বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

ইদ মোবারক সম্পাদনা

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, ইদ মানেই আশা, ছোট ছোট খুশি। আপনাকে পবিত্র ইদ-উল-আযহার শুভেচ্ছা। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা 1টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় 2টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:২৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভালো অবদান রাখার জন্য ধন্যবাদ!! সম্পাদনা

প্রিয় Ahsan Habib Tamim, আমি আপনার মেন্টর। আপনার অবদানের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি লক্ষ্য করেছি যে আপনি উইকিপিডিয়ায় অবদান রেখে যাচ্ছেন। আমি আশা করি আপনি যুক্ত থাকবেন এবং অবদান রাখা চালিয়ে যাবেন! যেকোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমার আলাপ পাতায় একটি বার্তা পাঠান। শুভেচ্ছা! —শাকিল (আলাপ · অবদান) ১৩:৪১, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। আশা করছি এভাবেই পাশে থেকে সহযোগিতা করে যাবেন। Ahsan Habib Tamim (আলাপ) ১৭:৩৩, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Ahsan Habib Tamim,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

কাকনী মডেল একাডেমী (উ.বি) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

কাকনী মডেল একাডেমী (উ.বি) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কাকনী মডেল একাডেমী (উ.বি) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৮:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন