বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

ফেব্রুয়ারি 2017 সম্পাদনা

  উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না , যেমনটি আপনি করেছেন আলাপ:প্রধান পাতা-এ। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০০, ২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ছোট নিবন্ধ তৈরি প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় সুধী, আপনার তৈরি পীর শাহ মোহাম্মদ ইসকন্দ নিবন্ধটি খুবই ছোট, যা পড়ে বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যাচ্ছে না। দয়া করে অচিরেই তা সম্প্রসারণ করুন, নতুবা তা শীঘ্রই মুছে ফেলা হবে এবং {{ছোট নিবন্ধ}}{{কাজ চলছে}} এই দুইটি ট্যাগ সাময়িক সময়ের জন্য ঝুলিয়ে দিতে পারেন। আর এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই পাতাটি পড়তে পারেন। আরোও কিছু জানার থাকলে আমাকে আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ, আপনার উইকিযাত্রা শুভ হোক। -Ibrahim Husain Meraj (আলাপ) ০৪:২৬, ৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন