বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় শাহীন আলম,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভেলাজান উচ্চ বিদ্যালয় নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

সুপ্রিয় শাহীন আলম!

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।  আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। আপনার প্রণীত ভেলাজান উচ্চ বিদ্যালয় নিবন্ধটি খুব সুন্দর হয়েছে। আরো তথ্য যুক্ত করে পরিপূর্ণতা দিন।- Nazrul Islam Nahid (আলাপ) ০৬:৫৫, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ভেলাজান উচ্চ বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

ভেলাজান উচ্চ বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ভেলাজান উচ্চ বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —শাকিল (আলাপ · অবদান) ১৮:১০, ৬ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন