ইন্টারনেট উৎসব নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

ইন্টারনেট উৎসব নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ইন্টারনেট উৎসব পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি অপসারন করবেন না।

বোধিসত্ত্ব (আলাপ) ১২:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

খুকী ও কাঠবিড়ালি‎ সম্পাদনা

প্রিয় তুর্য, উইকিতে আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমার যদি ভুল না হয় তবে আপনি জিপিহাউজে উইকির কর্মশালায় অংশ নিয়েছিলেন, রাইট? যাইহোক, খুকী ও কাঠবিড়ালি‎ নিবন্ধটি এখান থেকে অপসারণ করতে হবে কারণ, উল্লেখযোগ্য কোন কবিতা, গান বা এই ধরণের যে কোন কিছু না হলে সাধারনত হুবহু উইকিতে যুক্ত করা যায় না। উদ্বাহরণস্বরুপ আপনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিবন্ধটি দেখতে পারেন। উল্লেখযোগ্য হলে সেখানে হুবহু লিরিকস না দিয়ে যথাসম্ভব বর্ণনা লিখতে হয়। এছাড়া, আপনি যদি এরকম কবিতা বা বিভিন্ন রচনা নিয়ে কাজ করতে চান তাহলেও সমস্যা নেই। উইকিসংকলন নামে উইকির আরো একটি প্রকল্প রয়েছে যেখানে এসব রচনা হুবহু দেওয়া যায়, তবে এটুকু অবশ্যই মনে রাখতে হবে যেখানেই যুক্ত করেন লেখা যেন কপিরাইটেড না হয়। নিবন্ধটি অপসারণ করা হলে আশা করি দমে যাবেন না। প্রথম প্রথম এরকম একটু হ্য়ই, সমস্যা নেই। ঠিক হয়ে যাবে। উইকি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি এই পাতার উপরের দিকে স্বাগতম বার্তার লিংকগুলো ঘেটে দেখতে পারেন। এছাড়া যেকোন সমস্যায় আপনি আমার আলাপ পাতায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)উত্তর দিন