রায় সমীর কুমার

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম -রায় সমীর কুমার সম্পাদনা

নিউসান সম্পাদনা

নিউসান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কর্মরত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ভাবনায় নিবেদিত একটি মানব উন্নয়ন প্রতিষ্ঠান। খুলনার পাইকগাছা উপজেলার ৩নং লতা ইউনিয়নের হানি গ্রামে ২০০৯ সালে ত্রান ও দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কাজের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের প্রাথমিক যাত্রা শুরু হয়। তৎপরবর্তি এর প্রতিষ্ঠাতা জনাব রায় সমীর কুমারের হাত ধরে বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রাপ্ত হয়। ২০১০ সালে বাংলাদেশ সরকারের নিবন্ধন নিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চের উপকূলবর্তী জেলাসমূহে উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করে। বর্তমানে নিউসান বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ, ওয়াটার সেনিটেশন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন সহ উপকূলীয় উন্নয়ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংস্থাটি। বিগত বছর গুলোতে নিউসান তার উন্নয়ন কার্যক্রম খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় সম্প্রসারণ করেছে। এছাড়া সংস্থার রয়েছে সরকারী, বেসরকারী সংস্থা সহ দেশী-বিদেশী উন্নয়ন প্রতিষ্ঠানের সাথে দ্বিপাক্ষিক উন্নয়ন সম্পর্ক।

হ্যা রায় ০৮:৩৯, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)

রায় সমীর কুমার সম্পাদনা

রায় সমীর কুমার একজন তরুন উন্নয়ন কর্মী এবং ফ্রিলান্স লেখক। দীর্ঘ সময় তিনি মিডিয়াতে কর্মরত ছিলেন। ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সংস্থা নিউসান। সেই থেকে তিনি এই প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দ্বায়িত্ব পালন করে আসছেন। একজন সমাজ কর্মী হিসাবে তিনি সমাধিক পরিচিত। লেখালেখি করেন ছোট বেলা থেকেই। স্কুলে পড়াকালীন তার লেখা প্রকাশ পেতে থাকে শীর্ষ জাতীয় দৈনিক গুলোতে। প্রতিষ্ঠা করেছেন এবং জড়িয়ে আছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে।

রায় সমীর কুমার

হা রায় ০৮:৩৯, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)

মার্চ 2019 সম্পাদনা

  উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না , যেমনটি আপনি করেছেন নিউসান-এ। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:০৫, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। আমি বিষয়টি আগে জানতাম না। এরপর থেকে সঠিক প্রক্রিয়া অনুসরনে স্বচেষ্ট থাকবো। রায় ০৮:২৫, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)

ব্যবহারকারী:রায় সমীর কুমার-এর দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ব্যবহারকারী:রায় সমীর কুমার পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ বিচারধারার ব্য৫ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটিতে থাকা লেখাগুলি, তথ্য, আলোচনা এবং/অথবা ক্রিয়াকলাপ উইকিপিডিয়া লক্ষ্যগুলির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনও ওয়েব হোস্টিং পরিষেবা নয়দ্রুত অপসারণ মানদণ্ডের অধীনে এ জাতীয় পাতাগুলি যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। -- Aishik Rehman   ০০:১৩, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন