বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১২:৪০, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

যমুনোত্রী মন্দির সম্পাদনা

অনুগ্রহ করে যমুনোত্রী মন্দির নিবন্ধের অনুবাদ ঠিক করবেন। আমার মনে হচ্ছে আপনি সম্ভবত বিশেষ:বিষয়বস্তু_অনুবাদ সরঞ্জাম প্রদত্ত যান্ত্রিক অনুবাদ কোনরূপ ঠিকঠাক-সংশোধন না করেই প্রকাশ করেছেন। নিবন্ধটি পড়ে আমি কোন লাইনের অর্থই বুঝিনি। যাইহোক, এখন ঠিক করে নিন অনুগ্রহ করে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২১, ২২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ সম্পাদনা

অনুবাদে লক্ষ্য রাখার বিনীত অনুরোধ করছি। বিশেষ:বিষয়বস্তু_অনুবাদ সরঞ্জাম প্রদত্ত যান্ত্রিক অনুবাদের উপর নির্ভর করবেন না। উদা: এটি দেখুন, এখানে আপনার অনুবাদ করা "পটভূমি" অনুচ্ছেদ পড়ে কিছু বুঝতে পারিনি। অনুবাদ করার পর অনুবাদ একবার পড়ে দেখবেন, সংশোধন করবেন যেন আরেকজন লেখাগুলি পড়ে বুঝতে পারে। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫০, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমি একটু ঠিক করেছি। আপনি জানাবেন ঠিক হয়েছে কি না। আমি এখানে নতুন বলে পুরোপুরি আয়ত্ব করতে পারছি না। যেমন https://bn.wikipedia.org/wiki/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F:%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 পাতা আমি আপডেট করেছিলাম আর এখন এটার ফর্মেটিং খুব খারাপ হয়ে গিয়েছে।
আপনি যেভাবে অনুবাদ করেন তা প্রায় ঠিক আছে। তবে বলতে চেয়েছিলাম যে অনুবাদ করার সময় বাক্য গঠন বাংলায় মিলছে কিনা তার প্রতি লক্ষ্য রাখবেন। অনুবাদ প্রকাশ করার পর ঐ প্রকাশিত নিবন্ধটা একবার পড়ে দেখবেন, তাহলে কোন ভুলত্রুটি থাকলে খুঁজে পাবেন ও ঠিক করে নিবেন। টেমপ্লেট:পশ্চিমবঙ্গের চলচ্চিত্র-এর সমস্যা ঠিক করে দেয়া হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৩, ২৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ ক্লারিফিকেশনের জন্য। আমি আপনার উপদেশগুলো ব্যবহার করতে চেষ্টা করবো। Iblish786 (আলাপ) ১৬:৩০, ২৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় Iblish786,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন