বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

সম্পাদনা

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২

সম্পাদনা

সুপ্রিয় Istikalshah,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শঙ্খ ঘোষ

সম্পাদনা

শঙ্খ ঘোষ নিবন্ধের সাহিত্যচর্চা অনুচ্ছেদের লেখা বিশ্বকোষীয় হয়নি। মনে হচ্ছে কারো ব্যক্তিগত মতামত। দয়া করে সংশোধন করুন, সাথে তথ্যসূত্র দিন। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৭, ২৩ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সুধী, আমি আপনার সম্পাদনা বাতিল করেছি। কারণ: রচনাশৈলী বিশ্বকোষীয় নয়। নিজের মতামত যোগ করা যাবে না। পুরস্কার অংশের জন্য আলাদা একটি অনুচ্ছেদই আছে, দুইবার যোগের দরকার নেই। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৭, ২৩ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ছবির বিবরণ বাংলায় দিন

সম্পাদনা

দয়া করে ছবির বিবরণ বাংলায় দিন। [[File:Adobe Scan 23-Jun-2022 (1) 3.jpg|thumb|Bishnu Dey]] না লিখে লিখুন: [[File:Adobe Scan 23-Jun-2022 (1) 3.jpg|thumb|এটির বিষ্ণু দের অমুক গ্রন্থ]]। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৩, ২৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

সম্পাদনা
 
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন