বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ২৩:২৮, ২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

প্রসঙ্গ নিবন্ধ চর জব্বর সম্পাদনা

প্রিয় ব্যবহারকারী মোঃআবু সায়েদ রিয়াজ

আপনার প্রণীত নিবন্ধ চর জব্বর প্রসঙ্গে এই বার্তা। নিবন্ধটিতে সূচনা অনুচ্ছেদে একটিও বাক্য নেই। তারপরে কতগুলি শিরোনাম আছে, কিন্তু কিচ্ছু লেখা নেই। সবশেষে দুটি শিরোনামের অধীনে দুটি তালিকা দেওয়া হয়েছে। কোনওভাবেই নিবন্ধটি উইকিপিডিয়ার ন্যুনতম কাঙ্খিত মানের ধারেকাছেও পৌঁছয়নি। মূল লেখার পরিমাণ ১৫০০ বাইটের কম (এর মধ্যে শিরোনাম, টেমপ্লেট, তালিকা - এসব বিবেচ্য নয়), কোনও তথ্যসূত্র দেননি। অথচ "সংক্ষিপ্ত নিবন্ধ" ও "তথ্যসূত্রহীন নিবন্ধ" হিসেবে তাতে যে দুটি ট্যাগ যোগ করা হয়েছিল, সে' দুটি আপনি মুছে দিয়েছেন। এমনকী প্রশাসকদের তরফে একবার পুনরায় ট্যাগদুটি ফিরিয়ে আনার পরেও আপনি আবার একই কাজ করেছেন। অনুগ্রহ করে উইকিপিডিয়ার মান বজায় রেখে ন্যুনতম সঠিক দৈর্ঘ্য ও সেখানে উল্লিখিত বক্তব্যের সমর্থনে উপযুক্ত তথ্যসূত্র ব্যবহার করে নিবন্ধ লিখুন। আর নিবন্ধের মানোন্নয়ন না করে শুধুমাত্র ট্যাগ মোছার কাজ থেকে বিরত হোন। -- Arindam Maitra (আলাপ) ১৮:০৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন