশী বিধায় ভুল সম্পাদনা করছি ও আমি যেন ভারতের নিবন্ধ থেকে দূরে থাকি, দুই দিন আগে আমাকে ঝারি দেওয়া শোভন নয়। গত দুইদিন ধরে আমি যে বকবক করছি, আপনাকে এটাই বোঝাতে যে আপনি উইকিতে, আমি বলে নয়, কারো সাথে এভাবে কথা বলতে পারেন না। আফতাবুজ্জামান (আলাপ) ০৪:০৩, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সম্পাদক যদি অন্ধ হয় ভুলগুলো বাতিল করার সঙ্গে সঠিকগুলোও বাতিল করে দেবে। এটা স্বাভাবিকই। এতে নতুনত্ব কি আর আছে তাই না?ভালো থাকবেন। উইকিপিডিয়াতে চ্যাটিং করার জন্য অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। J. Modak (আলাপ) ০৪:৪২, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান দাদা আপনি ঠিকই বলেছেন আমি রাষ্ট্রপতিদের ক্রমগুলি ১০ - ১৫ বার পরিবর্তন করেছি। সেইজন্য বাতিল করেছেন। ভালো কথা। কিন্তু তখন একবারের জন্যও কি দেখবেন না আমার সম্পাদনা হলেও কোন পাতাগুলো ঠিক আছে? যেগুলো আমার করা সম্পাদনা দেখেছেন তার অর্থই বুঝে নিয়েছেন সেগুলো সব ভুল আছে। তাই সেগুলোকেও সব একসাথে বাতিলের খাতায় ঢুকিয়ে দিয়েছেন। বাঃ আপনি খুব ভালো উইকিপিডিয়ার প্রশাসক হতে পেরেছেন দেখছি। J. Modak (আলাপ) ০৫:১১, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনি বলছেন "আপনি যখন এসে দেখেছিলেন অনেকগুলো পাতায় আমি ভুল সম্পাদনা করেছি তখন সেগুলো আমার সম্পাদনাগন বাতিল করেছিলেন। যার মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা পড়ে গিয়েছিল হয়তো আরো ভুল থাকতে পারে"। আমি জানতে চাই আপনি যে বাতিল করলেন সেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাটি তাতে আমার ভুল সম্পাদনাটা কি ছিলো? আবার বলছেন "হয়তো আরো অনেক ভুল থাকতে পারে"। রাষ্ট্রপতিদের ক্রম আর প্রধানমন্ত্রীদের ক্রম তালিকা ব্যতীত অন্য কোনো পাতায় যদি আমার ভুল দেখাতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ করে বলছি আমার সম্পাদনা করা পাতা কষ্ট করে বাতিল করতে হবে না, আমি নিজেই নতুন সম্পাদনা করে বাংলা উইকিপরিবার বৃদ্ধি করা ছেড়ে দেবো। J. Modak (আলাপ) ০৯:৩৯, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আরে দাদা, আমি যদি আপনার গণভুল পরীক্ষা করে দ্রুত গণভাবে বাতিল করতে গিয়ে ১টি ঠিক সম্পাদনা ভুল করে বাতিল করে খারাপ হয়ে যাই, তবে আপনি যে এতগুলো ভুল সম্পাদনা করেছিলেন (বুঝলাম তা আপনার ইচ্ছাকৃত না, যা পরে আপনার বোধদয় হয়েছে), আমাকে অশোভন করা বললেন, জাতিবিদ্বেষমূলক কথা টেনে আনলেন (বাংলাদেশী তাই ভারতের নিবন্ধে যেন না সম্পাদনা করি), তারপর আবার অশোভন আচরণের কথা ও ভুল স্বীকার না করে আমাকে উল্টো ঝারি দেন, তবে আপনি কী?
