কাব্য– জীবন নদের তরী লেখক– মুন্সী মোঃ মুহিব্বুল মুত্তাকিন

তার সাথে মোর সাথে প্রথম দেখা স্কুল প্রাঙ্গণে সেদিন থেকেই গেঁথে আছে সে যে আমার অবুঝ মনে, দিনটি ছিল বাইশ সালের ২০শে এপ্রিল হাসি ভরা মুখে দেখেছিনু তাকে প্রফুল্ল অনাবিল।

কত কথা হলো তাহার সাথে ফেরারি পথের বাঁকে মনে পরে আজও সহজ সরল' সাদাসিধে মেয়েটাকে, না শুনতেই বলেছিল সে যে তাহার মুখের কথা সেই দিনগুলি মনে পড়ে গেলে বেড়ে যায় ব্যাকুলতা।

কহিলাম তারে ভালবাসি প্রিয় হৃদয় গহীন হতে সে কহিল মোরে দুঃখিত ভাইয়া' ফিরুন নিজের পথে, ক্লান্ত মনে বিষাদ লগনে ফিরে আসিলাম হায় আজও সেই স্মৃতি প্রাণে আছে গাঁথি' ভুলিবার উপায় নাই।

অনলাইনে খুঁজিতাম তারে' প্রতিক্ষনে বারেবার বহুদিন পরে পেয়েছিলাম আমি ফেসবুক আইডি তার, অনুরোধ করে বলিলাম তারে বন্ধু হও গো মোর অবহেলা আর ঠাট্টার ছলে' করিল সে ইগনোর।

আমি নাকি তারে বিরক্ত করি চলার পথেতে রোজ বাজারের এক দোকানীর কাছে তার মায়ে নিলো খোঁজ, নালিশ আসিল বাড়িতে আমার দোকানীর মারফতে সেদিন হতে যাইনি কো আমি তাহার চলার পথে।

কিছুদিন আগে ইনস্টাগ্রামে করিল সে মোরে ফলো কিভাবে ভুলিবো তাহার স্মৃতি তোমরাই মোরে বলো? যতই তাহারে ভুলে যেতে চাই' ততবারই মনে করি দোটানার স্রোতে চলছে যে মোর জীবন নদের তরী।

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

AKanik 💬 ০৮:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সেপ্টেম্বর ২০২৩

সম্পাদনা

  অনুগ্রহ করে উইকিপিডিয়ায় বিজ্ঞাপন বা প্রচারণামূলক উপকরণ অথবা তথ্যাদি যোগ করবেন না, যা আপনি উইকিপিডিয়া:আলোচনাসভা পাতায় করেছেন। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে রচিত কোনো পণ্য বা সেবা সম্পর্কিত গঠনমূলক নিবন্ধ যদিও উইকিপিডিয়ায় উৎসাহিত করা হয়ে থাকে, কিন্তু উইকিপিডিয়া যেহেতু কোনো প্রচারমাধ্যম নয় তাই পন্য বা সেবা সংস্থার প্রচারনার কাজে উইকিপিডিয়াকে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১৯:০৩, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন