কবি ফাহমিদা ইয়াসমিন মৌলভীবাজার জেলার বড়কাপন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব মোঃ-ইলাছ মিয়া মাতা ,ফজিলাতুন্নেছা চৌধুরী। লন্ডন প্রবাসি কবি ফাহমিদা ইয়াসমিন এর স্বামী প্রকৌশলী মোঃ ফয়জুল ইসলাম ও আদরের দুই সন্তান ফারহাত ,ফারহান। কবি ফাহমিদা ইয়াসমিন মৌলবীবাজার মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। শত ব্যস্ততার মাঝে থেকেও সাহিত্যের পঞ্ছ শাখায় গভীর মনোনিবেশ করে যাচ্ছেন সতত। দেশ বিদেশের দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা, অনলাইন মিডিয়া ও বিভিন্ন সংকলনে অনবরত লিখে যাচ্ছেন কবিতা,গল্প, ছড়া। কবি ফাহমিদা ইয়াসমিন কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে । স্বপ্নচারী মন, নীলিমার প্রেম , শংকা ও সময়ের নিষিদ্ধ ধ্বনি।বিদ্রোহী বিক্ষোভ,ফুল ফুটে পাখি উড়ে ছড়া এর, উপন্যাস ডাইরির শেষ পাতা। কবি বাবার সাথেই বিদেশে পথ যাত্রা , পরিবার পরিজন স্বামী সন্তান নিয়ে আছেন। বর্তমানে লন্ডনে চাকরিরত। তিন ভাই তিন বোন এর মধ্যে কবি দ্বিতীয়। বড় ছেলে Kings College London University তে ফার্মাসিস্ট পরছে । ছোট ছেলে Beths Grammar School studying for GCSE's .

আপনার আলাপ পাতা সম্পাদনা

এই পাতাটি আপনার সাথে অন্যান্য ব্যবহারকারীর যোগাযোগের জন্য। দয়া করে এখানে নিবন্ধ শুরু করবেন না। আপনার যোগ করা কন্টেন্ট মদিনার সনদ পাতায় যুক্ত করে দিয়েছি। ওখানে সম্পাদনা করতে পারেন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০২:২৫, ২৩ জানুয়ারি ২০০৯ (UTC)

ধর্মীয় বিষয়বস্তু লেখার ধরন সম্পাদনা

ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে নিবন্ধ শুরু করার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনার লেখার ধরন পড়ে মনে হচ্ছে আপনি নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠীর জন্য লিখছেন, বা ধরেই নিয়েছেন লেখাগুলি পড়ামাত্রই যেকোন পাঠক বুঝে যাবে। উইকিপিডিয়াতে কোন নির্দিষ্ট ধর্ম, জাতি বা দলের জন্য লেখা বাঞ্ছনীয় নয়। আপনাকে এমনভাবে লিখতে হবে যেন যেকোন পাঠকের পড়ে মনে হয়, আপনি একটি নিরপেক্ষ অবস্থান থেকে লিখছেন। যেমন ইসলামের কোন বিষয় নিয়ে লিখতে চাইলে আপনাকে নিবন্ধের শুরুতে (এবং ভেতরে যেখানে যেখানে প্রযোজ্য বলে আপনি করবেন) আপনাকে পরিস্কার করে দিতে হবে যে এই বিষয়গুলি ইসলাম ধর্মের প্রেক্ষাপটে প্রযোজ্য। যেমন এভাবে শুরু করতে পারেন- "ইসলাম ধর্মের দর্শনে তাওয়াক্কুল বলতে ... বোঝায়"। আশা করি আরও অবদান রাখবেন এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করবেন। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:০৬, ২৩ জানুয়ারি ২০০৯ (UTC)

কুরআনের সূরা সম্পাদনা

কুরআনের সূরা গুলি উইকি-সংকলন সাইটের জন্য প্রযোজ্য। সেখানে চাইলে সম্পূর্ণ কুরআনের বঙ্গানুবাদ দিতে পারবেন। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:২৮, ২৬ জানুয়ারি ২০০৯ (UTC)

ব্যবহারকারী নিশ্চয়ই উইকিপিডিয়াতে নবীন। তাই তাকে পদে পদে বাঁধা না দিয়ে, সাহায্য করুন। উইকিসংকলনের কথা বলেছেন কিন্তু ব্যবহারকারীর উইকিসংকলন সম্পর্কে না জানাটাই স্বাভাবিক। উইকিসংকলন সম্পর্কে তাকে কিছু বলুন, তারপর তাকে উইকিসংকলনের লিঙ্ক দিন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৩:০০, ২৭ জানুয়ারি ২০০৯ (UTC)


পরিচয় সম্পাদনা

আপনার ব্যবহারকারী পাতায় আপনার ছোট পরিচয় দিন এবং আপনি উইকিতে কী করতে চান, তার একটা ছোট বিবরণ দিন। তাহলে আমি এবং অন্যান্য ব্যবহারকারীরা আপনাকে আরও ভালমত সাহায্য করতে পারব। উইকিতে কেবল অ্যাকাউন্ট খুলে অবদান রাখলেই চলবে না, অন্যান্য ব্যবহারকারীদের সাথে ন্যূনতম যোগাযোগ রাখাটাও জরুরি। এতে করে সবার সাথে সুন্দর করে একসাথে অবদান রাখা সম্ভব হয়। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:৫১, ৮ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)