আমি প্রশাসক হতে পারি, রোবট না। ১৫-২০টা ভুল বাতিল করতে গেলে আমার অনিচ্ছাক্রমে ভুল হতে পারে। আমি আগের মন্তব্যে বলেছি ঐটা আপনার সঠিক ছিল। এছাড়া আমি ভুল করলে আপনি আমাকে শোভন করে বলতে পারেন যে, "আফতাবুজ্জামান দাদা অমুক সম্পাদনা আপনার বাতিল করা ঠিক হয়নি কারণ ..."।
অথচ আপনাকে এখনো বলতে দেখলাম না, আমার প্রতি আপনার অশোভন আচরণ করা, জাতিবিদ্বেষমূলক কথা, ঝারি দেওয়া ঠিক হয়নি। আপনি আমার ১টি ভুল নিয়ে আছেন, আমাকে অবুঝ আখ্যা দিয়ে নানাভাবে বোঝাতে চাইছেন যেহেতু আমি আপনার ১টি ঠিক সম্পাদনা বাতিল করেছি, তাই আমার প্রতি আপনার অশোভন আচরণ করা, জাতিবিদ্বেষমূলক কথা, ঝারি দেওয়া ঠিক হয়েছে। আপনাকে আমি সরাসরি প্রশ্ন করি: আমার প্রতি আপনার অশোভন আচরণ করা, জাতিবিদ্বেষমূলক কথা (বাংলাদেশী তাই ভারতের নিবন্ধে যেন না সম্পাদনা করি), ঝারি দেওয়া ঠিক হয়েছে কিনা?
উপরের লেখা আবার লিখি, গত দুইদিন ধরে আমি যে বকবক করছি, আপনাকে এটাই বোঝাতে যে আপনি উইকিতে আপনি কারো সাথে এভাবে কথা বলতে পারেন না। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫০, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান দাদা আমি অনেকবার দেখলাম আপনি ঝারি দেওয়া কথাটি লিখছেন। কিন্তু আমি এর অর্থটা যদিও এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। তো যাই হোক বিশ্বের প্রতিটি দেশ ও জাতির নাগরিকবৃন্দদের প্রতি এবং এবং তার সাথে আমার নিজের দেশ ভারতবর্ষের প্রতিটি নাগরিকবৃন্দদের প্রতি সম্মান শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা রেখেই দুঃখের সাথে আমি আপনাকে এইটুকুই বলতে পারি যে বিশ্বাস করুন সেদিন আপনার প্রতি আমার অশোভন আচরণ করা, জাতিবিদ্বেষমূলক কথা বলা আমার ইচ্ছাকৃত ছিলো না। কিন্তু ওই যে ভুলটি আপনি করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই আমি আপনার প্রতি করে ফেলেছিলাম যা আমার কাছে অন্যায্য অনভিপ্রেত ছিলো। তবে আরেকটি অনুরোধ ভবিষ্যতে কারুর সম্পাদনা বাতিল করতে গেলে একটু খেয়াল রেখে বাতিল করবেন আর তাকে কোনোকিছু বোঝতে গেলে তাকেও বিষয়টি বুঝে নিতে একটু সময় দেবেন। নমস্কার। 2402:3A80:1C8B:1088:778:5634:1232:5476 (আলাপ) ১৯:১৫, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ও আচ্ছা, ঝারি/ঝাড়ি দেওয়া মানে ধমক দেওয়া। আপনাকে "এখনো কী আমাকে যা তা বকবেন?" জিজ্ঞেস করার পর আপনি সেটির উত্তর না দিয়ে, উল্টো আমি ঘুমিয়ে থাকি কিনা, আমার গাড়ি লাফিয়ে চলে কিনা বলেছিলেন, সেটি বুঝাতে এই শব্দটি ব্যবহার করছি।
আচ্ছা, ব্যপার না। বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ। আমিও দুঃখিত। অনেক কথা বলে ফেললাম।
বাংলা উইকিপিডিয়াকে সাহায্য করবেন, এই আশা রাখছি। উইকির কোনকিছু না বুঝলে, কোনও সাহায্য লাগলে আমাকে জানাবেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩২, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন