ব্যবহারকারী আলাপ:বাঙাল গালিব
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতমসম্পাদনা
সুপ্রিয় বাঙাল গালিব! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৬:২২, ১৯ অক্টোবর ২০১৭ (ইউটিসি) |
নীতিমালা অনুবাদ এডিটাথন পদকসম্পাদনা
নীতিমালা অনুবাদ এডিটাথন পদক | |
প্রিয় বাঙাল গালিব, শুভেচ্ছা নিবেন। আপনি সম্প্রতি অনুষ্ঠিত বাংলা উইকিপিডিয়ার নীতিমালা অনুবাদ সংক্রান্ত এডিটাথনে অংশ নিয়ে নীতিমালা অনুবাদ করেছেন। তাই আপনাকে এই পদকটি দেয়া হল। ভবিষ্যতেও নীতিমালা অনুবাদ করা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনার সম্পাদনা শুভ হোক। --আফতাব (আলাপ) ২২:১৯, ৩০ নভেম্বর ২০১৭ (ইউটিসি) |