বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:৩৫, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী পাতায় বিশ্বকোষীয় তথ্য সম্পাদনা

পরামর্শ: আপনার ব্যবহারকারী পাতায় আপন ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ড নিয়ে লিখছেন, কিন্তু সবচেয়ে ভালো হয় এই লেখাগুলো যদি আপনি আপনার ব্যবহারকারী পাতায় না রেখে একটা উপপাতা বানিয়ে তাতে রাখেন। যেমন ব্যবহারকারী:Adrian r55/খেলাঘর। -- Aishik Rehman   ১১:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ধন্যবাদ। আমি খসড়া করার উপায় খুঁজে পাচ্ছিলাম না। তাই এরকমভাবে করেছিলাম।
এরকম একাধিক পাতা কি তৈরি করা যাবে? Adrian r55 (আলাপ) ১১:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Adrian r55 আপনি এরকম একাধিক পাতা তৈরি করতে পারবেন, কোন সমস্যা নেই। খেলাঘর পাতা ছাড়াও যেকোন নামে তৈরি করতে পারবেন। যেমন: ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ড নিয়ে যখন খসড়া করবেন সেটা ব্যবহারকারী:Adrian r55/ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ড নামে বানাতে পারেন, কাজ শেষ হলে সেটার নাম বদলানো যাবে। কিংবা আপনি একই সঙ্গে খেলঘার১, খেলাঘর২ এভাবেও বানাতে পারেন। উদাহরণস্বরূপ দেখুন আমার উপপাতাগুলো। -- Aishik Rehman   ১১:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে অসংখ্য ধন্যবাদ। Adrian r55 (আলাপ) ১১:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Adrian r55 আচ্ছা, ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ড নামে তো ইতোমধ্যে নিবন্ধ আছে সেটি নিয়ে আবার খসড়া করার তো প্রয়োজন নেই। আপনি আরও বড় ভুল করেছেন, ধরে নিচ্ছি না বুঝেই করেছেন। সেটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ড নিবন্ধ থেকে সবকিছু মুছে দিয়ে "স্বাগতম" লিখে দিয়েছেন। এটা ঠিক নয়, নিয়ম বহির্ভূত। আপনি আপনার নিজের উপপাতায় ইচ্ছেমত কিছু করতে পারেবন, কিন্তু মূল নিবন্ধে গিয়ে এগুলো করবেন না। -- Aishik Rehman   ১২:০০, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ব্যবহারকারী পাতা থেকে মুছতে গিয়ে ভুলে নিবন্ধ থেকে মুছে ফেলেছি। Adrian r55 (আলাপ) ১২:০১, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Adrian r55 আমি বুঝতে পারছি, নতুন অবস্থায় এরকম ভুল হতে পারে। আস্তে আস্তে সব বুঝে যাবেন। আপনি চাইলে আমি আপনাকে কোন একটি নিবন্ধ অনুবাদের পরামর্শ দিতে পারি, প্রয়োজনে সেটির শুরু থেকে শেষ অবধি সহযোগিতা করতেও সমস্যা হবে না। -- Aishik Rehman   ১২:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ।
আমি উপরোক্ত ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড নিবন্ধে কিছু ভুল অনুবাদ থাকায় সেটি নিয়ে কাজ শুরু করেছিলাম। কোন সমস্যা হলে আপনাকে বিরক্ত করার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। Adrian r55 (আলাপ) ১২:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Adrian r55 বিরক্ত হইনি মোটেও। আপনি অনুবাদ ঠিক করার কাজ চালিয়ে যান। যদি কখনও সাহায্যের প্রয়োজন হয় বলবেন। আরও একটি পরামর্শ, যখন কারও বার্তার উত্তর দিবেন, আপনার উচিত হবে তাকে মেনশন করা। কারণ মেনশন না করলে সে তো জানতেই পারবে না যে আপনি তাকে উত্তর দিয়েছেন। মেনশন করলে তার কাছে একটি নোটিফিকেশন যাবে। মেনশন করার পদ্ধতি হল: {{উ|যাকে মেনশন করতে চাচ্ছেন তার নাম}}, যেমন আমাকে মেনশন করতে হলে লিখতে হবে {{উ|Aishik Rehman}}। নামের বানান ভুল করলে কিন্তু নোটিফিকেশন যাবে না। -- Aishik Rehman   ১২:১৬, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
{{উ|Aishik Rehman}}, ধন্যবাদ। Adrian r55 (আলাপ) ১২:২০, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman: কপি পেস্ট করার পর কাজ হয়েছে। প্রথমবার কাজ করলো না কেন বুঝলাম না। Adrian r55 (আলাপ) ১২:২২, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Adrian r55 এইতো হয়েছে, আমি নোটিফিকেশন পেয়েই এলাম এবার। প্রথমবার আপনি <nowiki> দিয়েছিলেন, যখন কোন লেখার শুরুতে এবং শেষে <nowiki> দিবেন তখন সেটা উইকিপিডিয়ার মার্কআপ অনুযায়ী রেন্ডার হবে না। যেমন, উইকিপিডিয়াতে কোন লেখা বোল্ড করতে আমরা শুরুতে ও শেষ তিনটা ' চিহ্ন দেই, কিন্তু আপনি যদি <nowiki> দিয়ে তারপর তিনটা ' দেন, তখন সেটা আর বোল্ড হবে না, কারণ <nowiki> মানে হলো এই লেখাটি উইকিপিডিয়া মার্কআপ না, যেমন আছে তেমন রাখো। -- Aishik Rehman   ১২:২৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman, ধন্যবাদ। <nowiki> তো আমি লিখি নাই, ওটা কিভাবে চলে এসেছিলো, জানি না। কিন্তু, @ চিহ্ন দেওয়ার পর এখন কাজ করছে। আরেকটা কথা জানার ছিলো। এখানে মেসেজের শেষে সময় আসে ইউটিসিতে, এটা কি বাংলাদেশের সময়ে আনা যায় না? Adrian r55 (আলাপ) ১৪:২৮, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Adrian r55 বাংলাদেশের সময়ে দেখানোর কিছু অ্যাডভান্সড উপায় আছে। কিন্তু তাতে সমস্যার সৃষ্টি হবে। বরং যেভাবে আছে সেভাবেই চলুক, এটা তেমন কোন বিষয় না। -- Aishik Rehman   ১৪:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman, আচ্ছা। সমস্যা নেই। Adrian r55 (আলাপ) ১৪:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Adrian r55,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন