স্বাগতম! সম্পাদনা

সুপ্রিয়, মোহাম্মাদ শাহিদুল ইসলাম, উইকিপিডিয়ায় স্বাগতম! আপনার অবদানের জন্য ধন্যবাদ। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াতে থাকার সিদ্ধান্ত নিবেন। দুর্ভাগ্যবশত, আপনার তৈরি এক বা একাধিক পাতা, যেমন সৌক্ষেতুপাড়া, হয়তোবা উইকিপিডিয়ার কিছু নীতিমালা অনুসরণ করেনি এবং হয়তোবা অপসারিত হবে।

এখানে নিবন্ধন তৈরির বিষয়ে আপনার প্রথম নিবন্ধ নামের একটি পাতা রয়েছে যা আপনি হয়তো পড়তে চাইবেন। আপনি যদি সমস্যায় পড়েন এবং সাহায্য খুঁজেন তাহলে নতুন অবদানকারীর সাহায্য পাতায় প্রশ্ন করতে পারেন, যেখানে অভিজ্ঞ উইকিপিডিয়ানরা আপনার সমস্যার উত্তর দিতে পারেন! অথবা, এই পাতায় আপনি {{সাহায্য করুন}} সহ আপনার প্রশ্ন লিখে যোগ করতে পারেন, এবং কেউ হয়তোবা আপনার প্রশ্নের উত্তর দিবেন। এখানে নতুনদের জন্য কিছু ভালো লিঙ্ক দেয়া হল:

আমি আশা করি আপনি উইকিপিডিয়ায় সম্পাদনা করে এবং উইকিপিডিয়াচারী হয়ে আনন্দ পাবেন! অনুগ্রহপূর্বক আলাপ পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের   চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে নাম স্বাক্ষর করবেন। তাহলে স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যুক্ত হবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে উইকিপিডিয়া:প্রশ্ন পাতাটি দেখতে পারেন অথবা আমার আলাপ পাতায় প্রশ্ন করতে পারেন। আবারও আপনাকে, স্বাগতম! মেহেদী আবেদীন ১৩:২৯, ১০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সৌক্ষেতুপাড়া নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য সৌক্ষেতুপাড়া নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধে নির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করা হয়নি কী কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনমেহেদী আবেদীন ১৩:২৯, ১০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সৌক্ষেতুপাড়া নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য সৌক্ষেতুপাড়া নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে করা হয়েছে, কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনমেহেদী আবেদীন ০১:৫৫, ১১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সৌক্ষেতুপাড়া নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য সৌক্ষেতুপাড়া নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ নিবন্ধটি একটি প্রতিষ্ঠান বা কোম্পানি সম্পর্কিত। কিন্তু নিবন্ধে নির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করা হয়নি কী কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনমো. মাহমুদুল আলম (আলাপ) ০৪:৫৩, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সৌক্ষেতুপাড়া নিবন্ধটি গৃহীত হয়েছে! সম্পাদনা

@মোহাম্মাদ শাহিদুল ইসলাম প্রিয় ভাই। আশা করছি ভালো আছেন! আপনার নিবধের জন্য ধন্যবাদ। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৫:০৯, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram: নিবন্ধটিকে ঠিক কি কারণে গৃহীত করলেন আমার বোধগম্য নয়। এটিকে ব্যবহারকারী:মোহাম্মাদ শাহিদুল ইসলাম/সৌক্ষেতুপাড়া উপপাতায় স্থানান্তর করলাম। নিবন্ধে ব্যবহৃত তথ্যসূত্রগুলো কি বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক?কয়েকটা লিংক যোগ করলেই কি নিবন্ধ উল্লেখযোগ্য হয়ে যায়? নিবন্ধে লেখা সাক্ষরতার হার ১০০% এটা কোথায় পেয়েছে? তথ্যসূত্র দিন। এছাড়াও, নিবন্ধে প্রয়োজনীয় তথ্যও নেই, শুধু গ্রামের নিবন্ধ হলেই উল্লেখযোগ্য হয়ে যায় না। যথেষ্ট তথ্যও থাকতে হবে। নিবন্ধে যোগকৃত বেশিরভাগ তথ্যই ইউনিয়নের। দয়া করে নিবন্ধে প্রয়োজনীয় তথ্য ও তথ্যসূত্র যোগ করুন এরপর মূল নামস্থানে স্থানান্তরের জন্য বলবেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:৩১, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon সুধী! নিবন্ধে কি আছে, কি না আছে সেটা পরের প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে নিবন্ধটা থাকবে কিনা!!
en:WP:GEOLAND এখানে উল্লেখ আছে Populated, legally recognized places are typically presumed to be notable, even if their population is very low. Even abandoned places can be notable, because notability encompasses their entire history। আপনি ইংরেজি উইকির অধিকাংশ গ্রামগুলোর নিবন্ধ এক বাক্যেই পাবেন। কারণ তারা নীতিমালা অনুসারে রেখে দিয়েছে। এমনকি ওগুলো আমি অপসারণ প্রস্তাবনা দিলেও মুছাতে পারিনি। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:২২, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon আইনগত স্বীকৃতির প্রমান এখানে দেখুনDeloar Akram (আলাপঅবদানলগ) ০৭:২৫, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram: প্রথমত, নিবন্ধটি ৩ বার অপসারণ হয়েছে দেখলাম, এরপরও মূল নামস্থানে মাত্র কয়েকলাইন লিখে কেন প্রকাশ করবে? ইংরেজি উইকিপিডিয়াতে কি আছে নেই সেটার সাথে তুলনা করলে হবে না, কারণ সেখানে যেমন ১ লাইনের নিবন্ধ আছে তেমনি হাজার লাইনের ও লক্ষ লক্ষ নিবন্ধ আছে। আইনগত বা উল্লেখযোগ্যতার স্বীকৃতির বিষয়টা পরে, বারবার অপসারণের পরও কেন নিবন্ধটি অপ্রাসঙ্গিক তথ্যসূত্র এবং ভুল তথ্যসহ প্রকাশ করবে? আপনিতো প্রণেতার পরিচিত বলে উল্লেখ করলেন, চাইলে এসব বিষয় বলে দিতে পারতেন না? আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:৩৩, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@দেলোয়ার ভাই, এর আগে আপনি নিজেই উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/গোলারটেক এটাতে অপসারণ প্রস্তাবনা দিয়েছিলেন, অথচ এটার ক্ষেত্রে আপনার ধারণা বিপরীত হবে কেন? আপনার পরিচিত লোক নিবন্ধ লিখেছে বলেই? এটা কি স্বার্থের সংঘাত নয়? আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon আরে ভাই! আপনি এতো দ্রুত লেজ লাগিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন কেন?? এই লোকটি আমার পরিচিত নয়। তবে গ্রামটি আমার পরিচিত। এই নামে গ্রাম রয়েছে, আমি সেটি জানি। লোকটির মেন্টর হয়েছি, কারণ যেহেতু তিনি আমার নিকটবর্তী গ্রামের ব্যক্তি তাই উনি হয়তো আমার কাছে প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এইজন্য মেন্টর নেওয়ার জন্য জাস্ট পরিচিত উল্লেখ করেছি।
আর আমি বাংলা উইকির নীতিমালা পরে গ্রামগুলো অপসারণের চিন্তা মাথায় আনি। এমনকি সকল গ্রামগুলো অপসারণ প্রস্তাবনার জন্য আলোচনায় সভায় জানানোর চিন্তাও করেছিলাম। এইজন্য পরীক্ষামূলক বাংলা এবং ইংরেজিতে অপসারণ প্রস্তাবনা দেই। এইটা দেখুন, en:Wikipedia:Articles for deletion/Deotala। তখন ইংরেজি নীতিমালা পড়িনি, পরে ইংরেজি নীতিমালা পড়ে দেখলাম নীতিমালা কিছু আলাদা রয়েছে, বাংলাতে ভালোভাবে অনুবাদ করা হয়নি। তখন আমি নীতিমালার পক্ষ নিয়েছি।
হ্যা আমি গোলারটেক গ্রামের অপসারণ প্রস্তাবনায় আমি পরের সিদ্ধান্ত জানাইনি, এটা ঠিক আছে। তবে ইংরেজি উইকি অনুসারে আইনগত গ্রামগুলোর নিবন্ধ উইকিতে স্থান পাবে। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram: এখানে লেজ লাগানোর কি হলো বুঝলাম না? এটা কোন ধরনের ভাষা? আপনি নিজেই পরিচিত হিসেবে উল্লেখ করলেন, সেটা বললেই দোষ! দয়া করে শিষ্টাচার মেনে আলোচনা করুন। নিবন্ধটি বারবার তৈরির কারণে চাইলে আমি সুরক্ষিত করে দিতে পারতাম আমি তা করিনি বরং মানোন্নয়নের জন্য উপপাতায় স্থানান্তর করে দিয়েছি। মূল সমস্যা হচ্ছে নিবন্ধটিতে অপ্রাসঙ্গিক তথ্যসূত্র ও সম্ভাব্য ভুল তথ্য দেওয়া হয়েছে। যেটা আপনি গ্রহণ করে নিলেন। আমি বলতেছি না, ১ লাইনের হলে উল্লেখযোগ্য হবে না। যা লিখবে তা যেন প্রাসঙ্গিক তথ্যসূত্রসহ যোগ করে। আমি আবারও বলছি ইংরেজিতে বড় বড় অনেক নিবন্ধ আছে, এর বিপরীতে বাংলায় কয়টা আছে? তাই বাংলা উইকিপিডিয়ার মানবৃদ্ধির স্বার্থে তথ্য পাওয়া যায় এমন নিবন্ধ যেন ছোট করেই তৈরি না করা হয়। এখানে আমি তো আর নিবন্ধ অপসারণ করে দিই নাই। উনি/অন্য কেউ নিবন্ধের মানোন্নয়ন করলে মূল নামস্থানে আনতে সমস্যা দেখিনা। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon লেজ লাগানো বিষয়টি আপনাকে আক্রমণের জন্য বলিনি, লেজ লাগানো মানে একটি সিদ্ধান্ত গ্রহণের আগেই সেটি ডিফেন্ড করে পরবর্তী স্টেপে যাওয়া। আমি বিষয়টি নেগেটিভলি বলিনি। আমাকে ভুল বুঝলে দুঃখিত, ক্ষমাপ্রার্থী। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:০৪, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আসছালামু আলাইকুম মোহাম্মাদ শাহিদুল ইসলাম (আলাপ) ১০:৪৮, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন