ChkmAnirban
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় ChkmAnirban! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৬:৪৯, ২৩ জুলাই ২০১৯ (ইউটিসি) |
সুধী, নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। আপনার উপরের জমা দেওয়া নিবন্ধ আমি পর্যালোচনার তালিকাতে যুক্ত করে দিচ্ছি কারণ অনুবাদ ভালো হয়েছে এবং বেশ অনেকখানি অনুবাদ করেছেন। তবে নিবন্ধটি প্রতিযোগিতায় গৃহীত হতে হলে আপনাকে ইংরেজি পুরো নিবন্ধটি অনুবাদ করতে হবে। দয়া করে প্রতিযোগিতা চলাকালীন সময়ে ইংরেজি পুরো নিবন্ধের অনুবাদ ইন্দো-গ্রীক রাজ্য পাতায় যুক্ত করুন। পাতায় প্রবেশের পর উপরে সম্পাদনা বা উৎস সম্পাদনাতে ক্লিক করে আপনি নতুন অনুদিত অংশ যুক্ত করতে পারবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:২০, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)
ধন্যবাদ
সম্পাদনাউইকিপিডিয়ায় নতুন যোগ দেয়ায় নতুন পাতা বা নিবন্ধন যোগ করা বা সম্পাদনা করার ক্ষেত্রে এর ধরণ ও নিয়মাবলি সম্পর্কে পুরোপুরি ধারণা ছিল। মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর খুব আনন্দ লাগছে জেনে যে আমার অনুবাদ আপনাদের ভাল লেগেছে ও পর্যালোচনার জন্য তালিকাভুক্ত হয়েছে৷ নিবন্ধ অনুবাদ করতে গিয়ে আর সম্পাদনা করতে গিয়ে যে সমস্যার মুখোমুখি হয়েছি তার কারণ হলো মোবাইল ফোনের মাধ্যমে সম্পাদনা করা। বর্তমানে কোন পিসি কাছে না থাকায় মোবাইলের মাধ্যমেই সম্পাদনা করতে হচ্ছে। সামনে অবশ্যই চেষ্টা থাকবে যাবতীয় নিয়মাবলি অনুযায়ী কাজ করার। তবে ভুল ত্রুটি সংশোধনে সবসময় পর্যালোচকদের পাশে পাব বলে আশা রাখছি। ধন্যবাদ ChkmAnirban (আলাপ) ১৭:২০, ৩০ জুলাই ২০১৯ (ইউটিসি)
- নিবন্ধটি কিন্তু এখনো পুরো অনুবাদ করেননি। ১০ অক্টোবরের মধ্যে পুরোটা না করলে কিন্তু প্রতিযোগিতায় এটি গৃহীত হবে না। তবে, বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধটি থাকবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৫৪, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)