নিবন্ধের নাম সম্পাদনা

শুভেচ্ছা নিন ভাই। নিবন্ধের শিরোনামে ইউনিয়নের সাথে "পরিষদ" লাগানোর দরকার নেই অর্থাৎ চকরাজাপুর ইউনিয়ন পরিষদ দরকার নেই। আপনি বরং চকরাজাপুর ইউনিয়ন পাতায় সম্পাদনা চালিয়ে যান। তথ্যযোগ করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৯, ২৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

তথ্যযোগ করতে ভুলবেন না সম্পাদনা

আপনি চকরাজাপুর ইউনিয়ন তৈরি করেছিলেন কিন্তু এতে একটি বাক্যও লেখা নেই। দয়া করে তথ্যযোগ করতে ভুলবেন না। একই কথা মনিগ্রাম ইউনিয়ন নিবন্ধের জন্যও। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৩, ২৭ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমি উইকিপিডিয়ায় নতুন! আমাকে সহজভাবে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। Dewan Tirtho (আলাপ) ১৮:০২, ২৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনাকেও অশেষ ধন্যবাদ। চেষ্টা করুন সৃষ্ট নিবন্ধগুলিতে আরও তথ্য যোগ করতে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১৬, ৩০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
উপরের লাইনের অনুরোধটুকু একটু দেখুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪২, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় Dewan Tirtho,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ সম্পাদনা

প্রিয় Dewan Tirtho,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)