বাংলা উইকিপিডিয়ায় স্বাগত! সম্পাদনা

Prince ovy (আলাপ) ১২:৫৩, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এপ্রিল 2022 সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগত, আমি Prince ovy। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি চন্দ্রগুপ্ত মৌর্য্য-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেকোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ Prince ovy (আলাপ) ১২:৫৫, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আলাপ পাতা থেকে কোন ধরণের বার্তা মুছবেননা। ~ নাহিয়ান আলাপ ০৩:৪৪, ২০ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মহাভারত সম্পাদনা

আপনি যদি মনে করেন মহাভারত নিবন্ধটিতে ভুল রয়েছে, তবে সেই সম্বন্ধে নিবন্ধটির আলোচনা পাতায় আপনার আলোচনা যুক্ত করতে পারেন। আলোচনা পূর্বক ভুলত্রুটি সংশোধন করে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে নিবন্ধটির মান উন্নয়নে আপনার সহয়তা কামনা করি। আপনার সম্পাদনা শুভ হোক। --রবিন সাহা ১৩:৫৩, ৩ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প হিন্দুধর্মে আমন্ত্রণ সম্পাদনা

রবিন সাহা ০৩:১৬, ৩০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@রবিন সাহা আমি অংশগ্রহণে আগ্রহী। Usoejw9 (আলাপ) ০৪:২৬, ৩০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
প্রকল্পের অংশগ্রহণকারীদের সদস্য তালিকাভুক্ত করা হয়েছে। নির্দ্বিধায় আপনার নাম যোগ করুন। আপনি এই প্রকল্পে অন্যান্য ব্যবহারকারীদের আমন্ত্রণ জানাতে {{উইকিপ্রকল্প হিন্দুধর্মে আমন্ত্রণ}} টেমপ্লেট ব্যবহার করতে পারেন।
সদস্য হতে দেখুন: উইকিপিডিয়া:উইকিপ্রকল্প হিন্দুধর্ম/সদস্য রবিন সাহা ০৫:০২, ৩০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পশুবলি (হিন্দু দর্শন) সম্পাদনা

দাদা আপনি যে তথ্য দিয়েছেন, সেখানে কোন তথ্য নেই। তাছাড়া আমি এই নিবন্ধটির অনুবাদ প্রথম করেছিলাম। ইংরেজি উইকি পাতাটি আপডেট করেছে। আমি সেটার অনুবাদ করছি। বিরক্ত করছেন কেন? ইংরেজি নিবন্ধ দেখুন। Gc Ray (আলাপ) ১১:৩২, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Gc Ray আপনি কোন তথ্যের কথা উল্লেখ করেছেন, তা বলুন। এভাবে লেখলে বুঝা যায় না।
আপনি কোনো নিবন্ধের কাজ যদি চলমান রাখেন, তবে আপনার খেলাঘর পাতাটি ব্যবহার করবেন। মূল নিবন্ধে যে কেউই পরিবর্তন করার অধিকার রাখে। এর জন্য তাকে বাধা দিতে পারেন না।
-- রবিন সাহা ০৭:৩৮, ১৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

একটি পোস্টের নির্ভর করে কিছু লেখা ঠিক নয়। পোস্টটি বেদের শ্লোক সম্পর্কে তথ্য দেয়নি। Gc Ray (আলাপ) ১১:৪৭, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

কোন পোস্টের কথা বলছেন স্পষ্ট করুন। -- রবিন সাহা ০৭:৪১, ১৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

একজন সম্পর্কে আগে জানবেন, তারপর বিশেষণ যোগ করবেন। ধন্যবাদ। Gc Ray (আলাপ) ১১:৫০, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনি যে তথ্য দিয়েছেন, সেটি

একইভাবে যজুর্বেদে কোনো ধরনের প্রাণী হত্যা নিষিদ্ধ[১] এবং বেদ অনুযায়ী পশুবলি প্রতীকী মাত্র।[২]

উইকিপিডিয়া কর্তৃপক্ষ দেখুক। এই পাতার যথার্থতা কতটুকু। Gc Ray (আলাপ) ১১:৫৩, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Gc Ray আপনি না পেলে আমি কি করব। আর ওখানে সব বুঝি শ্লোকসহ উৎস দেওয়া।

[[১]] এটা মূল পৃষ্ঠা বইটির। এখন আপনি 259 নং পেজ খুঁজে বের করে নিন। Usoejw9 (আলাপ) ১৩:১২, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

দাদা বলি আর হত্যা এক কথা নয়। যেমন মৃত্যু আর আত্মহত্যা এক নয়। Gc Ray (আলাপ) ১৩:৪০, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সেটা আমি জানি। তাই পশুবধ যোগ করেছি। কারণ অনেকে পশুবলিকে যজ্ঞে দেবতাদের উদ্দেশ্যে পশু কোরবানি বা হত্যা করা ভাবে। আর পুরাণ মতে সেটা নিষিদ্ধ। Usoejw9 (আলাপ) ১৪:০১, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

দাদা বেদের শ্লোক নম্বর সহ তথ্য দিয়ে তথ্যসূত্রে যোগ করে দেন। Gc Ray (আলাপ) ১৪:০৩, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

দাদা শিরোনামটা পশুবধ নয় পশুবলি। Gc Ray (আলাপ) ১৪:০৫, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পশুবলি বলতে পশু উৎসর্গ করা বোলায়। Gc Ray (আলাপ) ১৪:০৬, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমি বুঝেছি। কিন্তু আপনি যে পাঠাবলির ছবি যোগ করেছেন সেখানে একটা ছাগলের শিরশ্ছেদ করা হচ্ছে যা পশুবধের একটি অংশ। আপনার কাছে রামায়ণ মহাভারত সময়ে পশুবলির কোনো ছবি থাকলে যোগ করুন যেখানে কোনো প্রাণীর শিরশ্ছেদ করা হচ্ছে না। Usoejw9 (আলাপ) ১৪:১৭, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Gc Ray আপনি এ জিনিসটি ভালোভাবে দেখে তারপর "ছাগল" শব্দটির পাশ থেকে খাদ্যশস্য মুছবেন। [[[৩]]] Usoejw9 (আলাপ) ১৪:৪২, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

কাজ শেষ করার আগে কোন পরিবর্তন করবেন না। Gc Ray (আলাপ) ১৫:৫৮, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমার ট্যাগ সংযোজন করা সত্বেও আপনি বারবার পরিবর্তন করছেন কেন? Gc Ray (আলাপ) ১৬:০০, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

তাহলে সেটা আগে বলুন। বোকার মতো বারবার উইকিপিডিয়া নির্ভরযোগ্য উৎস মুছে ফেলেছেন কেন? Usoejw9 (আলাপ) ১৬:২১, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

দাদা বারবার বোকা শব্দটি ব্যবহার করছেন, এটা ঠিক না। নিজেকে অধিক জ্ঞানী ভাবা বুদ্ধিমানের পরিচয় নয়। Gc Ray (আলাপ) ০৩:৫৮, ১২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আর আপনি যে একটি নির্ভরযোগ্য উৎস বারবার মুছে ফেলছেন সেটা বুঝি খুব বুদ্ধিমানের। মুছে ফেলার আগে বা পরে একবারওতো বললেন না যে আপনি একা সম্পাদনা করতে চান। Usoejw9 (আলাপ) ০৫:৪১, ১২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

দাদা আপনি বারবার একটা বিষয় তুলে আনছেন কেন? আপনার এই লাইনটা প্রাণী হত্যা বা গোমাংস প্রভৃতি নিবন্ধে ঠিক। বলি আর হত্যা এক নয়। পুনরায় আপনি লিখলে কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। Gc Ray (আলাপ) ১২:৫৪, ১২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Gc Ray আপনি যেসব উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস দিয়েছেন সেগুলো কী নিজে ভালো মতে পড়ে দেখেছেন? সেসব উৎসে স্পষ্টভাবে লেখা "animal slaughter" যার অর্থ "পশুবধ"। আর আপনি যজুর্বেদ এর তথ্য বারবার মুছে ফেলছেন কেন? আমারই কর্তৃপক্ষকে জানিয়ে আপনাকে সম্পাদনা করা থেকে রহিত করতে হবে দেখছি। Usoejw9 (আলাপ) ১৪:০৪, ১২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনি কি আমাকে থ্রেট করছেন? Gc Ray (আলাপ) ১৪:০৭, ১২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনি যদি ওভাবে চিন্তা করেন তাহলে সেটা আপনার ব্যাপার। আপনি নিজের দেয়া তথ্যগুলো ভালোভাবে না পড়ে বারবার "পশুবধ" শব্দটি মুছে ফেলছেন। তারপর নির্ভরযোগ্য উৎসসহ দেওয়া যজুর্বেদের শ্লোক মুছে ফেলেছেন। যদি দেখা যায়, তাহলে আপনিই প্রথম আমাকে থ্রেট করেছেন। Usoejw9 (আলাপ) ১৬:৪৩, ১২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র ব্যবহার সম্পাদনা

আপনার তথ্যসূত্র যোগ করার প্রক্রিয়াটি সঠিকভাবে হয় না। দেখুন: সাহায্য:তথ্যসূত্রের সাথে পরিচয় (দৃশ্যমান সম্পাদনা)/২ -- রবিন সাহা ০৬:০০, ১৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@রবিন সাহা তাহলে আপনি সঠিক করে দিন। তাই বলে ব্যবহারকারী Gc Ray বারবার মুছে ফেলবেন? Usoejw9 (আলাপ) ০৬:৪০, ১৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

রবিন সাহা ০৭:৩৩, ১৩ জুন ২০২২ (ইউটিসি) সম্পাদনা

  1. @Usoejw9 আপনি পশুবলি (হিন্দুধর্ম) আলাপ পাতায় আমাকে উল্লেখ করেছেন। আমি প্রশাসক নই। প্রশাসক হিসেবে ব্যবহারকারী:আফতাবুজ্জামান কে উল্লেখ করতে পারেন। যিনি সেখানে আলোচনায় অংশ নিবেন, তখন তাকে উল্লেখ করতে সমস্যা নেই। যেহেতু আমি আলোচনায় আসিনি, আমাকে ঐ পাতায় এভাবে উল্লেখ করা উচিত হয়নি। আমাকে কিছু বলার হলে আমার আলাপ পাতায় বলবেন। নিবন্ধটি নিয়ে যদি আপনার মতামত থাকে, তবে তা ঐ পাতায় যুক্ত করবেন।
  2. ঠিকভাবে সংযোগ না দিলে তা যেকেউ মুছে দিতে পারে। আপনার সংযোগ ঠিক ছিল না বলে Gc Ray যদি মুছে দিয়ে থাকেন, তবে তার দোষ দেওয়া যায় না। আপনাকেই সঠিকভাবে সংযোগ দিতে হবে। আমি আপনার কয়েকটি সূত্র ঠিক করেছিলাম বলে সবাই তা করবে না। রবিন সাহা ০৭:৩৩, ১৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@রবিন সাহা একটি প্রশ্ন। যজুর্বেদ ১২.৩২.৯০ বলতে কি বুঝায়? Usoejw9 (আলাপ) ০৭:৪৬, ১৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট:কুরুবংশ বৃক্ষ সম্পাদনা

@Usoejw9 আসলে এখানে একটা বক্স যোগ করতে গেলে সমস্ত গঠন কাঠামোটা নষ্ট হয়ে পরবে। এটা ঠিক করতে অনেক সময় লাগবে। এর থেকে নতুন একটি তৈরি করা ভাল। আমি একটি বংশবৃক্ষ তৈরি করছি, পুরাণ, মহাভারতে বর্ণিত সমস্ত বর্ণনা উল্লেখ থাকবে। সেখানে বিস্তারিত দেওয়া যেতে পারে। এই টেমপ্লেটা যেমন আছে তেমনি থাক। -- রবিন সাহা ০৫:০৪, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে তাহলেতাই করুন। Usoejw9 (আলাপ) ১১:১৬, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অক্টোবর ২০২২ সম্পাদনা

আসসালামু আলাইকুম, আপনি আমাকে বোকা বলার সাহস কীভাবে করলেন। এ কথার মাধ্যমে আপনার অযোগ্যতা প্রকাশ পায়। আপনার উচিত নয় কাউকে আপনার যোগ্যতার বাইরে গিয়ে অপমান করা। এ কাজের জন্য আপনি উইকিপিডিয়ায় ঘৃণিত। আপনার উচিত আপনার কৃতকাজের জন্য আমার আলাপ পাতায় ক্ষমা চাওয়া। তা না হলে গৌতম বুদ্ধ নিবন্ধে আপনার ধ্বংসপ্রবণতাসমূহকে খুব দ্রুতই অপসারণ করা হবে এবং আপনার বিরুদ্ধে যুদ্ধমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হবে। Rojer Aurther (আলাপ) ১১:০৭, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Rojer Aurther ক্ষমা তখনই চাওয়া হবে যখন আপনি গৌতম বুদ্ধ নিবন্ধের আলোচনা পাতায় আপনি যেসব জিনিস নিবন্ধটি থেকে বাতিল করছেন সেটা নিয়ে প্রথমে আলোচনা করতে রাজি হবেন। কারণ আপনার আলোচনা পাতায় একবার আমি এ বিষয়ে আপনাকে সতর্ক করেছি।
Usoejw9 (আলাপ) ১৩:০৯, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র:

@Rojer Aurther ও @Usoejw9 সুধী, আপনারা একজন অন্যজনের প্রতি আস্থা রাখুন । Rojer Aurther- এর কাছে আমার প্রশ্ন আপনি গৌতম বুদ্ধ নিবন্ধকে কেনো বিষয়শ্রেণী:বিষ্ণুর অবতার থেকে সরাচ্ছেন? আপনার কাছে কি কোনো নির্ভরযোগ্য উৎস রয়েছে ?~ নোমান (আলাপঅবদান) ১৪:০৮, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় নোমান ভাই,
আমি ওনার সম্পাদনা বাতিল করছি ২টি কারণে। যথাঃ
১.তার দেওয়া তথ্যসূত্রগুলো অনির্ভরযোগ্য
২.আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এ বিষয়ে।
আপনি খেয়াল করবেন উনি শুধু অনাকাঙ্ক্ষিত শব্দগুলোই যোগ করছেন। নিবন্ধের উন্নয়ন এ কোনো ভুমিকায় রাখছেন না। Rojer Aurther (আলাপ) ১৫:৪৩, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Rojer Aurther আপনি আপনার প্রমাণ উপস্থাপন করুন। ~ নোমান (আলাপঅবদান) ১৫:৫২, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Rojer Aurther প্রমাণ থাকলে প্রথমে আলোচনা পাতায় আলোচনা করুন। আর যদিও একটা পুরাণ গৌতম বুদ্ধকে বিষ্ণুর অবতার মানে না তবুও অনেক হিন্দুদের বিশ্বাস তিনিই বিষ্ণুর অবতার। সুতরাং, ভেবে সম্পাদনা করবেন। আমি কোনো অনাকাঙ্ক্ষিভাবে সম্পাদনা করিনি।
Usoejw9 (আলাপ) ১৫:৫২, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
তথ্যসূত্র - 1 2
এরপর উল্লেখ করবেন না বুদ্ধ কোনো অবতার। Rojer Aurther (আলাপ) ১৬:১৩, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Rojer Aurther আপনার উৎসগুলো শুধু বৌদ্ধ মতের উপর নির্ভরশীল। আপনার উৎসগুলো নির্ভরযোগ্য নয়। বিস্তারিত জানতে উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস দেখুন। আর অন্যদিকে আমি বলেছি হিন্দুদের মতে যেখানে বৌদ্ধরা ঈশ্বরে বিশ্বাস করেন না।
Usoejw9 (আলাপ) ১৬:২২, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনার গুলো নির্ভর‍্যোগ্য নয়। গৌতম বুদ্ধ বৌদ্ধধর্মের প্রবর্তক। তাই এখানে বৌদ্ধমতই থাকবে। এটা স্বাভাবিক। হিন্দু মত চাইলে হিন্দুধর্মে গৌতম বুদ্ধ নিবন্ধটি দেখুন। Rojer Aurther (আলাপ) ১৬:৩০, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
এক মতের উপর পড়ে থাকলে তাহলে ইংরেজি উইকপিডিয়ায় একই জিনিস থাকতো না। আমার উৎস উইকিপিডিয়ার কোন নিয়ম অনুযায়ী নির্ভরযোগ্য নয় সেটা বলবেন। Usoejw9 (আলাপ) ১৬:৩৫, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

শিষ্টাচার মেনে চলুন সম্পাদনা

ব্যাক্তিগত আক্রমণ পরিহার করুন। দয়া করে শিষ্টাচার বজায় রাখুন। উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা শুভ হোক। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৪:০৭, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। Usoejw9 (আলাপ) ০৪:৪৫, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনার কিছু মন্তব্য আক্রমণাত্মক মনে হয়েছে আমার কাছে। যেমন, “আপনার ক্ষমতা নেই আলোচনা করার।” ; “অন্যের হয়ে সম্পাদনা না করে নিজের চরকায় তেল দিলেই হয়।” বাক্যগুলো আক্রমণাত্মক। সম্ভব হলে নমনীয় হয়ে কথা বলবেন। অন্যথায় নিয়ম লঙ্ঘনজনিত করণে প্রশাসক কর্তৃক আইপি বাধাও দেওয়া হতে পারে।
শিষ্টাচার পাতাটি দেখার অনুরোধ রইল। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ১০:০৬, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়ায় মিলেমিশে কাজ করুন। মতামতের পার্থক্য থাকলেও অপর মতকে ভুল বা মিথ্যা বলা হতে বিরত থাকবেন। কিভাবে কোনো তথ্যের উপস্থাপন উন্নত করা যায়, সেই দিকে নজর রাখবেন। বিপরিত মতকে ধ্বংস করে নয়। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ১০:১১, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin Saha আপনি এসব কথা আগে ওই দুজন সম্পাদককে বলুন। তারা আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করেছেন।
Usoejw9 (আলাপ) ১০:৩০, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
উনারা যদি শিষ্টাচার লঙ্ঘন করে থাকে, তবে উনাদের ক্ষেত্রেও তা প্রযোজ্য। আপনি করেছেন বলেই আপনাকে এখানে বলা। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ১৩:৫৩, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin Saha তাহলে প্রশাসক ইয়াহিয়া ভাই এর আলোচনা পাতায় দেখুন সম্পাদক Josh Katz 12 কি বলেছেন।
Usoejw9 (আলাপ) ১৬:৪৪, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
কিছু বিষয় দেখলাম, আপনি অন্যকে যাচাই করার জন্য বললেন। আপনি তা নিজেও যাচাই করতে পারেন। এবং সেখানে কি বলা হয়েছে, তাও আলোচনায় উল্লেখ করতে পারেন। যদি ভুল থাকে, তবে তা আলোচনায় আনতে পারেন। কেন অন্যকে যাচাইয়ের জন্য বলছেন!! ইংরেজি নিবন্ধে যেসব সূত্র রয়েছে, যারা যোগ করেছেন, তারা যাচাই করেই সূত্রগুলো দিয়েছেন। আর url না থাকলেই তা নির্ভরযোগ্য নয় এমন নয়। ধরুন আপনার কাছে এমন সূত্র আছে, তা ইন্টারনেটে সহজলভ্য নয়, কিন্তু নির্ভরযোগ্য। সেক্ষেত্রে আপনি Url ছাড়াই তা ব্যবহার করতে পারেন।
আমার এই আলোচনাটি দেখতে পারেন। সূত্রে ভুল থাকলেও আমি যেভাবে যাচাই করে সঠিকটা আলোচনায় এনেছি।
ব্যাক্তিগত মতামত, আপনি হয়তো ঝগড়া করতেই বেশি আগ্রহী। কিছু মনে করবেন না। এখানে ঝগড়া করে কোনো ফল হয়না। কিছু বিষয় সহজভাবেও মিমাংসা করা যায়। আলোচনায় উনারা ধৈর্যসহকারেই আপনাকে ভদ্রআচরণের পরামর্শ দিয়েছিলেন। উইকিপিডিয়ায় আপনি হয়তো নতুন। এখানের আচরণগুলো বুঝতে হয়তো সময় লাগবে। সেক্ষেত্রে উইকিপিডিয়া কি, তা বুঝার চেষ্টা করুন। আর আরেকটি বিষয় পরামর্শ দিচ্ছি, যতটুকু প্রয়োজন এখানে তার চেয়ে বেশি কথা না বলা। সেক্ষেত্রে বিবাদ অনেক কমে যাবে। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ০৫:২৩, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin Saha তাদের দেওয়া উৎসগুলো ইংরেজি উইকিপিডিয়ার না। আমি যাচাই করেই দেখেছি। তারা বারবার অকার্যকর উৎস দিচ্ছিলেন। আমার ঝগড়া করার কোনো প্রয়োজন নেই তবে বারবার আলোচনা করার কথা বললে তারা এড়িয়ে যাবেন কেন? Gopal Madan ও Doniger এর উৎস এবং পৃষ্ঠা নম্বরে তাদের দেওয়া তথ্যের কোনো মিল নেই। তারা আমার দেওয়া পৃষ্ঠাই উৎস হিসেবে ব্যবহার করেছেন। এছাড়া তারা অন্য বিশ্বকোষের রেফারেন্স ব্যবহার করছেন। বিশ্বাস না হলে আপনাকে আমি ইমেল করে পাঠাচ্ছি।
Usoejw9 (আলাপ) ০৭:৩৮, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনি নিজেও সূত্রগুলো ঠিক করে দিতে পারতেন। তাতে কেউ বাধা দিতো না। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ০৮:৩৫, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin Saha করেছিলাম। তবে অবতার বিষয়ক কোনো পিডিএফ ফাইল পাই নি।
Usoejw9 (আলাপ) ০৮:৩৭, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin Saha আপনাকে ইমেইল করে কিভাবে ছবি পাঠাবো? তার কোনো অপশন দেখায় না।
Usoejw9 (আলাপ) ০৭:৫১, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়াতে আপনার ইমেইল এড করা থাকলে আমার সাক্ষরের পাশে ইমেইল অপশনটিতে ক্লিক করুন। অন্যথায় robinsaha3128@gmail.com Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ০৮:১২, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin Saha আশা করি আমার ইমেইলগুলো পেয়েছেন। একই ভুল আমিও করেছিলাম। তবে আমি শুধু url যোগ করেছিলাম পশুবলি নিবন্ধে। যখন আমি বললাম যে Gc Ray ঠিক করে দিতে পারলেন না উৎসটি তখন আপনিই বলেছিলেন যে সবাই অন্যের হয়ে উৎস সম্পাদনা করবে না।
Usoejw9 (আলাপ) ০৯:৩২, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমার পরামর্শ হচ্ছে, যদি আপনার চোখে ত্রুটি ধরা পরে, তবে সেটা নিজে থেকে ঠিক করে দিবেন, অথবা ত্রুটিটি ঠিক কোথায়, তা জানিয়ে পরিবর্তনের জন্য কাওকে অনুরোধ করতে পারেন। আপনার অনেক ত্রুটি আমি ঠিক করেছি। আমার ত্রুটি অন্য কেউ ঠিক করেছে। এমন হয়, তবে সবাই করবে এমন নয়। অর্থাৎ কারও আসায় থাকা উচিত নয়। নিজেরটা নিজেরই ঠিক করা উচিত, তা বুঝাতে আমি তখন সে কথা বলেছিলাম।
উনি হয়তো ভুলবসত সূত্রগুলো ঠিকঠাক দিতে পারেননি। সেটা তাকে ভাল করে বুঝালেই হতো। উনি আপনার কথা হয়তো বুঝতে পারেননি। আমি ভেবেছিলাম আপনি বলছেন সুত্রে যা আছে তা ভুল। কিন্তু পরে বুঝতে পারলাম আপনি উইকি সংযোগের কথা বলছেন। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ১১:৫৬, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin Saha আমি পরে তাকে তার ইমেইল এড্রেস দিতেও বলেছিলাম। কিন্তু তিনি দেন নি। দিলে আপনাকে যেভাবে আমি ছবিসহ বোঝালাম সেভাবে বোঝাতে পারতাম।
Usoejw9 (আলাপ) ১২:০৩, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সুভাস কাকের রেফারেন্সটা ইমেলে দিতে পারবেন? Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ১২:০৬, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin Saha তার উৎস নিবন্ধের আলোচনা পাতায় দেওয়া আপনি academia.edu এর ওয়েবসাইট থেকে পড়তে পারবেন। আমি আপনাকে আরেকটি পিডিএফ দিচ্ছি যেখানে একই কথা লেখা কিন্তু একটু ভিন্নভাবে।
Usoejw9 (আলাপ) ১২:৪৩, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Robin Saha আমার দেয়া সূত্রগুলো আপনার দেখা হয়েছে? Usoejw9 (আলাপ) ১২:৪২, ২৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে মেইলের একটা রিপ্লাই দিয়েছিলাম। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ১৬:০৪, ২৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin Saha আচ্ছা উত্তর এখানেই দেই। আপনি পিডিএফ ফাইল হয়তো একাউন্ট খুলে ডাউনলোড করতে পারবেন, এছাড়া ওখানে এমনিতেই পড়া যায় নিবন্ধ। আপনি কি তাঁর গবেষণা ইন্টারনেট আর্কাইভে আপলোড করতে চাচ্ছেন?
Usoejw9 (আলাপ) ১৬:৪০, ২৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ইমেইলে আসেন Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ১৬:৫৬, ২৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin Saha আপনাকে পিডিএফ পাঠিয়ে দিয়েছি।
Usoejw9 (আলাপ) ১৭:১২, ২৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin Saha আপনার উৎসগুলো দেখা হয়ে গেলে সম্পাদনাটুকু শেষ করি।
Usoejw9 (আলাপ) ১০:৪০, ২৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

হ্যালো ব্রাদার সম্পাদনা

@Usoejw9:, আপনি কি বৌদ্ধ, যদি বৌদ্ধ হয়ে থাকেন তাহলে কি আপনি এই ব্যাপারে জানেন? যদি জেনে থাকেন তাহলে সম্পাদনা করেন দয়া করে (উক্ত নিবন্ধটিতে)। মাজেদ ল (আলাপ) ০৩:২৭, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@মাজেদ ল সম্পাদনা করার প্রস্তাবের জন্য ধন্যবাদ তবে আমি বৌদ্ধ নই ও ওই বিষয়ে তেমন কিছুই জানি না।
Usoejw9 (আলাপ) ০৭:৪০, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার অনুরোধ সম্পাদনা

গত ৪ ও ৫ তারিখে সম্পাদনা করা হিন্দু-মুসলিম সম্পর্ক#বিজ্ঞ ব্যক্তিবর্গের_অভিমত অনুচ্ছেদটি পড়ে আমার মনে হল, এখানে ত্রুটি রয়েছে। আপনি যদি এ বিষয়ে অভিজ্ঞ হন, তাহলে ভুল ত্রুটি আলোচনা করার জন্য অনুরোধ করছি। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ১১:৫৫, ৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Robin Saha যদিও উৎসটি জিয়াউর রহমান আজমীর বই থেকে নেওয়া তবুও হিন্দু ধর্মের যুগ আর বেদ আর্যদের গ্রন্থ ইত্যাদির ভুল তথ্য দেওয়া। এর জন্য ভালো ব্যক্তিবর্গের বই লাগবে। আর আপনি তাড়াতাড়ি গৌতম বুদ্ধ নিবন্ধে "হিন্দুধর্মে গৌতম বুদ্ধ" সম্পর্কে আলোচনা শেষ করুন।
Usoejw9 (আলাপ) ১৩:৪০, ৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
গৌতম বুদ্ধ নিবন্ধের আলোচনায় আমার কিছু সময় লাগবে। আমি কয়েকটি বই সংগ্রহ করেছি। সেগুলো না পড়ে আমি আলোচনায় এখন আসব না। তার জন্য সময় প্রয়োজন। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ০৩:২৭, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সর্বশেষ সতর্কবার্তা সম্পাদনা

বিভিন্ন পাতায় আপনাকে একাধিকবার আলোচনার ক্ষেত্রে শিষ্টাচার বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যা মেনে চলার আগ্রহ আপনার সাম্প্রতিক মন্তব্যগুলোয় পাওয়া যাচ্ছে না। অনুগ্রহ করে অন্যের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করুন এবং কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। যে কেউ যেকোনো আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আলোচনার পরিবেশ নষ্ট হয় বা অন্য কেউ মনোক্ষুণ্ণ হয় এমন মন্তব্য না করার অনুরোধ করা হলো। এটি আপনার সর্বশেষ সতর্কবার্তা। পরবর্তীতে কোনো সতর্কবার্তা ছাড়াই ব্যবস্থা নেওয়া হতে পারে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:৪১, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Yahya যিনি আমাকে নিয়ে কথা তুলেছেন তাকে দিন এই বার্তা। আমি কোনো শিষ্টাচার ভঙ্গ করিনি।
Usoejw9 (আলাপ) ১৪:১৮, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya আর আপনার বিভিন্ন পাতা শুধুমাত্র এই আলোচনার ক্ষেত্রেই আপনি শিষ্টাচার বজায় রাখার পরামর্শ দিয়েছেন।
Usoejw9 (আলাপ) ১৪:২০, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open সম্পাদনা

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (আলাপ) ১১:২৪, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

(on behalf of the WCI Organizing Committee)

নভেম্বর ২০২২ সম্পাদনা

 
আপনাকে সম্পাদনা করা থেকে 1 week সময়ের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি অন্য সম্পাদকের প্রতি ব্যক্তিগত আক্রমণ করেছেন। যখন এই বাধাদানের সময়সীমা শেষ হবে, তখন আমরা আপনাকে উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করার আহ্বান জানাই। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২১:১৩, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya আপনি বাধাদানের কারণে বলেছেন, "সর্বশেষ সতর্কবার্তার পরও ব্যক্তিগত আক্রমণ ও হয়রানি"। আপনি কি এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করতে পারবেন যে আমি কি কি বলেছি যেগুলো ব্যক্তিগত আক্রমণের মধ্যে পরে?
Usoejw9 (আলাপ) ২১:৩১, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনি অপর একজন ব্যবহারকারীকে উগ্রবাদী বলেছেন, যা আপনি বলতে পারেন না। আর দয়া করে আমার আলাপ পাতায় করা আমার মন্তব্যটিও পড়ুন। আশা করছি, বাঁধাদানের মেয়াদ শেষ হলে গঠনমূলক সম্পাদনা অব্যাহত রাখবেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২১:৪১, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya আর সম্পাদক @Josh Katz 12 এর বিচারটা? আর তাকে উগ্রবাদী বলবো নাতো কি বলবো? আমি আলাদা করে তথ্য যোগ করলেও বাতিল করে দিচ্ছেন তিনি, আলোচনায় আসার অনুরোধ করলে ও উৎসের পিডিএফ চাইলে তা এড়িয়ে যাচ্ছেন। আর শুধুমাত্র ওনাদের ভুল মন মানসিকতার জন্য আমি একটি নিবন্ধ সম্পাদনা বাদ দেবই বা কেন আর আপনি আমাকে বাধাদানই বা করবেন কেন?
Usoejw9 (আলাপ) ২১:৪৫, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya, কিছু ব্যক্তিগত আক্রমণের কিছু উদাহরণ হল:
  1. সরাসরি কাউকে অভিযুক্ত করা, বিশেষত বারবার করলে।
  2. নঞর্থক ব্যক্তিগত মন্তব্য ও "আমি তোমার থেকে ভাল" জাতীয় মন্তব্য, যথা, "আপনি কোনো কাজ ভালভাবে করতে পারেন না।"
  3. জাতিগত, ধর্মীয়, লিঙ্গ-সম্পর্কিত বিদ্বেষমূলক মন্তব্য।
  4. গালাগালি করা।
  5. আইনি ব্যবস্থা নেওয়ার ভয় দেখানো।
  6. দৈহিক ক্ষতি করার ভয় দেখানো।

এসব উদাহরণ অনুযায়ী বিচার করলে ব্যবহারকারী Rojer Aurther বারবার আমাকে আপনার আলাপ পাতায় ও গৌতম বুদ্ধের আলোচনা পাতায় বলেছেন যে "আপনিই সর্বপ্রথম ধ্বংসপ্রবণতা শুরু করেছেন। এখানে মূলত দোষ আপনারই।" যা ১নং উদাহরণকে ফুটিয়ে তোলে। আবার ব্যবহারকারী Josh Katz 12 উনিও একই ভুল অভিযোগ বারবার এনেছেন। এছাড়া উনি আপনারই আলাপ পাতায় আমাকে "নির্বোধ" ও আমার সঙ্গে আলোচনা না করে আমারই বিরুদ্ধে "বৌদ্ধ জাতির অপমান" করার মত খুব জঘন্যতম অভিযোগ এনেছেন যা যথাক্রমে ৪নং এবং ১ ও ৩নং উদাহরণকে ফুটিয়ে তোলে। এছাড়াও আরো ব্যক্তিগত আক্রমণমূলক কথা গৌতম বুদ্ধের আলোচনা পাতা পড়লেই পাবেন। আমাকে ওনাদেরকে "উগ্রবাদী" বলার জন্য সতর্কবার্তা দেওয়া উচিত ছিল আপনার। আপনি আমাকে "সর্বশেষ সতর্কবার্তা" কি কি বলার জন্য দিয়েছেন তা আপনি পরিষ্কার করেন নি। আশা করি, আমার বর্ণনাগুলো বিবেচনা করে ওই দুই ব্যবহারকারীদের ১ সপ্তাহের সম্পাদনায় বাধাদান ও গৌতম বুদ্ধ নিবন্ধ সম্পাদনা করা থেকেও বাধাদান করবেন। Usoejw9 (আলাপ) ২১:৫৯, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আর তাকে উগ্রবাদী বলবো নাতো কি বলবো?

আমার সিদ্ধান্ত যে সঠিক তা এই মন্তব্যই প্রমাণ করে। যে তর্ক আপনি এতোদিন তাদের সাথে করে এসেছেন, সেরকম তর্কে আমি জড়াতে ইচ্ছুক নই। আপনার যদি মনে হয়, আমি ভুল করেছি তাহলে নিয়ম মেনে বাধা অপসারণের আবেদন করুন। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২২:১৬, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Yahya আপনি প্রথম ভুল করেছেন আমাকে নিবন্ধ সম্পাদনা করা থেকে বাধা দিয়ে। সুতরাং, এটা আপনারই দোষ আপনারই বিচার ও কাজ আমাকে তাদের "উগ্রবাদী" বলতে বাধ্য করেছে। আর আমার বিস্তারিত বর্ণনা পড়ে ওই দুই ব্যবহারকারীদেরও বিচার করুন। দেখি আপনি প্রশাসক হিসেবে কতটা যোগ্য।

Usoejw9 (আলাপ) ২২:২৫, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya আর যদি এই বাধার মেয়াদ শেষ হয় আপনি কি ভবিষ্যতে আদৌ আমাকে গৌতম বুদ্ধ নিবন্ধ সম্পাদনা করতে দেবেন? আর ভুল তথ্য বাতিল করতেই হবে যদি সম্পাদনা সাময়িকভাবে স্থগিত থাকে। কারণ বৈশম্পায়ন নিবন্ধটি ভুল তথ্যসহ দেড় বছর ধরে উইকিপিডিয়ায় পড়েছিল। চাইলে সম্পাদনা ইতিহাস দেখতে পারেন নিবন্ধটির। আর, আমি না দেখলে ঐভাবেই পড়ে থাকত।
Usoejw9 (আলাপ) ২২:৪০, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
  • না, বাঁধাদানের মেয়াদ শেষ হলেও এসব নিবন্ধে সম্পাদনাযুদ্ধে জড়াতে পারবেন না;
  • এক মন্তব্যের মধ্যে পরে আবার সম্পাদনা করে আরেকটি মন্তব্য ঢুকিয়ে আলাপ পাতা পড়তে আসা পাঠকদের বিভ্রান্ত করবেন না;
  • যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, সর্বশেষ সতর্কবার্তা দেওয়ার পর উনি আর একই কাজ করেন নাই, যেসব উদ্ধৃতি দিয়েছেন সেসব সম্পর্কে আমি ইতোমধ্যে জ্ঞাত;
  • আপনার মন্তব্যে মনে হচ্ছে আপনি এখনও আপনার ভুল বুঝতে পারছেন না এবং আমাকেও তাচ্ছিল্য করছেন, যদি নিজের বাঁধা অপসারণ ব্যতিরেকে অন্য কোনো অপ্রাসঙ্গিক মন্তব্য এই থ্রেডে করে সময় নষ্ট করেন তাহলে আলাপ পাতার অ্যাক্সেসও উঠিয়ে নেওয়া + বাঁধার মেয়াদ পরিবর্তন করা হতে পারে।
বিষয়টি আমলে নেওয়ার জন্য অগ্রীম ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০০:০২, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya যার বিরুদ্ধে না। আপনি ভালোভাবে পড়েন নি হয়তো।
  1. আমি ব্যবহারকারী "Josh Katz 12" এর কথা বলেছি যাকে আপনি কোনো সতর্কবার্তা দেন নি।
  2. আমি এক মন্তব্যে অন্য মন্তব্য ঢুকাই নি।
  3. আপনি কাকে বলছেন যে সম্পাদনা যুদ্ধে জড়াতে পারবেন না? আমি কখন সম্পাদনা যুদ্ধ শুরু করলাম?
  4. আপনি "Josh Katz 12" এর করা অপমানজনক মন্তব্যগুলো নিয়ে জ্ঞাত হলে তাকে সম্পাদনায় বাধাদান করেন নি কেন?
  5. আর আপনি কি শুধু আমাকেই গৌতম বুদ্ধ নিবন্ধ সম্পাদনা করা থেকে বাধা দিয়েছেন নাকি "Josh Katz 12" ও "Rojer Aurther" এনাদেরকেও বাধা দিয়েছেন?
Usoejw9 (আলাপ) ০৫:৫৩, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline সম্পাদনা

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (আলাপ) ১৬:২১, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

On Behalf of, WCI 2023 Core organizing team.

ডিসেম্বর ২০২২ সম্পাদনা

 
You have been blocked indefinitely from editing certain pages (গৌতম বুদ্ধ) for সর্বশেষ বাঁধাদানের পর আবারও সম্পাদনা যুদ্ধ.
During a dispute, you should first try to discuss controversial changes and seek consensus. If that proves unsuccessful, you are encouraged to seek dispute resolution, and in some cases it may be appropriate to request page protection.
If you think there are good reasons for being unblocked, please read the guide to appealing blocks, then add the following text below the block notice on your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:১৬, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya আপনি কি আপনার ক্ষমতার ভুল ব্যবহার করছেন? আমি সম্পাদনা যুদ্ধ কিভাবে করলাম? যিনি বারবার সম্পাদনা বাতিল করছেন তাকে কিছু না বলে শুধু আমাকে দোষ দেওয়া? আপনি দয়া করে আমাকে গৌতম বুদ্ধ নিবন্ধ সম্পাদনা করা থেকে বাধাদান থেকে মুক্ত করুন। আমি আপনাকে অনেক উদাহরণ দিয়েছি যে অন্যান্য নিবন্ধও। আলোচনায় বারবার বলা হয়েছে যে উৎসগুলো না ইংরেজি উইকিপিডিয়া থেকে নেওয়া না এর ভেতরে নিবন্ধে উল্লেখিত তথ্য আছে। আপনি সর্বশেষ বাধাদান করেছেন অন্যের প্রতি আমার "হয়রানি" এর জন্য যেটা আমি মেনে নিয়েছি আর কাউকে ব্যাক্তিগত আক্রমণ করিনি।
Usoejw9 (আলাপ) ১৯:৩৭, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আফতাব ভাইয়ের আলাপ পাতার উত্তরও এখানে দিচ্ছি। অন্যদের ব্যাপারে এখানে সক পাপেট্রি পাতা খোলা হয়েছে। আপনাকে ওই নিবন্ধে আর কারো সম্পাদনা বাতিল না করতে একাধিকবার বলা হয়েছে। যেহেতু আগে একাধিকবার বাঁধাপ্রাপ্ত হয়েছেন, তাই এবারে সম্পূর্ণ বাঁধাও দেওয়া হতে পারতো। কিন্তু আমি আপনাকে এখনও সম্পাদনা করতে দিতে আগ্রহী। আবারও অনুরোধ করছি, পরবর্তীতে কোনো নিবন্ধে আর এরকমটা করবেন না। আর আপনার বার্তায় মনে হচ্ছে আপনি এখনও সম্পাদনা যুদ্ধ কী তা বুঝতে পারছেন না। অনুগ্রহ করে লিংকের পাতাটি পড়ুন। আগেই বলে রাখছি, এই বার্তার উত্তরে কোনো অপ্রাসঙ্গিক কিছু আনবেন না। আর নিচের আবেদনের ব্যাপারে নিচে মন্তব্য করছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:৫৫, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ভাই, আমি জানি সম্পাদনা যুদ্ধ কি। কিন্তু আপনার "একাধিকবার বাধা" এর মধ্যে প্রথমবার সীমিত সময়ের জন্য গৌতম বুদ্ধ নিবন্ধ থেকে যে বাধা দিয়েছেন তা ছিল আপনার ভুল বিবেচনা। আমি ২ মাস ধরে সম্পাদনা যুদ্ধ ছাড়া আলোচনা করে গেছি। সম্পাদকদের পিডিএফ ফাইল দিতে অনুরোধ করছি যেটা তারা এড়িয়ে গেছেন। Robin Saha দুইবার করে ব্যাখ্যা দিয়েছেন যে বাক্যের সাথে উৎসের মিল নেই ও উৎসগুলো ইংরেজি উইকিপিডিয়া থেকে না। আপনি বারবার "শুধুই আমাকে" দোষ দিচ্ছেন কেন? এই সকপাপেট সন্দেহ অনেক আগেই হয়েছিল আমার আর এতদিন পরে আপনি এটা টের পেয়েছেন? তাও আবার আমাকে ব্লক করেছেন অন্যের ভুলের জন্য?
Usoejw9 (আলাপ) ২০:০২, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনি টের পেলে আপনার তদন্ত পাতা খোলা উচিত ছিল। আমি আজ সুস্পষ্ট প্রমাণ পেয়েছি বিধায় তদন্ত শুরু করেছি। আর অন্যের অপরাধে আপনাকে বাঁধা দেওয়া হয় নাই। আপনি বার বার অন্যের সম্পাদনা বাতিল করেছেন যা 3RR নিয়ম লঙ্ঘন করে। কারো সম্পাদনা ভুল মনে হলে নীতিমালা ভঙ্গ না করে অন্য ব্যবহারকারীকে অনুরোধ করতে পারেন কিংবা সুরক্ষার অনুরোধও করতে পারেন। কেউ আগ্রহী না হলে এড়িয়ে যান এবং অন্য নিবন্ধে সম্পাদনা করুন। উইকিপিডিয়ায় এই নিবন্ধ ছাড়াও লাখের বেশি নিবন্ধ আছে। কিন্তু আপনি নিয়ম ভঙ্গ করতে পারেন না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২০:১২, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya এই কথাটি আগে বলেননি কেন? আমি জানতাম না যে প্রশাসক ছাড়া অন্য সম্পাদক সকপাপেট সন্দেহ পাতা খুলতে পারে। এটি আপনার বুঝিয়ে দেওয়া উচিত ছিল। আমি অন্যের সম্পাদনা "বাতিল" করিনি। বরং সেই ব্যবহারকারী আমার সম্পাদনা বাতিল করছেন কোনো সারাংশ ছাড়া। তার আলাপ পাতায় আলোচনা করতে বলা হলে কারণ দিয়েছেন আমাকে বলে নিবন্ধটি সম্পাদনা করা থেকে বাধা দেওয়া হয়েছে তাই করেছেন। আর আমি আফতাব ভাইয়ের পাতায় আলোচনা ছাড়া বারবার সম্পাদনা বাতিল করার বিষয়টি বলেছি। তিনি উত্তর না দিলে আমি কি করবো?
Usoejw9 (আলাপ) ২০:১৯, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনারটা আরেকজন বাতিল করেছেন, এতে রেগে গিয়ে আপনি আবার তারটা বাতিল করেছেন –এটাই সম্পাদনা যুদ্ধ। এভাবে আপনারা উভয়েই সম্পাদনা যুদ্ধ করে আসছেন। আর আপনি কী জানেন না, সেটা তো আমার জানার কথা না! — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২০:৩০, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya আপনি কি জ্যোতিষ যে আপনি বলে ফেললেন "রেগে" গিয়ে? আমি তারটা "বাতিল" কি করবো যদি তিনি কোনো বাক্যই না লেখেন? এই ৩ বার বাতিল ও তথ্য পুনরায় দেওয়া এর আগেও হয়েছে। কই "সম্পাদনা যুদ্ধ" হলো নাতো? ৩ বারের বেশি করেও পরে আলোচনা করে মীমাংসা হয়ে গেল। এখন আশা করি বুঝেছেন কেন "উগ্রবাদী" বলেছি?
Usoejw9 (আলাপ) ২০:৩৫, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ সম্পাদনা থেকে বাধাদান মুক্ত সম্পাদনা

 
এই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি নাকচ করেছেন। অন্যান্য প্রশাসকগণও এই বাধাটি পর্যালোচনা করতে পারেন, কিন্তু কোন ভালো কারণ ব্যতীত সিদ্ধান্তটি পরিবর্তন করা উচিত নয় (বাধাদান নীতিমালা দেখুন)। বাধাপ্রাপ্ত থাকা অবস্থায় এই পর্যালোচনাটি বাতিল করবেন না

Usoejw9 (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

আমি ভবিষ্যতে আর কোনো সম্পাদনা যুদ্ধ করবো না। তবে আমি আলোচনা করতে আহ্বান করলে অন্য সম্পাদক আসেন না। আমি এমন সব নির্ভরযোগ্য উৎস দিতে পারবো যা গৌতম বুদ্ধ নিবন্ধটি উন্নয়নে সহায়তা করবে।

অনুরোধ প্রত্যাখ্যানের কারণ:

৫ তারিখের পর থেকে আর কোনও আলোচনা ও কোনও সিদ্ধান্ত উপনীত হওয়া গিয়েছে তা দেখতে পাচ্ছি না। আফতাবুজ্জামান (আলাপ) ০১:০৩, ২৬ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনি যদি পরবর্তিতে এই বাধা অপসারণ প্রক্রিয়াটি পুনরায় ব্যবহার করতে চান তাহলে, দয়া করেে ইংরেজি উইকিপিডিয়ার বাধা অপসারণের আবেদনের নির্দেশাবলী প্রক্রিয়াটি পড়ুন এবং {{বাধা অপসারণ}} টেমপ্লেটটি পুনরায় ব্যবহার করুন। আপনি যদি বাধা অপসারণের এই প্রক্রিয়াটি কোন বৈধ কারণ ব্যতীত বার বার অপব্যবহার করেন তাহলে আপনাকে বাধাপ্রাপ্ত অবস্থায় এই পাতাটি সম্পাদনায়ও বাধা দেওয়া হতে পারে।

Usoejw9 (আলাপ) ১৯:৪৪, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমি আপনার আংশিক বাঁধা অপসারণ করতে পারি কিছু শর্তে।
  1. আপনি ওই নিবন্ধে আর সম্পাদনা করবেন না।
  2. অন্য কোনো নিবন্ধে সম্পাদনা যুদ্ধে জড়াতে পারবেন না
  3. এই বার্তার নিচে সম্পাদনা যুদ্ধ বলতে আপনি কী বুঝেছেন এবং সম্পাদনা যুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিলে কী করা উচিত তা সংক্ষেপে ব্যাখ্যা করবেন।
কয়েক মাস পর প্রথম নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রশাসকদের আলোচনাসভায় আপিল করতে পারবেন এবং পরবর্তীতে দুটোর কোনোটি করলে আপনাকে অসীম মেয়াদে পূর্ণ বাঁধা দেওয়া হবে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২০:৩২, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ভাই, প্রথমটি মানা গেল না। কারণ যারা আমার সাথে সম্পাদনা যুদ্ধ করেছেন তারা সবাই সকপাপেট ছিলেন যা প্রমাণিত।
দ্বিতীয় শর্তটি মনে থাকবে।
আর, আমি সম্পাদনা যুদ্ধ বলতে মনে করি কেউ যদি কোনো উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎসসহ তথ্য ৩ বার বা এর অধিক বাতিল করেন কোনো কারণ ছাড়া। Usoejw9 (আলাপ) ২০:৪০, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাধা থেকে মুক্ত সম্পাদনা

 
এই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি নাকচ করেছেন। অন্যান্য প্রশাসকগণও এই বাধাটি পর্যালোচনা করতে পারেন, কিন্তু কোন ভালো কারণ ব্যতীত সিদ্ধান্তটি পরিবর্তন করা উচিত নয় (বাধাদান নীতিমালা দেখুন)। বাধাপ্রাপ্ত থাকা অবস্থায় এই পর্যালোচনাটি বাতিল করবেন না

Usoejw9 (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

আমি ভবিষ্যতে আর কোনো সম্পাদনা যুদ্ধ করবো না। তবে আমি আলোচনা করতে আহ্বান করলে অন্য সম্পাদক আসেন না। আমি এমন সব নির্ভরযোগ্য উৎস দিতে পারবো যা গৌতম বুদ্ধ নিবন্ধটি উন্নয়নে সহায়তা করবে।

অনুরোধ প্রত্যাখ্যানের কারণ:


আপনি যদি পরবর্তিতে এই বাধা অপসারণ প্রক্রিয়াটি পুনরায় ব্যবহার করতে চান তাহলে, দয়া করেে ইংরেজি উইকিপিডিয়ার বাধা অপসারণের আবেদনের নির্দেশাবলী প্রক্রিয়াটি পড়ুন এবং {{বাধা অপসারণ}} টেমপ্লেটটি পুনরায় ব্যবহার করুন। আপনি যদি বাধা অপসারণের এই প্রক্রিয়াটি কোন বৈধ কারণ ব্যতীত বার বার অপব্যবহার করেন তাহলে আপনাকে বাধাপ্রাপ্ত অবস্থায় এই পাতাটি সম্পাদনায়ও বাধা দেওয়া হতে পারে।

@ইয়াহিয়া আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করবেন না। ভুল করেছেন আপনি সুতরাং এটা আপনার দায়িত্ব আমাকে মুক্ত করা। অন্যান্য নিবন্ধে অনেক সম্পাদনা করেছি এখন মোট কতগুলো সম্পাদনা করলে এই বাধা বাতিল করা হবে সেটা বলবেন।

জানুয়ারি ২০২৩ সম্পাদনা

 
আপনাকে সম্পাদনা করা থেকে 1 year সময়ের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। যখন এই বাধাদানের সময়সীমা শেষ হবে, তখন আমরা আপনাকে উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করার আহ্বান জানাই। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:২২, ১৯ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

প্রিয় Usoejw9,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন