আমি ফাহমিদা, ম্যানেজমেন্ট এ এম.বি.এ করেছি। বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার উপর একটা আর্টিকেল লিখতে গিয়ে উইকিপিডিয়ায় সাথে পরিচয়। আর্টিকেল টা শেষ করার পর মনে হলো আমি যদি আমার জানা বিষয়গুলো উইকিপিডিয়ার মাধ্যমে শেয়ার করি তবে অনেকেই উপকৃত হবে। তাছাড়া বাঙ্গালী হিসেবে আমার দায়িত্ব আমার ভাষাটা ছড়িয়ে দেয়া। এখানে সবাই স্বত:র্স্ফুত হয়ে অবদান রাখে কোন প্রাপ্তির আশা না রেখে । এমন নি:স্বার্থ প্রেরণা আমাকে উদ্বুদ্ধ করেছে উইকিপিডিয়ার সদস্য হতে। জ্ঞানের ঝুড়িতে খুব বেশি কিছু নেই। তারপরও এইসব নি:স্বার্থ মানুষগুলোর সহযাত্রী হতে চাই । যেহেতু মুসলিম তাই ইসলাম ধর্মের ছোট ছোট বিষয় দিয়েই শুরু করেছি। উদ্দেশ্য একটাই নিজের জানা বিষয়গুলোকে ছড়িয়ে দেয়া যাতে অন্যরাও উপকৃত হয়। যেহেতু নবীন ব্যবহারকারী তাই ভুলত্রুটি হয়েই যাচ্ছে। আমিও সর্বাত্নকরণে চেষ্টা করছি সব শিখে নেবার। সবার সহযোগীতা কামনা করি। কারণ সবাই একটা লক্ষ্যর দিকেই এগুচ্ছি আর তা হলো নিজের ভাষাটাকে সমৃদ্ধ করা , ছড়িয়ে দেয়া পৃথিবীর মানচিত্রে। আমি বিশ্বাস করি ছোট ছোট ঢেউ জুড়েই সুনামীর সৃষ্টি হয়।