বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

নাম যোগে সংশোধনের অনুরোধ সম্পাদনা

@সুপার কপ: শুভেচ্ছা নিবেন। উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশগ্রহণকারীদের নামের তালিকায় একটি নাম ছিল Super_cop, যা আমার আন্দাজ মতে আপনিই। আমার আপনার কাছে অনুরোধ রইলো যে আপনার নিজের আসল ব্যবহারকারী নাম (সুপার কপ) ব্যবহার করে পাতাটিকে পুনঃসম্পাদনা করে সংশোধন করুন। ধন্যবাদ! -- Bang Bang50 (আলাপ) ১৬:১৭, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

এলেন জনসন সারলিফ সম্পাদনা

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে, আপনি ইংরেজি যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটির কমপক্ষে দুই/তিন প্যারা বাংলাতে অনুবাদ করে নিবন্ধটি তৈরি করার কথা বলা হয়েছে কিন্তু আপনি উপরের নিবন্ধটি মাত্র এক/কয়েক লাইন অনুবাদ করে বেশ কয়েকদিন যাবত ফেলে রেখেছেন। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে নিবন্ধটি তৈরির সময় কমপক্ষে দুই/তিন প্যারা অনুবাদ যুক্ত করুন এবং পরবর্তীতে আপনার সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করুন। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩০, ১৭ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন