বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

নিবন্ধের যান্ত্রিকতা প্রসঙ্গে সম্পাদনা

সুপ্রিয় প্রভা, শুভেচ্ছা নেবেন। মানবাধিকারের পক্ষে উইকি এডিটাথনে আপনি সক্রিয়ভাবে নিবন্ধ তৈরি করছেন, এজন্য ধন্যবাদ জানাই। আপনার অনুবাদ করা সাম্প্রতিক বেশকিছু নিবন্ধে কিছুটা যান্ত্রিকতা রয়ে গেছে, পড়ে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। টমি প্রভাব, সোলাস্টালজিয়া নিবন্ধগুলো এবং আগামীতে আপনি যে নিবন্ধগুলো লিখবেন, সেগুলো অনুবাদ করে নিজে যদি পড়ে দেখেন এবং প্রয়োজনমত সংশোধন করেন, তাহলে ভালো হয়। ইংরেজি বড় বাক্য আপনি আপনার মত ভেঙে ছোট বোধগম্য বাক্যে নিতে পারেন। আমি আপনার লেখা বাস্তুসংস্থানিক বিপর্যয় নিবন্ধে বেশকিছু সংশোধন করেছি, সেগুলো দেখতে পারেন। শুভকামনা! ― অংকন (আলাপ) ১৬:৫৩, ২ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আসসালামুয়ালাইকুম আমি প্রয়োজনীয় সংশোধন করেছি । অনুগ্রহ করে আবার একটু চেক করে দেখবেন আরো সংশোধন লাগবে কিনা। ধন্যবাদ Faria Afrin Prova (আলাপ) ১১:৪৫, ৪ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Faria Afrin Prova: এখন ঠিক আছে।  অংকন (আলাপ) ১৮:৫৩, ৫ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অপব্যবহার ছাঁকনি/ভূচিকিৎসা সম্পাদনা

সুধী, লক্ষ্য করলাম আপনি ভূচিকিৎসা পাতায় সম্পাদনা করতে গিয়ে ১৭বার অপব্যবহার ছাঁকনিতে আটকে গেছেন। আপনার নিবন্ধটিতে wordpress সাইটের একটি লিংক থাকায় এই সমস্যাটি হয়েছে। পরবর্তীতে এমন সমস্যায় পড়লে বারবার সম্পাদনা প্রকাশ করতে না গিয়ে একটু সময় নিয়ে উইকিপিডিয়া:অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকার কোনো লিংক আপনার নিবন্ধটিতে আছে কিনা দেখবেন এবং থাকলে মুছে দিয়ে প্রকাশ করবেন। তাহলে এত কষ্ট করতে হবে না। প্রয়োজনে এরকম সমস্যায় পড়লে আমার আলাপ পাতায় জানাতে পারেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:৩২, ৫ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মূলত লেখায় ওয়ার্ডপ্রেসের সূত্র থাকায় এমন হয়েছে। সুখবর হল, আপনার লেখা হারিয়ে যায়নি। এখানে গেলে আপনি লেখাগুলি পাবেন। লেখাগুলি কপি করে নিয়ে, https:// cologie. wordpress. com/ লিঙ্কটা সরিয়ে, পুনরায় লেখা যোগ করার চেষ্টা করুন। না বুঝলে আমাকে জানান। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৩, ৫ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Dhonnobad Faria Afrin Prova (আলাপ) ২২:০৮, ৫ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জলবায়ুর পক্ষে উইকি পদক সম্পাদনা

  জলবায়ুর পক্ষে উইকি পদক
প্রিয় Faria Afrin Prova,
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও মানুষের উপর এর প্রভাব নিয়ে বাংলা উইকিপিডিয়ায় তথ্য বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ‘মানবাধিকারের পক্ষে উইকি’ শীর্ষক বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় গুরুত্বপূর্ণ এ বিষয়াবলী সমৃদ্ধ করতে ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১৪:৩২, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাই Faria Afrin Prova (আলাপ) ১৪:৫২, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় Faria Afrin Prova,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন