বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

বানান সংশোধন বিষয়ে

সম্পাদনা

সুধী, প্রথমেই শুভেচ্ছা নেবেন। আপনার কয়েকটি কাজ দেখলাম, ভালো হচ্ছে। তবে সম্প্রতি আলতাফ মাহমুদ পাতায় আপনি “শহীদ” বানানটি “শহিদ” লিখেছেন। আমার জানামতে সবক্ষেত্রেই মুটামুটি শহীদ বানানটিই ব্যবহার করা হয়। যদি সম্প্রতি বানানটি বাংলা একাডেমি পরিবর্তন করে থাকে সেক্ষেত্রে ঠিক আছে, অন্যথায় শহীদ বানানটি ব্যবহার করা উচিত। ধন্যবাদ। --যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:২০, ১১ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাইয়া! বাংলা একাডেমির ছোট্ট একটা পুস্তিকা আছে, নাম প্রমিত বাংলা বানানের নিয়ম। ওটার ২০১২-র সংস্করণের ২.১ ধারায় ওনারা বলছেন যে, তদ্ভব-দেশি-বিদেশি-মিশ্র শব্দগুলোতে ই এবং উ ব্যবহার করতে হবে। "শহিদ" শব্দটা আরবি থেকে এসেছে তো, তাই প্রমিত বানানে ই-কার বসছে। (না, আমি সব মুখস্থ করে বসে নেই, বই ঘেঁটে উত্তর দিলাম!) :3 --নোবেল (আলাপ) ১৪:৫৪, ১১ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
বই ঘেঁটে উত্তর দেওয়া ভালো :) এই নিয়মটি আমি জানি কিন্তু সমস্যা হলো বানানটি বিশেষ কোথাও ব্যবহার নেই, এটি বহুল প্রচলিত একটি বানান যেহেতু নির্দিষ্ট করে কোথাও শহীদ বানানটি ই-কার দিয়ে লিখতে হবে বলা নাই সুতরাং শহীদ বানানটিই লিখবেন অনুগ্রহ করে। ওহ, আরও একটা বিষয় হয়ত ভবিষ্যতে কাজে লাগবে, বাংলা উইকিপিডিয়াতে আমরা সাধারণত শিরোনামের ক্ষেত্রে বহুল প্রচলিত বানানটি লিখে থাকি কিছু কিছু ক্ষেত্রে যদিও ব্যতিক্রম রয়েছে। যাইহোক, আশাকরি বাংলা উইকির পরিবেশ আপনার ভালো লাগছে এবং আশা করছি নিয়মিত লিখবেন। কোন প্রশ্ন জানার থাকলে যে কোন সময় আমাকে বা অন্য কোন সম্পাদককে জিজ্ঞেস করতে ভুলবেন না। ভালো থাকবেন। --যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৫, ১১ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ ভাইয়া। হুম, কিছু প্রশ্ন জানার আছে বটে, আমাকে পরে আপনার আলাপ পাতায় বা মেইলে জিজ্ঞেস করে নিতে হবে। --নোবেল (আলাপ) ০৮:৪১, ৩০ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন

সম্পাদনা

হ্যালো Hasan Nahiyan Nobel: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org

(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)

Samuel (WMF) (আলাপ) ০০:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

সম্পাদনা
 
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন