মানসূর আহমাদ
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় মানসূর আহমাদ! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৩:০০, ৭ এপ্রিল ২০১৭ (ইউটিসি) |
স্বাগতম!
সম্পাদনা মানসূর আহমাদ, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম! আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আমি আ হ ম সাকিব বেশ কিছুদিন যাবত উইকিপিডিয়ায় সম্পাদনা করেছি, সুতরাং যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় আমার আলাপ পাতায় তা রাখতে পারেন। আপনি উইকিপিডিয়া:প্রশ্ন পাতাটিতেও ঘুরে আসতে পারেন অথবা এই পাতার নিচে {{সাহায্য করুন}}
লিখুন। নিম্নে কিছু পাতার তালিকা রয়েছে যা আপনাকে উইকিপিডিয়া সম্পাদনার ক্ষেত্রে সাহায্য করতে পারে:
- ভূমিকা
- উইকিপিডিয়ার পঞ্চস্তম্ভ
- কিভাবে একটি পাতা সম্পাদনা করবেন
- সাহায্য পাতা
- বাংলা উইকিপিডিয়ার সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে। আশা করি আপনি এখানে একজন উইকিপিডিয়ান হিসাবে সম্পাদনা করতে উপভোগ করবেন! —আ হ ম সাকিব বার্তা ০৩:৪৪, ৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
পাতা অনুবাদ প্রসঙ্গ
সম্পাদনাপ্রিয় মানসূর আহমাদ ভাই! আপনি অনুবাদ করছেন দেখে ভালো লাগছে। আপনাকে অনুরোধ করবো, অনুবাদ সম্পূর্ণ হবার পূর্বে এ ক্লিক করবেন না। পূর্ণাঙ্গ হলেই কেবল এটাতে ক্লিক করবেন। ধন্যবাদ! —আ হ ম সাকিব বার্তা ০৭:২৪, ৯ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)