মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৪:১২, ২২ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পয়জন ডার্ট ব্যাঙ নিবন্ধটি সম্পর্কে সম্পাদনা

  সুপ্রিয় Ahmsloahng, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ১৪ এপ্রিল, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ২০ দিন পূর্বে পয়জন ডার্ট ব্যাঙ নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:

  1. নিবন্ধটির তথ্যসূত্র উদ্ধৃতিদানশৈলী ঠিক নেই

আপনি যা করতে পারেন:

  1. অন্যান্য প্রতিষ্ঠিত নিয়মকানুন অবলম্বন করে উৎসনির্দেশ, পাদটীকা, অথবা বহিঃসংযোগ প্রদানের মাধ্যমে তথ্যসূত্রগুলো আরও পরিষ্কার করে উপস্থাপন করুন

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৭:১১, ৫ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ মোঃ মারুফ হাসান এই ত্রুটিটি তুলে ধরবার জন্য। আমি নির্দিষ্ট তথ্যসূত্রের সাহায্যে এটি ঠিক করে দিয়েছি। Ahmsloahng (আলাপ) ১৪:৫৪, ৫ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নীলকন্ঠ ম্যাকাও নিবন্ধটি সম্পর্কে সম্পাদনা

  সুপ্রিয় Ahmsloahng, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ৬ মে, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৮ দিন পূর্বে নীলকন্ঠ ম্যাকাও নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:

  1. জীববিজ্ঞান বিষয়ক নিবন্ধটি একটি অসম্পূর্ণ নিবন্ধ

আপনি যা করতে পারেন:

  1. উক্ত নিবন্ধে সম্পাদনা করার মাধ্যমে সমস্যাটির সমাধান করুন

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০১:৫৯, ১৫ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আনিয়ানিয়াউ নিবন্ধটি সম্পর্কে সম্পাদনা

  সুপ্রিয় Ahmsloahng, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ৬ মে, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৮ দিন পূর্বে আনিয়ানিয়াউ নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:

  1. নিবন্ধটিতে ভূমিকাংশ অনুপস্থিত
  2. নিবন্ধটি আকারে অনেক ছোট

আপনি যা করতে পারেন:

  1. এতে একটি ভূমিকাংশ যুক্ত করুন। আরও তথ্যের জন্য, দেখুন: ভূমিকাংশ নীতিমালা
  2. নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০২:০১, ১৫ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

শুধুই কি খাদ্যাভ্যাস! সম্পাদনা

সুধী, আমি জানি না আপনি প্রতিটা নিবন্ধে কেনো শুধুমাত্র খাদ্যাভ্যাস বা এ সম্পর্কিত অনুচ্ছেদটি অনুবাদ করছেন। গত কয়েকদিনে আপনার তৈরি করা প্রায় ১৭টি নিবন্ধে এই সমস্যা দেখা যাচ্ছে, একটি আমি সংশোধন করে দিয়েছি। সমস্যাযুক্ত নিবন্ধগুলো হলো:

  1. গ্যালাপাগোস পেঙ্গুইন
  2. বড় নীল বক
  3. বারটেলড গডউইট
  4. মার্কিন উডকক
  5. স্যাণ্ডহিল সারস
  6. কেনটিশ প্লোভার
  7. ডানলিন
  8. বাদামী ক্রিপার
  9. কাঁচিলেজ চুটকি
  10. পিলেটেড কাঠঠোকরা
  11. আকিকিকি (আমি সংশোধন করে ইতিমধ্যে ʻআকিকিকি নামে প্রকাশ করেছি, উদাহরণ হিসাবে এটি দেখতে পারেন)
  12. আনিয়ানিয়াউ
  13. কিউবার এমেরাল্ড
  14. নীলকন্ঠ ম্যাকাও
  15. ইস্টার্ন ক্রেস্টেড বেরিপেকার
  16. হুডেড পিটোহুই
  17. সোনালী পয়জন ব্যাঙ
  18. পয়জন ডার্ট ব্যাঙ

দয়া করে যেসব নিবন্ধে ভূমিকাংশও অনুপস্থিত, সেগুলোতে ভূমিকাংশ যোগ করার মাধ্যমে নিবন্ধগুলোর মানোন্নয়ন করুন। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:০২, ১৬ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সুধী,একটি ওয়েবপেজে আমি বিভিন্ন পাখির খাদ্যান্বেষণের পদ্ধতি, খাবার তালিকা প্রভৃতি নতুন তথ্য পেয়েছিলাম। সেগুলো উইকিপিডিয়ার বাংলা পাতায় আপডেট করাই আমার উদ্দেশ্য ছিল, কিন্তু সেগুলোর বাংলায় কোনো পাতার অস্তিত্ব না থাকায় চেয়েছিলাম অন্তত খাদ্য ধারণা নিয়ে পাতাগুলো তৈরী করে রাখতে এবং ভবিষ্যতে সকলে আমার মতোই নতুন তথ্যের সাহায্য সেগুলো সম্প্রসারণ করবে ও আপডেট করবে। হ্যাঁ আমি জানি আংশিক অনুবাদ করেছি, তাড়াতাড়ি সেগুলো করার জন্য এমন করতে হয়েছে। মানোন্নয়নের জন্য আমার সময় প্রয়োজন, ধীরে ধীরে আমি তা করতে পারব। Ahmsloahng (আলাপ) ১৪:১৫, ১৬ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
সুধী, হয়ত উপরোক্ত সমস্যাগুলো ঠিক করে মানোন্নয়নে অনেক সময় লাগবে সেক্ষেত্রে অসম্পূর্ণ পেজ রূপে অপসারণ করার প্রয়োজন হলে অপসারণ করতে পারেন। আমি নিশ্চ‌ই চেষ্টা করব আমার সাধ্যমতো ভবিষ্যতে সঠিক ভাবে পূর্ণ অনুবাদ করার। Ahmsloahng (আলাপ) ১৪:৪৯, ১৬ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
সুধী, আপনার উদ্যোগটি খুবই ভালো। কিন্তু এটিও বাস্তব যে বাংলা উইকিপিডিয়ায় লোকবল খুবই কম, তাই আপনার তৈরি সংক্ষিপ্ত নিবন্ধগুলো সম্প্রসারণের অভাবে এভাবে পড়ে থাকার সম্ভাবনাই বেশি, যদি না আপনি এগুলো সম্প্রসারণ করেন। কোনো নিবন্ধ তৈরির সময় অনুগ্রহ করে ইংরেজি থেকে অন্তত সূচনাংশ ও প্রয়োজনীয় অংশটুকু অনুবাদ করার অনুরোধ রাখছি। আপনি যে ওয়েবসাইট থেকে কাজ করছেন, সেটিকে বুকমার্ক করে রাখতে পারেন, যাতে প্রয়োজনমতো সেখান থেকে তথ্য নিতে পারেন। এছাড়া, এদের ভালো নাম আছে কি-না সেটিও খুঁজে বের করা যায়। আমি প্রাণী ও উদ্ভিদ প্রজাতির নিবন্ধ নিয়ে আগেও কাজ করেছি, কাজেই যেকোনো আপনি আমাকে বিনাদ্বিধায় আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। আমি আপনাকে এই সংক্রান্ত কাজে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব। শুভকামনা। উইকিপিডিয়ার সাথে আপনার যাত্রা শুভ হোক! — আদিভাইআলাপ১৯:৩৫, ১৬ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কেনটিশ প্লোভার নিবন্ধটি সম্পর্কে সম্পাদনা

  সুপ্রিয় Ahmsloahng, আমি Tanbiruzzaman। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ১০ মে, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৮ দিন পূর্বে কেনটিশ প্লোভার নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:

  1. নিবন্ধটিতে ভূমিকাংশ অনুপস্থিত
  2. নিবন্ধটি আকারে অনেক ছোট
  3. নিবন্ধটি অন্য কোন নিবন্ধটির সাথে সংযুক্ত নেই। অর্থাৎ এটি একটি অনাথ নিবন্ধ

আপনি যা করতে পারেন:

  1. এতে একটি ভূমিকাংশ যুক্ত করুন। আরও তথ্যের জন্য, দেখুন: ভূমিকাংশ নীতিমালা
  2. নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে
  3. এই পাতাটি এর সম্পর্কিত নিবন্ধসমূহের সাথে সংযোগ করুন

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। → Tanbiruzzaman 💬 ২০:৫৮, ১৮ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বারটেলড গডউইট নিবন্ধটি সম্পর্কে সম্পাদনা

  সুপ্রিয় Ahmsloahng, আমি Tanbiruzzaman। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ১৩ মে, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ১০ দিন পূর্বে বারটেলড গডউইট নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:

  1. নিবন্ধটিতে ভূমিকাংশ অনুপস্থিত
  2. নিবন্ধটি আকারে অনেক ছোট

আপনি যা করতে পারেন:

  1. এতে একটি ভূমিকাংশ যুক্ত করুন। আরও তথ্যের জন্য, দেখুন: ভূমিকাংশ নীতিমালা
  2. নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। → Tanbiruzzaman 💬 ২২:৩০, ২৩ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কেনটিশ প্লোভার নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

কেনটিশ প্লোভার নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কেনটিশ প্লোভার পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মোঃ মারুফ হাসান (আলাপ) ০২:৫৩, ২৮ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Ahmsloahng,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন