বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

নাপা ওষুধ কোন কোন রোগের কাজ করে ? সম্পাদনা

আমরা প্রতিনিয়ত বিভিন্ন শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়ি যার জন্য আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু ডাক্তার সাহেব আমাদের কি ধরনের ওষুধ দিচ্ছে কিংবা সেই ওষুধটি কোন রোগের কাজ করে সেগুলো না জেনেই অন্ধের মতো আমরা ওষুধ খেয়ে যাই । যার জন্য আমরা অনেক সমস্যা পড়তে পারি । তাই আজ আমি আপনাদের সাথে নাপা ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই পোস্টে । নাপা ওষুধটি প্যারাসিটামল মেডিসিন দিয়ে তৈরি


এখন প্রশ্ন হলো এই ওষুধটি কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়

ওষুধটি মূলত  জ্বর, সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, শরীর ব্যথা, স্নায়ুপ্রদাহ জনিত ব্যথা, নিরাময়ে সাহায্য করে ।

নাপা ওষুধটির কিভাবে খাওয়াতে হবে?

প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের ঊর্ধ্বেশিশুদের ক্ষেত্রে: ২টি ট্যাবলেট প্রতি ৮ ঘন্টা পরপর; সর্বোচ্চ দৈনিক

৬ টি ট্যাবলেট খেতে পারবে।

নাপা ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া মধ্যে হলো

রক্তের উপাদানের উপর যৎসামান্য প্রভাব থাকলেও সাধারণত প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। কিছু কিছু

ক্ষেত্রে অগ্নাশয়ের প্রদাহ, চামড়ায় ফুসকুড়ি ও অন্যান্য এলার্জি দেখা দিতে পারে। এছাড়াও কিডনী ও জন্ডিস রোগীদের জন্য সতর্কতার সাথে খেতে হবে । ডেবিড (আলাপ) ০৮:৫০, ২৬ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:ডেবিড পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে সম্পাদনা

 

হ্যালো, এবং উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার তৈরি ব্যবহারকারী:ডেবিড পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। দ্রুত অপসারণ মানদণ্ডের ব্য৫ অনুচ্ছেদের অধীনে এটি করা হয়েছে, কারণ পাতাটির লেখা, তথ্য, আলোচনা, এবং/অথবা কার্যকলাপ উইকিপিডিয়ার লক্ষ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয় বলে মনে হয়েছে। দয়া করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনো বিনামূল্যের ওয়েব হোস্টিং পরিষেবা নয়। দ্রুত অপসারণের মানদণ্ডের অধীনে, এই জাতীয় পাতাগুলো যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। Aishik Rehman (আলাপ) ১৩:১৮, ২৬ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন