জানুয়ারি 2023 সম্পাদনা

  স্বাগতম, আমি MdsShakilরাখালবুরুজ ইউনিয়ন পাতায় করা আপনার সাম্প্রতিক একটি সম্পাদনা দেখে মনে হচ্ছে তা পরীক্ষামূলক ছিল এবং তা বাতিল করা হয়েছে। আপনি যদি আরও পরীক্ষা নিরীক্ষা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তবে আমার আলাপ পাতায় বার্তা দিন। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১২:১৫, ২১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক সম্পাদনা

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, পবিত্র ইদুল আযহার শুভেচ্ছা জানাই। এই সুন্দর উৎসবের প্রতিটি মুহূর্ত আনন্দের সাথে কাটুক এই আশাবাদই ব্যক্ত করছি। প্রিয়জনদের সঙ্গে কাটানো এই ইদটি হয়ে উঠুক আপনার জন্য আনন্দময় এবং স্মরণীয়। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা 11টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় 35টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:৫৯, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় IH Limon,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন