চরিত্র গঠনের মৌলিক উপাদান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

চরিত্র গঠনের মৌলিক উপাদান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/চরিত্র গঠনের মৌলিক উপাদান পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ibrahim Husain Meraj (আলাপ) ০৫:১২, ১ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

যেহেতু এটি একটি প্রকাশিত বই ( লেখক নাঈম সিদ্দিকি), এই নিবন্ধ অপসারন এর পক্ষে যুক্তি দেওয়ার প্রশ্ন আসেনা। নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপুযুক্ত। ইতিমধ্যে নিবন্ধটির মান উন্নয়ন করা হবে। সবার সহযোগিতা কামনা করছি। -- Husain007 (আলাপ) ০৯:৫৭, ১ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ফাহমিদ-উর-রহমান নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ফাহমিদ-উর-রহমান পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। S. M. Nazmus Shakib (আলাপ) ০৯:৪৬, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জানুয়ারি ২০২০ সম্পাদনা

সুধী, উইকিপিডিয়া কোনো বিজ্ঞাপন প্রদানের মাধ্যম নয়। অনুগ্রহপূর্বক উইকিপিডিয়া:উইকিপিডিয়া কি নয় পড়ুন।S. M. Nazmus Shakib (আলাপ) ১১:৫৩, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিষয়টি অবগত করার জন্য অনেক ধন্যবাদ। --~Mohammad Hossain~ ১৭:৪৪, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ব্যক্তিগত আক্রমণ সম্পাদনা

আপনি পাতা অপসারন আপত্তিতে যা বলেছেন, সেটা অনেকটা ব্যক্তিগত আক্রমণ। আপনার তৈরী করা পাতাগুলো নিয়ম মাফিক হচ্ছে না বলেই অপসারণ প্রস্তাব করা হয়েছে। অন্যরাও তাই করতো। দয়া করে WP:BIOWP:N পড়ুন। আপনি যে লিংকটি নিয়ে আপত্তি করেছেন সেটি সম্ভবত ব্লগ সাইট। উইকিপিডিয়ায় তথ্যসূত্র হিসেবে ব্লগ সাইট ব্যবহার করা যায় না। উইকিপিডিয়া এমন একটা বিশ্বকোষ গঠনের প্ল্যাটফর্ম, যেখানে সবাই উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পাদনা করে। আপনিও করুন। গঠনমূলক হলে কেউ বাতিল করবে না৷ দয়া করে, কোনো সম্পাদকের সম্পাদনাই ব্যক্তিগতভাবে নিবেন না। ধন্যবাদের সহিত ইয়াহিয়াবলুন... ১৫:৫৩, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনি সম্ভবত একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করছেন। এটি করলে প্রশাসকগণ আপনার অ্যাকাউন্টে বাধা দিতে পারেন। আমার ধারণা যদি ভুল হয়, তবে দুঃখিত। -ইয়াহিয়াবলুন... ১৬:১১, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ব্যাক্তিগত ভাবে বিষয় টা নেওয়ার প্রশ্নই আসেনা। তবে এরকম মনে হলে আমি সত্যি দুঃখিত। একাধিক আকউন্ট এর বিষয়ে আপনার ধারনা ভুল। ধন্যবাদ। --~Mohammad Hossain~ ১৭:৪২, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Husain007: আপনি যে দাবি করলেন আপনার দ্রুত অপসারণ এর মুভটি বেশ অসৌজন্যমূলক এবং শত্রুতাপরায়ণ বলে মনে হচ্ছে, আবার পরে দাবি করলেন আবেদনকারীর কার্যকলাপ বেশ অসৌজন্যমূলক এবং শত্রুতাপরায়ণ বলে মনে হচ্ছে। এগুলোর মানে কি দাঁড়ায়?এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ১৭:৫৬, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
এই প্রবন্ধের সাথে জড়িত অন্য একটি পাতায় (স্পষ্ট কারণ ছাড়া) আপনার লিংক মুছে ফেলার আচরণ আমার কাছে অসৌজন্যমূলক মনে হয়েছে, তাই জোড় আপত্তি জানিয়েছি, এখনও জানাই। তবে দয়া করে ব্যাক্তিগত আক্রমণ হিসেবে এটাকে নিবেন না। প্রবন্ধটির উল্লেখযোগ্য উন্নয়নে আপনাদের সহযোগিতা কাম্য। --~Mohammad Hossain~ ১৮:৩০, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Husain007: কয়েকমাস আগে এক ব্যবহারকারী পাঠাগার.কম ওয়েবসাইটের একটি লিংক দেয়। আর, আপনি বই লেখকের নামে সংযোগ দেন। প্রথমত, প্রথম ব্যবহারকারীর কাজ পরিষ্কার স্প্যাম ছিল। আজ আমার চোখে পড়ায় ওগুলো অপসারণ করা হয়েছিল। এটা কীভাবে অসৌজন্যমূলক হয়? আর, আমরা লুকাই, হিন্দি উর্দু ভাষীদের মত ছুপাই না। আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক নাই। আপনার উপর আমার শত্রুতা করার কোনো কারণই নেই। একটা নিবন্ধে অপসারণ প্রস্তাবনা দেওয়া কোনো অসৌজন্যমূলক বিষয় নয়।এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ১৮:৪৬, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ছুপান অথবা লুকান, দ্রুত অপসারণ এবং শুধু অপসারণ আলাদা আলাদা বার্তা বহন করে। তবে আপনার এডিট এর কারণ সমূহ স্পষ্ট করার জন্য ধন্যবাদ। বিষয়টি প্রথম থেকেই এডিটিং এর সময় বুঝিয়ে লিখলে হয়তো আমার পক্ষ থেকে ভুল বুঝা বুঝি হতো না। --~Mohammad Hossain~ ১৯:০৪, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Husain007: ভাই, নাজমুস সাকিব ভাই যখন অপসারণ প্রস্তাবনা রেখেছেন, তখন এই নিবন্ধটি দ্রুত অপসারণেরই যোগ্য ছিলো। পরবর্তীতে আপনি যখন সূত্র যোগ করেছেন তখন মেরাজ ভাই সেটি সরিয়ে অপসারণ প্রস্তাবনার আলোচনা শুরু করেছেন। এই সংস্করণটি তার প্রমাণ। উনি আপনার থেকে যথেষ্ট অভিজ্ঞ, যেটি সম্পাদনার ইতিহাস দেখলেই বুঝবেন। আমরা সবাই স্বেচ্ছাসেবক। সুতরাং, পরষ্পরের শ্রদ্ধাবোধ একান্ত দরকার। -ইয়াহিয়াবলুন... ২০:০৮, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Ieahhiea: কারো অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই আমার। আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী সহযোগিতা চাই, টেকনিক্যাল বেড়াজালে আচ্ছন্ন কঠোর এডিটমানশিপ নয়। আপনার শেষ কথার সাথে একমত। --~Mohammad Hossain~ ২০:২৪, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন