বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় ব্যবহারকারী, উপরে উল্লেখিত পাতায় সম্পাদনার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু খুব সম্ভবত আপনি সাবজেক্টের সাথে সংশ্লিষ্ঠ। উইকিপিডিয়ার WP:COI নীতিমালা অনুসারে কোন সংগঠন বা কোন কিছুর সাথে যুক্ত থাকলে সংশ্লিষ্ঠ বিষয়টি সম্পাদনায় নিরোৎসাহিত করা হয়ে থাকে। এছাড়াও, আপনার সম্পাদনাগুলো উইকিপিডিয়ার রচনাশৈলী অনুসারে গঠনমূলক ছিলো না বলে আমি নিবন্ধটিতে সম্পাদনা করে সংশোধন করেছি। অনুগ্রহ করে মনে রাখুন উইকিপিডিয়াতে রেফারেন্স হিসেবে সামাজিক যোগাযোগ বা ব্লগ সাইট যুক্ত করা যায় না ঠিক তেমনি ব্যবহারকারীদের উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা মেনে চলতে হয়। এছাড়াও, উইকিপিডিয়াতে কারণ ব্যাতীত একের অধিক একাউন্ট ব্যবহারও নিষিদ্ধ। খব সম্ভবত ব্যবহারকারী:Lelin.ml একাউন্টটিও আপনার। নিবন্ধের সাথে আপনি যেহেতু ক্লোজলি যুক্ত সেহেতু নিরপেক্ষতা বজায় রাখতে আপনাকে নিবন্ধটিতে সম্পাদনা না করার পরামর্শ দেব। কোন সাজেশন্স থাকলে উক্ত নিবন্ধের আলাপ পাতায় জানাতে পারেন। এই বার্তাটি কোন স্বয়ংক্রিয় বার্তা নয় এবং এটা গুরুত্বপূর্ণ যে আপনি এই বার্তাটি আমলে নিয়েছেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩৮, ২৭ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন