বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

অক্টোবর 2019 সম্পাদনা

 
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেয়ার জন্য ভাল কারণ আছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}।  ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৩, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


  • নাহিদ সুলতানের আপত্তিকর অভিযানে আমাকে অনির্দিষ্টকালের জন্য যে বাঁধা সৃষ্টি করা হয়েছে তার জবাবে বলতে চাই, ১) এক আইপি থেকে ১০০ জনের অধিকও পেশাগত কাজে নিয়োজিত থাকতে পারেন। কাজেই এক আইপি থেকে কোন বিশেষ নিবন্ধের উপর আলাপে যাওয়ার অর্থ এই নয় যে, একই ব্যক্তির কাজ তা। ২) নাহিদ সুলতানের যে অভিযান তাঁকে প্রশাসক পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত কে আমলে আনা যায়। কারণ হিসাবে যে জায়গা হতে এমন অনভিপ্রেত অভিজ্ঞতা অর্জন করা হল, আপনারা লক্ষ্য করুন, তিনি কিভাবে বাংলা উইকিপিডিয়ায় প্রশাসক হিসাবে থাকতে পারেন? তিনি যা লিখেন তা বানানে ভুলে থাকে এবং সঠিক করে বাক্য গঠন করা হয় না। ৩) কামরুল হাসান নাসিম নামের যে নিবন্ধ, সে নিবন্ধের পাতা তো আমি প্রশাসক হিসাবে যুক্ত বা সৃষ্টি করতে পারিনি। তাহলে তিনি কেন বলবার দাবী করছেন যে, আমার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য তার আছে। নাহিদ সুলতান প্রশাসক হওয়ার যোগ্যতা হারিয়েছেন। তিনি কোনো রাজনৈতিক দলের কাছ হতে অর্থ নিয়ে কিংবা ব্যক্তি বিশেষের নির্দেশনা অনুযায়ী এই অযাচিত মিশনে নেমেছেন। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো, আমাকে ব্যবহারকারী হিসাবে নয়, প্রশাসক হিসাবে কাজ করার সুযোগ করে দিলে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করবার উদ্যোগে যেতে পারবো। তবে আমার সম্পাদনা করবার জন্য পাতার উপর জ্ঞান অর্জন করতে হবে। এই যেমন চারটি টিল্ডার কথা বলা হচ্ছে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমার সেল ফোনের নিবন্ধিত নম্বর আছে।প্রয়োজনে আমি তা প্রদান করে আমার আইডিকে প্রমাণ করতে পারি। একই সঙ্গে জানাতে চাই, আমি পেশায় একজন সংবাদ কর্মীও বটে। Aysha Akter Arin (আলাপ) ১৫:১০, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)আয়শা আক্তারউত্তর দিন
  • একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করার সময় আমাকে অনির্দিষ্টকালের জন্য বাঁধা প্রদান করে উইকিপিডিয়া তাঁর ক্রেডিবিলিটি হারিয়েছে। যে ছেলেটা( নাহিদ) দুই লাইন শুদ্ধ করে লিখবার ক্ষমতায় বসবাস করে না, তাঁর স্বৈরাচারী সিদ্ধান্তে কেন একটি উল্লেখযোগ্য পর্যায়ের নিবন্ধ অপসারণ করা হবে? অপসারণ করবার পর আবার আমাকে মুক্ত করবার হেতু কি ? অর্থাৎ বাংলা উইকিপিডিয়া গণতান্ত্রিক হতে পারেনি। আমাদের এই দেশের সংবাদ মাধ্যমে পরিচিতি আছে। একজন সংবাদ কর্মী হিসাবে। উইকিপিডিয়াকে বলবো, আমরা বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করবার জন্য প্রশাসক হিসাবে অর্থবহ ভুমিকা রাখতে পারবো। অনতিবিলম্বে নাহিদ সুলতানকে প্রশাসকের দায়িত্ব হতে অব্যাহতি দিন। মনে রাখতে হবে, সারাদেশের প্রায় পাঁচ হাজার ব্যবহারকারী কামরুল হাসান নাসিম নিবন্ধ পুনরায় প্রকাশ করবার অনুরোধে যাবেন। যাদের লেখার হাত শক্তিশালী এবং তাঁরা সকলেই বিদগ্ধশ্রেণির মধ্যে পড়ে। কাজেই কোনো আপোস নেই। এই মেধাহীন নাহিদকে অপসারন করুন, নতুবা বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে যেয়ে সংকট সৃষ্টি হবে। তিনি যা করেছেন তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।