বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

ফারহানআলাপ ০৬:৫৭, ১০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

গৌতম বুদ্ধ নিবন্ধ সম্পাদনা

আপনাকে আমার সম্পাদনা বাতিল করার আগে আলোচনা করতে বলা হয়েছে। পারলে নিবন্ধের আলোচনা পাতায় আলোচনা করুন। Usoejw9 (আলাপ) ১৭:০১, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ওই নিবন্ধে সম্পাদনা করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও আপনি সম্পাদনা করেছেন। আলাপ পাতাসমূহ পড়ে দেখলো সবকিছু। নিজে যাচাই করলাম। তারপর বাতিল করেছি। স্রষ্টা (আলাপ) ১৭:১৮, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@স্রষ্টা আমাকে কি করা হয়েছে বা হয়নি সেটা আপনার দেখার বিষয় না। একটি উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস কোনো কারণ ছাড়াই বাতিল করা ঠিক না। কারণটি আলোচনা করবেন।
Usoejw9 (আলাপ) ১৭:৪৪, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি কি দেখব না দেখব তা আপনাকে উত্তর দিতে বাধ্য নয়। বড় বড় কথা বলার আগে নিজের দেয়া সূত্র নিজে একবার যাচাই করুন। পুনরায় এই ধরনের ধ্বংসপ্রবণতা করা হলে পদক্ষেপ নেওয়া হবে। তাই আলোচনা না করে সম্পাদনা করবেন না। মনে থাকে যেন। স্রষ্টা (আলাপ) ১৭:৫৫, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@স্রষ্টা আপনাকে কারণ তবুও এখানে উল্লেখ করতে হবে। "নিজের দেয়া সূত্র নিজে একবার যাচাই করুন" এই একই কথাটি আমি ওই দুই সম্পাদককে বলতে বলতে হাপিয়ে গিয়েছিলাম পূর্ববর্তী আলোচনায়। সুতরাং, আপনি নিজে এর ব্যাখ্যা না করলে আমার সম্পাদনা বাতিল করবেন না। কারণ বিষয়টি হিন্দুধর্ম নিয়ে।
Usoejw9 (আলাপ) ১৮:০০, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
নিজের মতো তথ্য দিয়ে সম্পাদনা করা থেকে বিরত থাকুন। বিষয় হিন্দুধর্ম হোক বা না হোক নিবন্ধ ভগবান বুদ্ধ সম্পর্কে। তাই কোনো ধ্বংসপ্রবণতা প্রতিহত করা হবে। বাকি সম্পাদকদের নিয়ে আমার সাথে আলোচনা করবেন না স্রষ্টা (আলাপ) ১৮:০৪, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@স্রষ্টা করবো না। তবে কারণ ব্যাখ্যা করুন নইলে ধ্বংসপ্রবণতার দায় আপনারই ঘাড়ে পড়বে। আর বিষয়শ্রেণীতে "বিষ্ণুর অবতার" রাখার মীমাংসা অনেক আগেই হয়ে গেছে।
Usoejw9 (আলাপ) ১৮:০৯, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ডিসেম্বর ২০২২ সম্পাদনা

  আপনাকে সকপাপেট্রির জন্য সন্দেহ করা হচ্ছে, এরমানে হলো কেও সন্দেহ করেছে আপনি অবৈধ উদ্দেশ্যে একাধিক উইকিপিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করছেন। সম্পর্কিত প্রমাণ দেখার জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/Josh Katz 12 দেখুন। এই পাতায় প্রতিক্রিয়া জানানোর পূর্বে এই সম্পর্কিত নির্দেশনাবলীর সাথে আপনি পরিচিত কিনা তা নিশ্চিত হয়ে নিন। আপনাকে ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:০৭, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন