ব্যবহারকারী আলাপ:Dolon Prova/২০১৭

সাম্প্রতিক মন্তব্য: Shahidul Hasan Roman কর্তৃক ৭ বছর পূর্বে "আপনার জন্য একটি পদক!" অনুচ্ছেদে

বিভা চৌধুরী (গুপ্ত) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

সম্পাদনা
 

বিভা চৌধুরী (গুপ্ত) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বিভা চৌধুরী (গুপ্ত) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Dolon Prova (আলাপ) ০৫:৫৭, ৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

সম্পাদনা
  পরিশ্রমী পদক
আপনি বাংলা উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করে চলেছেন। আপনার এই অগ্রযাত্রা ধারাবাহিকতা পাক এটাই প্রত্যাশা। ফেরদৌস১১:২৬, ১৫ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পোয়াসোঁ

সম্পাদনা

এস. ডি. পয়সঁ পাতাটিকে সিমেওঁ দ্যনি পোয়াসোঁ শিরোনামে স্থানান্তর করে দিয়েছি। অর্ণব (আলাপ | অবদান) ০৬:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নতুন নিবন্ধের দৈর্ঘ্য

সম্পাদনা

অনুগ্রহ করে কমপক্ষে ৭-৮ বাক্য দিয়ে নিবন্ধ শুরু করুন। অর্ণব (আলাপ | অবদান) ১৯:০৬, ২২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)

সম্পাদনা

সুপ্রিয় Dolon Prova,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

খালি নিবন্ধ

সম্পাদনা

শুভেচ্ছা নিবেন, আমি খেয়াল করেছি আপনি গত কয়েকদিনে আপনি প্রায় ১০০টির উপর খালি নিবন্ধ তৈরি করেছেন। নিবন্ধগুলিতে অমুক (বৈজ্ঞানিক নাম: অমুক) (ইংরেজি: অমুক) হচ্ছে অমুক পরিবারের অমুক গণের একটি স্বাদুপানির মাছ। লাইনটি ছাড়া আর কোন লেখা নেই। আপনি নিশ্চই জানেন, আমরা বর্তমানে বাংলা উইকিতে সম্পূর্ণ নিবন্ধ তৈরির দিকে জোর দিচ্ছি। তাছাড়া খালি নিবন্ধ দ্রুত অপসারণের আওতায় অপসারণযোগ্য। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে এই মুহুর্ত থেকে নতুন করে আর নিবন্ধ না লিখে আগে এই ১০০টি+ এক লাইনের নিবন্ধ অন্তত একটা মোটামুটি পর্যায়ে আনার কাজ শুরু করুন। এই ১০০টি+ নিবন্ধ ঠিক করার পরে নতুন নিবন্ধে হাত দিন। ধন্যবাদ --আফতাব (আলাপ) ১৮:০২, ২৮ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Aftabuzzaman: ভাই, এইমাত্র বাংলাদেশের সবগুলো স্বাদু পানির মাছের নিবন্ধ তৈরি শেষ হলও। গত একমাসের বেশি সময় ধরে কাজটি করতে গিয়ে অসীম ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। কাজের সময় যেসব সমস্যার মুখোমুখি হয়েছি তার ভিতরে প্রধান হচ্ছে মাছগুলোর বাংলা নাম দেবার সমস্যা। নাম দেবার ক্ষেত্রে অন্যজনের সহায়তা নিতে হয়েছে বিধায় দু'দিনে নিবন্ধগুলো এভাবে তৈরি করতে হয়েছে। নিবন্ধগুলোর উন্নতির ব্যাপারে আমি সচেষ্ট থাকব। আমার শুরু করা নিবন্ধগুলো খেয়াল করার জন্য আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে আপনার সুপরামর্শ কাম্য।--Dolon Prova (আলাপ) ১৮:৫৫, ২৮ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

সম্পাদনা
  মৎস্য পদক
বাংলাদেশের মৎস্য সম্পর্কিত নিবন্ধগুলো প্রতিনিয়ত তৈরি করে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধি করার জন্য আমার পক্ষ থেকে আপনাকে এই পদক দেয়া হলো।

ধন্যবাদ-- Shahidul Hasan Roman (আলাপ) ১৩:২১, ১০ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

"Dolon Prova/২০১৭"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।