ইচ্ছে ঘুড়ির বাংলায় বিচরণ সম্পাদনা

সকল প্রকার নিরাপত্তার কথা ভেবে “ইচ্ছে ঘুড়ির বাংলায় বিচরণ” গ্রুপের সকল কার্যক্রম এডমিন ও মডারেটর প্যানেলের আওতাধীন রাখা হলো । তবে চাইলেই সকল সদস্য বৃন্দ গ্রুপে পোস্ট এবং সকল প্রকার মতামত প্রদান করতে পারবেন তবে কিছু নিয়ম নীতি মেনে।

১. গ্রুপে কোন রাজনৈতিক ব্যাক্তি বা দল এবং বানিজ্যিক কোন বিষয় সম্পর্কিত পোস্ট করা যাবে না।

২. “ইচ্ছে ঘুড়ির বাংলায় বিচরণ” ব্যাতিত অন্য কোন গ্রুপ কিংবা কোম্পানীর পেজ, ইভেন্ট, অফার বা বাণিজ্যিক কোন কার্যক্রম গ্রুপে শেয়ার করা যাবে না।

৩. ধর্ম, বর্ণ, জাতি, কোন মানুষ কিংবা অন্য কোন প্রতিষ্ঠানকে আঘাত করে, এমন কিছু গ্রুপে লিখা বা শেয়ার করা যাবে না।

৪. এক সাথে ৫টি ছবি আপলোড করতে পারবেন। যথা সম্ভব প্রতিটি ছবিতে আলাদা করে ক্যাপশন দিতে হবে। ছবি আপলোড করার সাথে সেই ভ্রমণ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা দিবেন।

৫. কারো জন্মদিন, মৃত্যু বার্ষিকী নিয়ে গ্রুপে কোন পোষ্ট করবেন না। এ নিয়ম এই গ্রুপের এডমিনদের থেকে শুরু করে সকলের উপর প্রযোজ্য।

৬. ভ্রমণ সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য গ্রুপে পোস্ট করুন, কিংবা তথ্য শেয়ার করুন গ্রুপে যেনো অন্যরাও জানতে পারে।

৭. এই গ্রুপের পার্টি হলে গ্রুপে পোস্ট করবেন না। কেবল ভ্রমণ এবং ভ্রমণ সংক্রান্ত পোস্ট যা মানুষকে ভ্রমণে উৎসাহী করে তেমন তথ্য পূর্ণ পোস্ট শেয়ার করা যাবে।

৮. কোন স্থান সম্পর্কে আপনার জানা শোনা ভাল থাকলে আপনি সেখানকার সব রকম তথ্য নিয়ে গ্রুপে ডক ফাইল তৈরি করতে পারেন, যেন আপনার দেয়া তথ্য নিয়ে যে কেউ সহজে সেখানে যেতে পারে।

৯. নিজেদের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে নিয়মিত পোষ্ট করতে পারবেন। ভ্রমণে গিয়ে কি ভাল লেগেছিল, কি বিপদে পড়েছিলেন কিংবা কোন কোন কাজ গুলো বিপজ্জনক হতে পারে, এই সম্পর্কিত ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লিখতে পারেন গ্রুপে। এতে অন্যরা ভ্রমণে উৎসাহী হয়, সেই সাথে আগে থেকে সাবধান থাকতে পারে।

১০. পোস্ট বা কমেন্ট করার ক্ষেত্রে নিজের মাতৃভাষাকে সম্মান দিন এবং যত সম্ভব অন্য ভাষাকে এড়িয়ে চলুন। তবে আঞ্চলিকতা বৈধ বলে গন্য হবে।

আমাদের ফেসবুক গ্রুপ ইচ্ছে ঘুড়ির বাংলায় বিচরণ