বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৮:৪৬, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নিরপেক্ষ ভাষা ব্যবহার সম্পাদনা

আপনি সত্যেন্দ্রনাথ বসুকে "আমাদের বাঙালির গর্ব" অভিহিত করেছেন। আমি একমত। তবে উইকিপিডিয়ার প্রবেশদ্বার পুরো বিশ্বের সবার জন্য উন্মুক্ত। তাই আমাদের উচিত নিরপেক্ষ ভাষা ও প্রবন্ধ লেখার সময় থার্ড পার্সন বা তৃতীয় পুরুষ ব্যবহার করা। আপনার প্রবন্ধ সুন্দর ও সাবলীল হয়েছে। তবে আন্তঃসংযোগ ও রেফারেন্সিং-সহ মৌলিক অনেক বিষয় প্রবন্ধে অনুপস্থিত। আমি যখন প্রথম প্রবন্ধ লিখি, আমাকে একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। তাই আপনার ত্রুটি-বিচ্যুতি দূষণীয় কিছু নয়। নিয়মিত অবদান রাখার মধ্য দিয়ে উইকিজগতকে উত্তরোত্তর সমৃদ্ধ করবেন, এই কামনায়, চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১৬:৫২, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক সম্পাদনা

  লক্ষপূরণ পদক
প্রিয় Ad anupam das,
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি)